How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
ভূ-মণ্ডলীয় বিশ্বের সৃষ্টি
১। বিশ্বায়ন কী বা কাকে বলে?
উত্তর বিশ্বের প্রতিটি দেশের উন্মুক্ত অর্থনীতি গড়ে ওঠা এবং পণ্যসামগ্রী উৎপাদন, বণ্টন এবং বিপননের ব্যাপারে বিধিনিষেধ তুলে দেওয়াকেই বিশ্বায়ণ বলা হয়।
২। কড়ি বলতে কী বোঝায়?
উত্তর কড়ি বলতে একধরনের শঙ্খকে বোঝায় যার মাধ্যমে প্রাচীনকালে দ্রব্য বিনিময় হত।
৩। 'রেশমপথ' বলতে কী বোঝায়?
উত্তর রেশমপথ বলতে প্রাচীনকালের এক বিশেষ পথকে বোঝায় যার মাধ্যমে এশিয়ার সঙ্গে ইউরোপ এবং আফ্রিকার যোগাযোগ হত।
৪। করে বিশ্ব জুড়ে কৃষি অর্থনীতির সূচনা হয়?
উত্তর 1890 খ্রিস্টাব্দে।
৫। Rinder pest কী?
উত্তর বলদের প্লেগ রোগকেই Rinder pest বলা হত।
৬। আমেরিকার মূল অধিবাসীদের ক্ষেত্রে কোন রোগ মারনব্যাধি হয়ে উঠেছিল?
উত্তর গুটিবসন্ত।
৭। উনিশ শতক পর্যন্ত ইউরোপের সাধারণ সমস্যা কী ছিল ?
উত্তর দারিদ্র এবং দুর্ভিক্ষ।
৮। অষ্টাদশ শতকের দুটি ধনী দেশের নাম করো।
উত্তর ভারত এবং চিন।
৯। আমেরিকার মূল অধিবাসীরা কী নামে পরিচিত ছিল?
উত্তর American Indians.
১০। খাল উপনিবেশ বলতে কী বোঝায়?
উত্তর খাল উপনিবেশ বলতে নতুন খালের মাধ্যমে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটানোকে বোঝায়।
১১। শস্য নিয়ন্ত্রণকারী আইন কী?
উত্তর ইংল্যান্ডে আইনের মাধ্যমে শস্য আমদানি নিয়ন্ত্রণ করাকেই শস্য নিয়ন্ত্রণকারী আইন বলা হয়।
১২। America শব্দটির মাধ্যমে কোন্ কোন্অঞ্চলকে বোঝাত?
উত্তর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে বোঝাত।
১৩। উনিশ শতকে ইউরোপীয়রা কেন আফ্রিকার প্রতি আকৃষ্ট হয়েছিল?
উত্তর আফ্রিকার প্রভূত জমি এবং খনিজ সম্পদের প্রতি।
১৪। ভারতে এটি অঞ্চলের নাম করো যেখান থেকে চুক্তিবদ্ধ শ্রমিকরা আসতেন।
উত্তর ভারতের উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, বিহার এবং মধ্যভারত থেকে।
১৫। 1929 খ্রি. মহামন্দার পরিমণ্ডলে মহাত্মা গান্ধি কোন্ আন্দোলনের ডাক দিয়েছিলেন?
উত্তর আইন অমান্য আন্দোলন।
১৬। প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন দুটি দেশ প্রধানত গমের জোগান দিত?
উত্তর কানাডা এবং আমেরিকা।
১৭। NIEO এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর New International Economic Order.
১৮। যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান লক্ষ্য কী ছিল?
উত্তর অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রাখা এবং বেকারত্ব দূর করা।
১৯। বেটন উডস-এর যমজ বলতে কী বোঝায়?
উত্তর INF এবং বিশ্ব ব্যাংককে বোঝায়।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন