চীনে স্থায়ী কমিটির গঠন এবং ক্ষমতা ও কার্যাবলীর মূল্যায়ণ করো।
Evaluate the composition, powers and functions of Standding Committe in China. Discuss about the Standing Committe of National People's Congress of PRC.
ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নে প্রেসিডিয়ামের ন্যায় সমাজতান্ত্রিক চীনে জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটি হল একটি অন্যতম সংস্থা। জাতীয় গণ কংগ্রেসের অধিবেশন বছরে মাত্র একবার হওয়ার জন্য এই কমিটি যাবতীয় ক্ষমতার অধিকারী। চীন শাসনতন্ত্রের ৬৫ নং ধারা অনুযায়ী জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটি হল একটি স্থায়ী সংস্থা (Standing Committee is permanent body of National People's Congress) গণ-কংগ্রেসের অধিবেশন বছরে স্বল্পদিন হওয়ার জন্য গণ-কংগ্রেসের যাবতীয় কার্য পরিচালনার দায়িত্ব স্থায়ী কমিটির উপর নির্ভরশীল। অর্থাৎ স্থায়ী কমিটি হল জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিস্বরূপ। স্থায়ী কমিটির গঠন : জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির গঠন ও সদস্য সংখ্যা সম্পর্কে সংবিধানে কোনো স্পষ্ট নির্দেশ নেই। স্থায়ী কমিটি মূলত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, সেক্রেটারী জেনারেল এবং অন্যান্য সদস্য নিয়ে গঠিত হয়, ২০০৩ সালে গঠিত দশম জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্য সংখ্যা হল ১৫৩ জন। এঁদের মধ্যে একজন চেয়ারম্যান ও ১৫ জন ভাইস-চেয়ারম্যান রয়েছেন। স্থায়ী কমিটির সদস্যগণ কংগ্রেস কর্তৃক ৫ বছরের জন্য নির্বাচিত হন। জাতীয় গণ কংগ্রেস প্রয়োজনবোধে এই কমিটির সদস্যদের অপসারণ করতে পারে।
স্থায়ী কমিটির ক্ষমতা ও কার্যাবলী
জাতীয় কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে চীনের স্থায়ী কমিটি যে সমস্ত কার্য সম্পাদন করে সেগুলি কয়েকটি ভাগে আলোচনা করা হল।
১। আইন-সংক্রান্ত ক্ষমতা চীনের স্থায়ী কমিটি জাতীয় কংগ্রেসের অধিবেশন আহ্বান করে। সোভিয়েত ইউনিয়নে সুপ্রিম সোভিয়েত প্রেসিডিয়ামের ন্যায় ইহা আইন ও সংবিধানের ব্যাখ্যা দান করে। মার্কিন যুক্তরাষ্ট্রে ও ভারতে এই ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে কেন্দ্রীভূত। চীনে স্থায়ী কমিটি প্রয়োজনবোধে ডিক্রি জারি করতে পারে। এ সমস্ত ডিক্রিগুলি সংক্ষিপ্ত আইনের ন্যায় কার্যকরী হয়।
২। প্রশাসনিক ক্ষমতা জাতীয় কংগ্রেস স্থায়ী কমিটির ডেপুটিগণের নির্বাচন পরিচালনা করে এবং রাষ্ট্রীয় পরিষদের কার্যের তত্ত্বাবধান করে। প্রাদেশিক স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণভুক্ত পৌরসভার অবাঞ্ছিত সিদ্ধান্তকে বাতিল করতে পারে। এছাড়া জাতীয় কংগ্রেসের অধিবেশন না থাকলে রাষ্ট্রীয় পরিষদের কোনো সদস্যের নিয়োগ অথবা অপসারণ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া স্থায়ি কমিটি রাষ্ট্রের সম্মানসূচক উপাধি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।
৩। বিচার-সংক্রান্ত ক্ষমতা আইন এবং প্রশাসনিক ক্ষমতা ছাড়া স্থায়ী কমিটির বিচার-সংক্রান্ত ক্ষমতা বিশেষ গুরুত্বপূর্ণ। এই স্থায়ী কমিটি সর্বোচ্চ প্রকিউরেটরের উপপ্রধান প্রকিউরেটার এবং সর্বোচ্চ গণ-আদালতের উপ-সভাপতিকে নিয়োগ ও অপসারণ করতে পারে। উপরিউক্ত সংস্থাগুলির কার্যের তত্ত্বাবধান করে ও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের ন্যায় অভিযুক্ত ব্যক্তির প্রতি ক্ষমা প্রদর্শনের অধিকারী।
৪। বৈদেশিক ক্ষমতা চীনে স্থায়ী কমিটি বিদেশে নিজ রাষ্ট্রদূতদের নিয়োগ করে, অপসারণ করে এবং বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে যাবতীয় চুক্তি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। তিনি বৈদেশিক প্রতিনিধিদের অভ্যর্থনা জানান।
৫। জরুরি ও অন্যান্য ক্ষমতা চীনের স্থায়ী কমিটির অন্যতম দায়িত্বহল জাতীয় গণ-কংগ্রেসের অধিবেশন অনুপস্থিতকালে যুদ্ধাবস্থা ঘোষণা করা। এছাড়া জাতীয় কংগ্রেস বিবিধ সময়ে স্থায়ী কমিটির উপর যে সমস্ত দায়িত্ব অর্পণ করে তা যথাযথভাবে সম্পন্ন করে থাকে। জাতীয় গণ-কংগ্রেসের অধিবেশন স্থগিতকালে অর্থনৈতিক ও সামাজিক বিকাশ সম্পর্কে পরিকল্পনা গ্রহণ করে।
৬। সংশোধন ক্ষমতা সংবিধান সংশোধনের ক্ষেত্রে স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থায়ী কমিটি সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করে। উক্ত প্রস্তাব জাতীয় গণ-কংগ্রেসের দুই-তৃতীয়াংশের অধিক সদস্য কর্তৃক সমর্থিত হলে সংশোধিত হয়।
মূল্যায়ণ
সমালোচকগণ মনে করেন যে, দান প্রজাতন্ত্রী চিনে স্থায়ী কমিটি যে সমস্ত কার্য সম্পাদন করে সেগুলি জাতীয় কংগ্রেস কর্তৃক অর্পিত। স্থায়ী কমিটি তাঁর যাবতীয় কার্য সম্পাদনের জন্য জাতীয় কংগ্রেসের প্রতি দায়িত্বশীল। সংবিধানের ৫৭নং ধারানুযায়ী The Standing Committee is responsible to the National Peopple's Congress. এজন্য স্থায়ী কমিটি হল একটি নিছক কর্মনির্বাহী সংস্থা। স্থায়ী কমিটি আনুষ্ঠানিক ক্ষমতার অধিকারী মাত্র।
দ্বিতীয়ত, প্রজাতন্ত্রী চীনে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে জাতীয় কংগ্রেস অথবা স্থায়ী কমিটি এবং সমস্ত রাষ্ট্রীয় সংস্থার পশ্চাতে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ থাকে। সুতরাং চীনে স্থায়ী কমিটির পরিবর্তে একটি রাজনৈতিক দলের মুষ্টিমেয় নেতৃত্বের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
তৃতীয়ত, সমালোচকদের মতে চীনে আইন ও সংবিধান ব্যাখ্যার দায়িত্ব স্থায়ী কমিটির হাতে অর্পিত হওয়ার ফলে ন্যায়বিচার প্রত্যাশা করা যায় না। উদারনৈতিক গণতন্ত্রের ন্যায় এখানে নিরপেক্ষ আদালতের কোনো ভূমিকা নেই।
উপরিউক্ত সমালোচনা সত্ত্বেও চীনের রাজনৈতিক কাঠামো পৃথক হওয়ার জন্য এই সমস্ত সমালোচনা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। কারণ স্থায়ী কমিটি তার যাবতীয় কাজের জন্য দায়িত্বশীল থাকে। এছাড়া জাতীয় গণ-কংগ্রেসের সদস্য সংখ্যা বিপুল এবং বছরে মাত্র একবার অধিবেশন হওয়ার জন্য অভিজ্ঞ কর্মীদের নিয়ে স্থায়ী কমিটি গঠিত হয়। তাই রাষ্ট্রের যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যৌথ সংস্থা হিসেবে স্থায়ী কমিটির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন