Discuss what preparation can take reliability for a test. অভীক্ষার নির্ভরযোগ্যতা নির্নয়ের প্রস্তুতি কিভাবে নেয়া যায়।
অভীক্ষার নির্ভরযোগ্যতা নির্ণয়ে প্রস্তুতি
ক। অভীক্ষার নির্ভরযোগ্যতা নির্ণয়ের চারটি পদ্ধতি রয়েছে। এগুলো হলো
১। পুনঃপরীক্ষা পদ্ধতি (Test Re-test method)
২। সমান্তরাল অভীক্ষা পদ্ধতি (Parallel Test method)
৩। খন্ডিতার্ধ পদ্ধতি (Split - Half method)
৪। অন্তপদীয় সঙ্গতিমূলক পদ্ধতি (Inter Item Consistency method)
১। পুনঃপরীক্ষা পদ্ধতি (Test Retest Method) পুনঃপরীক্ষা পদ্ধতিতে একটি অভীক্ষা একদল শিক্ষার্থীর উপর অল্প দিনের ব্যবধানে পরপর দু'বার প্রয়োগ করে যে দু’গুচ্ছ স্কোর পাওয়া যায়, তাদের মধ্যে সহগতির সহগাঙ্ক বা অনুবন্ধ নির্ণয় করা হয়। এ সহগতির সহগাঙ্ক বা অনুবন্ধের মাধ্যমে অভীক্ষাটির নির্ভরযোগ্যতা প্রকাশ করা হয়।
এই পদ্ধতিতে নির্ভরযোগ্যতা নির্ণয়ের কিছু সীমাবদ্ধতা রয়েছে। খুব অল্প সময়ের ব্যবধানে অভীক্ষাটি দু'বার প্রয়োগের ফলে প্রথম বারের অভিজ্ঞতা দ্বিতীয় বারের নম্বরে প্রভাব ফেলে। আবার অভীক্ষাটি দু'বার প্রয়োগের মধ্যে যদি দীর্ঘ সময়ের ব্যবধান থাকে তাহলে মধ্যবর্তী সময়ের নতুন শিক্ষালব্ধ অভিজ্ঞতা দ্বিতীয় বারের নম্বরকে প্রভাবিত করে।
২। সমান্তরাল অভীক্ষা পদ্ধতি (Parallel Test Method) এ পদ্ধতিতে একই সঙ্গে দুটি অভীক্ষা তৈরি করা হয় যারা উদ্দেশ্য, প্রকৃতি কাঠিন্য ও বিন্যাসের দিক থেকে সাদৃশ্য ও সমান্তরাল থাকে এবং এ অভীক্ষা দুটিকে একদল শিক্ষার্থীর উপর দু'বার প্রয়োগ করা হয়। অভীক্ষা দুটি থেকে প্রাপ্ত স্কোরের মধ্যে সহগতির সহগাঙ্ক বা অনুবন্ধ নির্ণয় করা হয়। প্রাপ্ত মান সমান্তরাল দুটি অভীক্ষার নির্ভরযোগ্যতা প্রকাশ করে। ১৯৩৭ সালে স্ট্যানফোর্ড সংস্করণে বুদ্ধির অভীক্ষায় এরকম দুটি সমান্তরাল অভীক্ষা গঠন করে অভীক্ষার নির্ভরযোগ্যতা নির্ণয় করা হয়েছিল।
৩। খন্ডিতার্ধ পদ্ধতি (Split-Half Method) পুনঃ পরীক্ষণ পদ্ধতি এবং সমান্তরাল অভীক্ষা পদ্ধতিতে নির্ভরযোগ্যতা নির্ণয় করলে যে সকল ত্রুটি বা সীমাবদ্ধতা দেখা দেয়, তা আসলে অভীক্ষাটি দু'বার প্রয়োগ করার ফলেই দেখা দেয়। এ অসুবিধা দূর করার জন্য একটি বিকল্প পদ্ধতি ব্যবহার করা হয়। একে খন্ডিতার্ধ পদ্ধতি বলে।
৪। অন্তপদীয় সঙ্গতিমূলক পদ্ধতি (Inter Item Consistency Method) খণ্ডিতার্থ পদ্ধতিতে সম্পূর্ণ অভীক্ষাটি দু'ভাগে ভাগ করা প্রকৃতপক্ষে একটি কঠিন সমস্যা। এ অসুবিধা দুর করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অন্তপদীয় সঙ্গতিমূলক পদ্ধতি বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন