সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

সামষ্টিক মূল্যায়নের সংজ্ঞা দাও। সামষ্টিক মূল্যায়নের বৈশিষ্ট্য আলোচনা কর। সামষ্টিক মূল্যায়নের শ্রেনিবিভাগগুলি কী কী। সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব কী। সামষ্টিক মূল্যায়নের সীমাবদ্ধতা আলোচনা কর।

Define summative evaluation. Discuss the characteristics of summative evaluation. Point out the classification of summative evaluation. What are the importance of summative evaluation. What are the limitations of summative evaluation.
 (সামষ্টিক মূল্যায়নের সংজ্ঞা দাও। সামষ্টিক মূল্যায়নের বৈশিষ্ট্য আলোচনা কর। সামষ্টিক মূল্যায়নের শ্রেনিবিভাগগুলি কী কী। সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব কী। সামষ্টিক মূল্যায়নের সীমাবদ্ধতা আলোচনা কর।)

Define summative evaluation. Discuss the characteristics of summative evaluation. Point out the classification of summative evaluation. What are the importance of summative evaluation. What are the limitations of summative evaluation.   (সামষ্টিক মূল্যায়নের সংজ্ঞা দাও। সামষ্টিক মূল্যায়নের বৈশিষ্ট্য আলোচনা কর। সামষ্টিক মূল্যায়নের শ্রেনিবিভাগগুলি কী কী। সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব কী। সামষ্টিক মূল্যায়নের সীমাবদ্ধতা আলোচনা কর।)


 সামষ্টিক বা প্রান্তিক মূল্যায়ন (Summative Evaluation)

শিখন-শিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন শেষে কার্যক্রমের সামগ্রিক ফলাফল, প্রভাব ও অর্জিত লক্ষ্যমাত্রা নিরূপণের জন্য যে মূল্যায়ন করা হয়, তাকে সামষ্টিক বা প্রান্তিক মূল্যায়ন বলে।

Page & Thomas International Dictionary of Education - 4 সামষ্টিক মূল্যায়ন এর সংজ্ঞায় বলেছেন, “ কোন শিক্ষা পরিকল্পনা বা কর্মকান্ডের শেষে এর কার্যকারিতা যাচাইয়ের মূল্যায়নকে সামষ্টিক মূল্যায়ন বা প্রান্তিক মূল্যায়ন বলে।” (Evaluation at the con- clusion of any educational plan or activity to determined the effective- ness of the activity)

R.N. Patel বলেছেন, “ কোন কর্মকান্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ও সর্বশেষ মূল্যায়ন বা সিদ্ধান্ত কে সামষ্টিক মূল্যায়ন বলে” (Making overall assessment or decision with the pro gram is a summative evaluation)

Best ও Kahn তাঁদের Research in Education” গ্রন্থে বলেছেন, “ অধিকাংশ লোক মূল্যায়ন বলতে সামষ্টিক মূল্যায়নের কথাই বিবেচনা করেন। এর প্রাথমিক উদ্দেশ্যসমূহ হল গ্রেড নির্ণয়, শিক্ষণ দক্ষতার বিচার ও শিক্ষাক্রমের পর্যালোচনা।” (Summative evaluation is what most people think of when they consider evaluation. Its primary purpose are to determine grades. judge teaching competence and compare curricula.) সামষ্টিক মূল্যায়নের বৈশিষ্ট্য (Characteristics of Summative Evaluation) :

১. একটি নির্দিষ্ট সময়ান্তে, পর্বশেষে, সেমিষ্টার শেষে প্রান্তিক মূল্যায়ন করা হয়।

২. এর প্রধান উদ্দেশ্য হলো গ্রেড নির্ণয়, শিক্ষণ দক্ষতা নির্ণয় ও শিক্ষাক্রম পর্যালোচনা।

৩. এটি হলো শিক্ষার্থী কর্তৃক নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষতা অর্জনের চূড়ান্ত অবস্থার মূল্যায়ন।

৪. ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও অধিকতর উন্নত কার্যক্রম গ্রহণের পথ নির্দেশ করে।

৫. এটি মূল্যায়ন প্রক্রিয়াকে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য মন্ডিত করে তোলে।

৬. প্রান্তিক মূল্যায়ন হল মূল্যায়ন প্রক্রিয়ার অপরিহার্য একটি পদক্ষেপ।

৭. এটির সাহায্যে শিক্ষার্থীর পারদর্শিতার একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়।

৮. এটি প্রধানত আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

৯. এটি মাধ্যমে শিক্ষার্থীর শিখন ও তার অগ্রগতির একটি সারসংক্ষেপ পাওয়া যায় ।

১০. এটি ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার জন্য কার্যকরী সিদ্ধান্ত প্রদানে সক্ষম।

 সামষ্টিক মূল্যায়নের শ্রেণিবিভাগ Classification of Summative Evaluation)

সামষ্টিক মূল্যায়ন নানা ধরনের হতে পারে, যেমন:

১. লিখিত পরীক্ষা (Written Test)

২. মৌখিক পরীক্ষা (Oral Test)

১. লিখিত পরীক্ষা : লিখিত পরীক্ষা আবার দু' প্রকার হতে পারে, যথা

(ক) রচনামূলক (Eassy type)

(খ) নৈর্ব্যক্তিক (Objective type)

রচনামূলক অভীক্ষা দু'রকম হতে পারে, যেমন

(ক) সংক্ষিপ্ত রচনামূলক

(খ) দীর্ঘ রচনামূলক

২. মৌখিক পরীক্ষা

ভর্তি পরীক্ষা বা এ ধরনের অন্য কোন পরীক্ষা, পাবলিক পরীক্ষা ইত্যাদিতে এ ধরনের পরীক্ষা ব্যবহৃত হয়।

এছাড়া নির্দিষ্ট সময়াস্তে অ্যাসাইনমেন্ট অথবা টার্ম পেপার ও সামষ্টিক মূল্যায়নে ব্যবহৃত হয়।

সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব ( Importance of Summative Evaluation)

 সামষ্টিক মূল্যায়ন, মূল্যায়ন প্রক্রিয়ার অপরিহার্য পদক্ষেপ। নিচে সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব আলোচনা করা হলো :

১. কোন বিষয়বস্তু শিক্ষার উদ্দেশ্য পরিমাপ করার জন্য সামষ্টিক মূল্যায়ন একান্ত আবশ্যক।

২. এর মাধ্যমে শিক্ষার্থী কর্তৃক নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষতা অর্জনে চূড়ান্ত অবস্থা নির্ণয় করা যায়।

৩. ফলাবর্তন (Feed back) এর মাধ্যমে শিক্ষার্থীর জন্য পরবর্তী কার্যক্রম কি হবে তার নিদের্শনা পাওয়া যায়।

8. ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় কার্যকরী পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণে এটি সহায়ক।

৫. একটি নির্দিষ্ট সময়াস্তে শিক্ষার অগ্রগতি সম্পর্কিত বিবরণী এই মূল্যায়নের মাধ্যমে অভিভাবককে প্রদান করা যায়।

৬. শিক্ষার উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে, শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা কতটুকু এবং শিক্ষাক্রমের পর্যালোচনা এই সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে করা সম্ভব।

 সামষ্টিক মূল্যায়নের সীমাবদ্ধতা (Limitations of summative Evaluation)

যদিও সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষা কর্মকান্ডের একটা সারসংক্ষেপ পাওয়া যায় তবুও এর অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। এগুলো হল :

১. শিখন- শিক্ষণ কর্ম পরিচালনায় শিক্ষককে অনেক দক্ষ হতে হয়, তা না হলে প্রান্তিক মূল্যায়ন ত্রুটিপূর্ণ হতে পারে।

২. কখনও কখনও প্রান্তিক মূল্যায়নের ফলাফল সন্তোষজনক হয় না শিক্ষার্থী গঠনমূলক মূল্যায়নে ভাল ফল করলেও প্রান্তিক মূল্যায়নে এসে ফলাফল খারাপ করে।

৩. প্রান্তিক মূল্যায়নে গ্রেড বা স্কোর প্রদানে অনেক শিক্ষার্থীর প্রাপ্ত স্কোর আদর্শ মানের (norm) অনেক নিচেও এসে যেতে পারে।

৪. শিক্ষকের অন্তঃদৃষ্টি (insight) হতে হবে প্রখর, তা না হলে তিনি প্রান্তিক মূল্যায়নে পক্ষপাতদৃষ্ট হয়ে পড়বেন। এ সকল অসুবিধা থাকা সত্ত্বেও প্রান্তিক মূল্যায়ন, মূল্যায়ন প্রক্রিয়াকে তাৎপর্যপূর্ণ করে তোলে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...