ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন। ব্রিটেনের শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন। ব্রিটেনের শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর।
How is the British Prime Minister elected? Describe the powers and position of Prime Minister in Britain.
গ্রেট ব্রিটেন হল পার্লামেন্টীয় ব্যবস্থার মাতৃভূমি। পার্লামেন্টীয় ব্যবস্থায় শাসনক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত। মন্ত্রীসভার কেন্দ্রবিন্দু হিসেবে প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসনব্যবস্থার উত্থান ও পতন ঘটে। হার্ভে ও বেথার এর মতে "The Prime Minister is the outstanding figure in the British Constitution. "
ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিযুক্তি বা নির্বাচন সাংবিধানিক রীতি অনুসারে কমন্সসভার নির্বাচনের পর রাজা বা রাণী সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রীরূপে নিয়োগ করেন। কিন্তু কমন্সসভায় কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজা বা রাণী প্রধানমন্ত্রী নিয়োগ করেন। ব্রিটেনে প্রধানমন্ত্রীর ক্ষমতা মূলত প্রথা ও রীতি-নীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি: প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি দিক থেকে আলোচনা করা যায়।
১) রাজা বা রাণীর প্রধান পরামর্শদাতা প্রধানমন্ত্রী হলেন রাজা বা রাণীর প্রধান পরামর্শদাতা। কমন্সসভা ভেঙে দেওয়া, লর্ডসভার সদস্যসংখ্যা বৃদ্ধি, সম্মানসূচক উপাধি বিতরণ, রষ্ট্রদূত নিয়োগ ইত্যাদি বিষয়ে রাজা বা রাণীকে প্রধানমন্ত্রীকে পরামর্শ দান করেন। তিনি রাজা বা রাণীকে ক্যাবিনেটের যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে অবহিত রাখেন। অগ্ ও জিঙ্ক মন্তব্য করেন - প্রধানমন্ত্রী হলেন ক্যাবিনেট এর রাজশক্তির মধ্যে যোগাযোগ প্রধান মাধ্যম।
২) সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হলেন ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে দলের শৃঙ্খলা ও মর্যাদাকে রক্ষা করেন। প্রতিটি নির্বাচনে দলের সাফল্য প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে। দলের অভ্যন্তরে কোনো বিরোধ সৃষ্টি হলে তিনি উক্ত বিরোধের মীমাংসা করেন। দূরদর্শন, বেতার, সংবাদপত্রের মাধ্যমে দলের অনুকূলে তিনি জনমত গঠন করেন।
৩) কমন্সসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রী ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্সসভার নেতা বা নেত্রী হলেন প্রধানমন্ত্রী। কমন্সসভায় তিনি সরকার নীতিকে উপস্থাপন করেন। কমন্সসভার অধিবেশন আহ্বান, বন্ধ রাখা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। কমন্সসভার বিতর্কে অংশগ্রহণ, বিরোধী দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং কমন্সসভায় বিল পাস করানো তাঁর দায়িত্বের উপর নির্ভরশীল। কমন্সসভায় সরকারের প্রধান হিসেবে তাঁর ভূমিকাকে কেন্দ্র করে গ্রীভস মন্তব্য করেন –‘সরকার হল দেশের প্রভু এবং প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রভু।'
৪) মন্ত্রীসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হলেন মন্ত্রীসভার নেতা। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজা বা রাণী অন্যান্য সদস্যদের নিযুক্ত করেন। মন্ত্রীসভার অধিবেশন আহ্বান, বিভিন্ন মন্ত্রীদের নিয়োগ, দপ্তর বন্টন সম্পর্কে তিনি যাবতীয় দায়িত্ব পালন করেন।
৫) ক্যাবিনেনেটর নেতা হিসেবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্যাবিনেটের প্রধান স্তম্ভ – - Key- stone of Cabinet বলা হয়। ক্যাবিনেটের সদস্যদের তিনি দপ্তর বন্টন করেন। ক্যাবিনেটের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করেন। রাজা রাণী সঙ্গে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সংযোগ রক্ষা করেন। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন। ক্যাবিনেটের যাবতীয় নীতি নির্ধারণে। তিনি মুখ্য ভূমিকা পালন করেন। ক্যাবিনেটের প্রধান ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীকে তারকা মণ্ডলের মধ্যে চন্দ্র হিসেবে অভিহিত করা হয়।
৬) আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা শুধুমাত্র দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক সম্পর্ক ও নীতি নির্ধারণ ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্যদেশের সঙ্গে যুদ্ধ ও শান্তি স্থাপনের প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ করেন। আন্তর্জাতিক সম্মেলনে তিনি ব্রিটেনের প্রতিনিধিত্ব করেন। তিনি বৈদেশিক চুক্তি সম্পাদিত করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদমর্যাদা
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদাকে কেন্দ্র করে হোয়ার (Wheare) মন্তব্য করেন। "The Prime Minister is the motive force of the whole Government." রামসে ম্যুর, হারকোর্ট, ওয়েব প্রমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সরকারের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে আখ্যা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই মন্ত্রিসভা ও ক্যাবিনেটের যাবতীয় কাজ সম্পাদিত হয়।
কিন্তু বাস্তবক্ষেত্রে ক্যাবিনেটে ক্ষমতাশীল শ্রেণি বা জনমতকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব পালন সম্ভব নয়। তথাপি, তিনি হলেন ব্রিটিশ জনগণের নেতা। দেশের রাজনীতিতে তাঁর সাফল্য, জনগণের উপর তাঁর প্রভাব, প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও যোগ্যতার উপর নির্ভরশীল। চার্চিল, গ্ল্যাডস্টোন প্রমুখের ন্যায় প্রধানমন্ত্রীগণ ব্যক্তিত্বের জোরে প্রধানমন্ত্রীর পদটি বিপুল মর্যাদাসম্পন্ন করে তোলেন। তাই এ্যাসক্যুইথ মন্তব্য করেন । "The office of the Prime 1 Minister is what its holder chooses to make it.
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন