চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা মূল্যায়ন করো।
Evaluate the Role of Communist Party in China.
১৯৮২ সালে কংগ্রেসে গৃহীত প্রস্তাবে কমিউনিস্ট পার্টিকে কেন্দ্রীয় শক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। কমিউনিস্ট পার্টি হল চীন দেশে শ্রমিক শ্রেণির অগ্রবর্তী বাহিনী। চীন সংবিধানে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক ভূমিকা স্বীকার করা হয়েছে। ১৯৯৩ সালে সংশোধিত প্রস্তাবনায় বলা হয়েছে যে, মার্কসবাদ, লেনিনবাদ, মাও-সে-তুঙ- এর চিন্তাধারায় পরিচালিত হয়ে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন জনগণতান্ত্রিক একনায়কত্ব ও সমাজতান্ত্রিক পথ অনুসরণ করবে।
কমিউনিস্ট পার্টির ভূমিকা
বর্তমানে চীনে কমিউনিস্ট পার্টি যে রাজনৈতিক ভূমিকা পালন করে তা কয়েকটি দিক থেকে আলোচনা করা যায়।
(১) জাতীয় ক্ষেত্রে পার্টির ভূমিকা চীনে কমিউনিস্ট পার্টির নতুন কর্মসূচিতে এর প্রধান দায়িত্ব হল
(ক) চীনের জনগণকে সমাজতান্ত্রিক আধুনিককরণের পথে পরিচালিত করা।
(খ) উন্নতমানের বৈষয়িক সভ্যতার পাশাপাশি সমাজতান্ত্রিক সভ্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণকে নেতৃত্ব দান করা,
(গ) সমাজতান্ত্রিক আইন কার্যকরী করা,
(ঘ) চীনের সমস্ত জাতির মানুষকে সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ করে সমাজতন্ত্র রক্ষার প্রশ্নে যারা পার্টির সঙ্গে সহযোগিতা করবে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা,
(ঙ) জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কমিউনিস্ট পার্টি শিল্পায়ন,
(চ) উৎপাদনের বাণিজ্যিকীকরণ, আধুনিকীকরণ ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করা হয়। ১৯৯২ সালে চতুর্দশ পার্টি কংগ্রেসে বলা হয়েছে যে, সমাজতান্ত্রিক বাজার, অর্থনীতি প্রতিষ্ঠা, বহির্বিশ্বের নিকট চীনকে উন্মুক্ত করা, উৎপাদন কাঠামো ও কৃষিকে পুনর্বিন্যস্ত করা, বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার উন্নতি ঘটানো, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণ সুনিশ্চিত করা কমিউনিস্ট পার্টির প্রাথমিক কাজ।
(২) রাষ্ট্রব্যবস্থঅ নিয়ন্ত্রণে পার্টির ভূমিকা
চীনের বর্তমান নেতৃত্ব রাষ্ট্র এবং কমিউনিস্ট পার্টিকে পৃথক করার নীতি গ্রহণ করেছে। সাংবিধানিক দিক থেকে রাষ্ট্রের উপর পার্টির প্রত্যক্ষ নিয়ন্ত্রণ না থাকলেও বাস্তবে আগের মতোই কমিউনিস্ট পার্টি প্রয়োজনীয় নির্দেশ দান করে। জাতীয় গণ-কংগ্রেস,স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদ ইত্যাদি রাষ্ট্রীয় সংস্থাগুলি এইসব নির্দেশ পালন করে। চীনের কমিউনিস্ট পার্টি বিভিন্ন উপায়ে সরকার এবং অন্যান্য সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে। পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রের সংস্থাগুলিতে নির্বাচিত হন এবং পার্টির সিদ্ধান্তকে কার্যকরী করেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের গঠন পিরামিডের মতো হওয়ার জন্য সরকারি সংস্থাগুলির উপর পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয়েছে। পার্টির নির্দেশ অনুসারে সরকারি কাজ পরিচালিত হচ্ছে কিনা তা পার্টির সদস্যগণ লক্ষ্য রাখেন।
(৩) সাংগঠনিক ক্ষেত্রে ভূমিকা
চীনের কমিউনিস্ট পার্টির প্রাথমিক সংগঠনগুলিকে সংগ্রামের প্রধান হাতিয়ার বলে মনে করা হয়। এই সমস্ত সংগঠনগুলি পার্টির দর্শন, নীতিও কর্মসূচিকে প্রচার করে এবং কার্যকরী করে। পার্টির কেন্দ্রীয় কমিটি নিজ সিদ্ধান্তকে রূপায়িত করে। বিভিন্ন ইউনিটের সদস্যদের ঐক্যবদ্ধ করা, মার্কসবাদের শিক্ষায় জনগণকে সুশিক্ষিত করা হল পার্টির অন্যতম দায়িত্ব। এছাড়া জনগণের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা, নতুন পার্টি সদস্য গ্রহণ, আত্মসমালোচনা, শৃঙ্খলারক্ষা পার্টির অন্যতম কর্তব্য।
(৪) সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণে ভূমিকা
চীনের সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে গণমুক্তি ফৌজের সংগঠনগুলি কাজ করে। কেন্দ্রীয় সামরিক কমিশনের সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ কমিউনিস্ট পার্টি দ্বারা নির্বাচিত এবং পরিচালিত হন।
(৫) আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা
চীনের কমিউনিস্ট পার্টি সর্বহারা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্রমিক ও নিপীড়িত মানুষকে ঐক্যবদ্ধ করে পঞ্চশীল নীতির ভিত্তিতে অন্যান্য দেশগুলির সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন করে। চতুর্দশ পার্টি কংগ্রেসে বলা হয়েছে যে, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিতে চীনের সংস্কার, উন্মুক্তকরণ ও আধুনিকীকরণের কর্মসূচিকে সফল করে তোলার আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা পার্টির প্রধান কর্তব্য।
মূল্যায়ন
চীনে কমিউনিস্ট পার্টি জাতীয় এবং আন্তর্জাতিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কমিউনিস্ট পার্টির ভূমিকা পর্যালোচনা না করে চীনের রাজনীতিকে সঠিকভাবে জানা যায় না। অ-মার্কসীয় চিন্তাবিদ্গণ কমিউনিস্ট পার্টির ভূমিকাকে তীব্রভাবে সমালোচনা করেন।
(ক) সমালোচকদের মতে, সমাজতান্ত্রিক চীনে, সর্বহারা শ্রেণির একনায়কত্বের নামে কমিউনিস্ট পার্টির একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
(খ) কমিউনিস্ট পার্টি মুষ্টিমেয় ব্যক্তি কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
(গ) এছাড়া উদারনৈতিক গণতন্ত্রের মতো সেখানে প্রকৃত স্বাধীনতা বিরাজ করে না। সমাজতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষার নামে বিরোধী চিন্তাধারাকে কঠোরভাবে দমন করা হয়।
(ঘ) উল্লেখ করা হয় যে, বর্তমানে চীনে বৈদেশিক বিনিয়োগ উন্মুক্তকরণ, এবং আধুনিকীকরণের নামে কমিউস্টি পার্টি নতুনভাবে পুঁজিবাদী পথ অবলম্বন করছে।
(ঙ) সমালোচকগণ মন্তব্য করেন যে, সাম্প্রতিককালে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দিয়ে কমিউনিস্ট পার্টি বিশুদ্ধ সমাজতান্ত্রিক মতাদর্শ থেকে সরে এসেছে।
কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সমালোচনা সত্ত্বেও সমাজতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি যে ঐতিহাসিক ভূমিকা পালন করে চলেছে, তা অস্বীকার করা যায় না। তাই বলা হয়, (The Communist Party is the vanguard of Chinese Socialist sys tem).
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন