বাস্তুতন্ত্রের ভারসাম্য পুনরুদ্ধার
( Restoring Balance in Eco - system )
সূচনা ( Introduction ) :
উদ্ভিদ , প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকে পরিবেশ বলে । পরিবেশ তৈরি হতে প্রয়োজন জড় উপাদান এবং সজীব উপাদান । জড় উপাদান এবং সজীব উপাদান একে অপরের সাথে বিভিন্ন বস্তুর আদান প্রদানের মাধ্যমে সুষ্ঠু বসবাস রীতি বা ইকোসিস্টেম গড়ে ওঠে । বিভিন্ন স্তরে , বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে এই বাস্তুতন্ত্র সৃষ্টি হয় । তেমনি সমগ্র পৃথিবীকে নিয়েও তৈরি হয় একটি অখণ্ড বাস্তুতন্ত্র ।
মানুষ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ জৈব উপাদান । মানুষই একমাত্র প্রাণী যে পরিবেশকে খানিকটা নিয়ন্ত্রণ করতে পারে । কিন্তু মানুষ তার নিজের কর্মদোষে বিভিন্ন জীবের মধ্যে সম্পর্ক এবং ভারসাম্য বিনষ্ট করছে । জীব জগতের ভারসাম্য নষ্ট হলে মানুষকেও তার ফল ভোগ করতেই হবে । এমন কি , তার নিজের অস্তিত্বই একদিন বিপন্ন হয়ে পড়বে । এক্ষেত্রে অত্যধিক স্বার্থপরতার ফল হবে আত্মঘাতী হওয়ায় সামিল । এই কারণে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গাছপালা পশুপাখি সবাইকে সাধ্যমত রক্ষা করে এবং তাদের সঙ্গে সহাবস্থান করে , তারপর নিজেদের বেঁচে থাকার জন্য সর্বতোভাবে চেষ্টা করতে হবে ।
এ জন্য আমাদের অবিলম্বে সচেতন ও সাবধান হওয়া দরকার । দরকার আরও বেশি করে বনসৃজন এবং নানা প্রকার প্রাণী সংরক্ষণ , এককথায় পরিবেশ সংরক্ষণে উদ্যোগী হতে হবে । এই কর্মযজ্ঞে প্রচার মাধ্যম , দেশজ পদ্ধতি ও উপজাতি অংশের মানুষকেও সামিল করতে হবে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন