How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
1nambarপ্রশ্ন. প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে নিষাদকে কোন্ জাতি বলা হয়?
সঠিক উত্তর অনার্য
2nambarপ্রশ্ন. ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল-
সঠিক উত্তর ঋগ্বৈদিক যুগে
3nambarপ্রশ্ন. হোমারের যুগে ক্রীতদাস বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয়-
সঠিক উত্তর অ্যানড্রোপোডন
4nambarপ্রশ্ন. 'ভারত পথিক' নামে পরিচিত ছিলেন-
সঠিক উত্তর রাজা রামমোহন রায়
5nambarপ্রশ্ন. নুরজাহানের পিতা ছিলেন-
সঠিক উত্তর মির্জা গিয়াস বেগ
6nambarপ্রশ্ন. সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19-এর পরিবর্তে 23 বছর করতে হবে, এই দাবি ছিল-
সঠিক উত্তর নরমপন্ধীদের
7nambarপ্রশ্ন. পুরন্দরের সন্ধি (জয়সিংহ ও শিবাজির মধ্যে) স্বাক্ষরিত হয়-
সঠিক উত্তর 1665 খ্রিস্টাব্দে
8nambarপ্রশ্ন. বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর হয়েছিল-
সঠিক উত্তর 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর
9nambarপ্রশ্ন. অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফার্দিনান্দের হত্যাকারী ছিলেন শ্লাভ এবং-
সঠিক উত্তর অস্ট্রিয়ার প্রজা
10nambarপ্রশ্ন. প্রথম বিশ্বযুদ্ধের শেষে হাঙ্গেরি, বুলগেরিয়া ও রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত হয়-
সঠিক উত্তর রোমানিয়া
11nambarপ্রশ্ন. হুমায়ুন ও শেরশাহের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল-
সঠিক উত্তর 1539 খ্রিস্টাব্দে
12nambarপ্রশ্ন. ইউরোপীয় বণিকদের মধ্যে এদেশে প্রথম এসেছিলেন-
সঠিক উত্তর পোর্তুগিজরা
13nambarপ্রশ্ন. সাঁওতাল বিদ্রোহের অন্যতম ফলাফল ছিল-
সঠিক উত্তর সাঁওতাল পরগনা গঠন
14nambarপ্রশ্ন. কোনটি বস্ত্রশিল্পের পতনের অন্যতম কারণ ছিল না?
সঠিক উত্তর বিদেশে বস্ত্রের চাহিদা হ্রাস
15nambarপ্রশ্ন. মোগল সম্রাট কর্তৃক ইংরেজ কোম্পানিকে দেওয়ানি দান যে বিষয়কে ক্ষতিগ্রস্ত করেছিল, তা হল-
সঠিক উত্তর বাংলার অর্থনীতি
16nambarপ্রশ্ন. সিরাজ-উদদ্দৌলা এবং ইংরেজদের বিরোধের
অন্যতম কারণ ছিল-
সঠিক উত্তর সিরাজকে ইংরেজদের উপঢৌকন না দেওয়া
17nambarপ্রশ্ন. মারাঠা জাতির স্রষ্টা শিবাজির রাজধানী ছিল-
সঠিক উত্তর রায়গড়
18nambarপ্রশ্ন. যে বাহিনী মোগল সম্রাটদের সবচেয়ে বড়ো হাতিয়ার ছিল-
সঠিক উত্তর ঘোড়সওয়ার
19nambarপ্রশ্ন. ঔরঙ্গজেবের মৃত্যু হয়-
সঠিক উত্তর 1707 খ্রিস্টাব্দে
20nambarপ্রশ্ন. আকবরের জীবনীকার ও ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন-
সঠিক উত্তর মালিক অম্বর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন