1নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'আমরা আদেশ করি'।
A. পরমাদেশ
B. বন্দি প্রত্যক্ষীকরণ
C. উৎপ্রেষণ
D. অধিকার পৃচ্ছা
সঠিক উত্তর:- A. পরমাদেশ।
2নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'নিষেধ করা'।
A. পরমাদেশ
B. উৎপ্রেষণ
C. প্রতিষেধ
D. অধিকার পৃচ্ছা
সঠিক উত্তর:- C. প্রতিষেধ।
3নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল বিশেষভাবে জ্ঞাত হওয়া?
A. পরমাদেশ
B. উৎপ্রেষণ
C. প্রতিষেধ
D. বন্দি প্রত্যক্ষীকরণ
সঠিক উত্তর:- B. উৎপ্রেষণ।
4নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল 'কোন অধিকারে'?
A. বন্দি প্রত্যক্ষীরণ
B. উৎপ্রেষণ
C. প্রতিষেধ
D. অধিকার পৃচ্ছা
সঠিক উত্তর:- D. অধিকার পৃচ্ছা।
5নংপ্রশ্ন. হাইকোর্ট সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে?কা
A. 14 অনুচ্ছেদ
B. 19 অনুচ্ছেদ
C. 226 অনুচ্ছেদ
D. 32 অনুচ্ছেদ
সঠিক উত্তর:- C. 226 অনুচ্ছেদ।
6নংপ্রশ্ন. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়-
A. ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন
B. চরণ সিং প্রধানমন্ত্রী থাকাকালীন
C. রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন
D. মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন
সঠিক উত্তর:- D. মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন।
7নংপ্রশ্ন. ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকারকে কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে?
A. 42 তম সংবিধান সংশোধন
B. 44 তম সংবিধান সংশোধন
C. 85 তম সংবিধান সংশোধন
D. 86 তম সংবিধান সংশোধন
সঠিক উত্তর:- D. 86 তম সংবিধান সংশোধন।
8নংপ্রশ্ন. সংবিধানের 86 তম সংশোধন কত খ্রিস্টাব্দে হয়?
A. 2000 খ্রিস্টাব্দে
B. 2002 খ্রিস্টাব্দে?
C. 2003 খ্রিস্টাব্দে
D. 2004 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:- B. 2002 খ্রিস্টাব্দে।
9নংপ্রশ্ন. শিক্ষার অধিকারকে সংবিধানের কোন অনুচ্ছেদে স্থান দেওয়া হয়েছে?
A. 21-A অনুচ্ছেদে
B. 24 অনুচ্ছেদে
C. 22 অনুচ্ছেদে
D. 25 অনুচ্ছেদে
সঠিক উত্তর:- A. 21-A অনুচ্ছেদে।
10নংপ্রশ্ন. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কত ধারা থেকে কত ধারায় লিপিবদ্ধ আছে?
A. 5-11 ধারায়
B. 12-35 ধারায়
C. 13-14 ধারায়
D. 36-51 ধারায়
সঠিক উত্তর:- B. 12-35 ধারায়।
11নংপ্রশ্ন. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের-
A. তৃতীয় অংশে
B. সপ্তম তপশিলে
C. চতুর্থ অংশে
D. অষ্টম তপশিলে
সঠিক উত্তর:- C. চতুর্থ অংশে।
12নংপ্রশ্ন. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হল-
A. ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা
B. পৌর অধিকার নিশ্চিত করা
C. ভারতের স্বাধীনতাকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা
D. সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথ সুগম করা
সঠিক উত্তর:- D. সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথ সুগম করা।
13নংপ্রশ্ন. ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়?
A. 24 তম সংশোধন
B. 25 তম সংশোধন
C. 42 তম সংশোধন
D. 44 তম সংশোধন
সঠিক উত্তর:- C. 42 তম সংশোধন।
14নংপ্রশ্ন. ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা বিকশিত হয়েছে?
A. প্রস্তাবনায়
B. মৌলিক অধিকারে
C. মৌলিক কর্তব্যে
D. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিতে
সঠিক উত্তর:- D. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিতে।
15নংপ্রশ্ন. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলি-
A. আদালত কর্তৃক বলবৎযোগ্য
B. আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়
C. কিছু নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- B. আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়।
16নংপ্রশ্ন. নির্দেশমূলক নীতি অনুসারে রাষ্ট্র সমস্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে-
A. 14 বছর বয়স পর্যন্ত
B. 15 বছর বয়স পর্যন্ত
C. 16 বছর বয়স পর্যন্ত
D. 18 বছর বয়স পর্যন্ত
সঠিক উত্তর:- A. 14 বছর বয়স পর্যন্ত।
17নংপ্রশ্ন. নিম্নের কোনটি নির্দেশমূলক নীতি?
A. আইনের চোখে সমতা
B. ধর্ম, জাতি, বর্ণ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য হবে না
C. অস্পৃশ্যতা আইনত দণ্ডনীয় অপরাধচতি
D. পরিবেশ রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে
সঠিক উত্তর:- D. পরিবেশ রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে।
18নংপ্রশ্ন. সংবিধানের 42তম সংশাধনের মাধ্যমে ক-টি নির্দেশমূলক নীতি সংবিধানের চতুর্থ অংশে যুক্ত হয়?
A. 2টি
B. 3টি
C. 4টি
D. 5টি
সঠিক উত্তর:- C. 4টি।
19নংপ্রশ্ন. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলির রূপায়ণ নির্ভর করে-
A. সরকারের প্রাপ্ত সম্পদের ওপর
B. সরকারের সদিচ্ছার ওপর
C. বিচার বিভাগের ওপর
D. রাষ্ট্রপতির
ওপর
সঠিক উত্তর:- A. সরকারের প্রাপ্ত সম্পদের ওপর।
20নংপ্রশ্ন. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলির রূপায়ণ না হলে আবেদন করা যায়-
A. সুপ্রিমকোর্টে
B. হাইকোর্টে
C. যে-কোনো কোর্টে
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- D. কোনোটিই নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন