1নংপ্রশ্ন. অতিমাত্রার আম্লিক সমুদ্রের জলে নষ্ট হয়ে যায় প্রাণীদের-
A. খোলক
B. তাপ নিরোধক ক্ষমতা
C. রেচন ক্ষমতা
D. জনন ক্ষমতা
সঠিক উত্তর:- A. খোলক।
2নংপ্রশ্ন. ফণীমনসার কাঁটা হল-
A. রূপান্তরিত পাতা
B. রূপান্তরিত কান্ড
C. রূপান্তরিত উপপত্র
D. রূপান্তরিত পুষ্প
সঠিক উত্তর:- A. রূপান্তরিত পাতা।
3নংপ্রশ্ন. পিঁপড়ের হুলে কোন ধরনের অ্যাসিড থাকে?
A. অ্যামিনো অ্যাসিড
B. ল্যাকটিক অ্যাসিড
C. সাইট্রিক অ্যাসিড
D. ফর্মিক অ্যাসিড
সঠিক উত্তর:- D. ফর্মিক অ্যাসিড।
4নংপ্রশ্ন. খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে (O₂) দেহের দূরতম প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে-
A. শ্বসন
B. পুষ্টি
C. সংবহন
D. গমন
সঠিক উত্তর:- C. সংবহন।
5নংপ্রশ্ন. দেহে উৎপন্ন বর্জ্য পদার্থটিকে সংশ্লিষ্ট দেহ থেকে বার করে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
A. সংবহন
B. রেচন
C. শ্বসন
D. গমন
সঠিক উত্তর:- B. রেচন।
6নংপ্রশ্ন. বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়কারী কলা হল-
A. আবরণী কলা
B. ক্ষরণকারী কলা
C. পেশিকলা
D. যোগকলা
সঠিক উত্তর:- D. যোগকলা।
7নংপ্রশ্ন. আবরণী কলার বিশেষ কাজ হল-
A. সংকোচন করা
B. ক্ষরণ করা
C. ভারবহন করা
D. প্রসারণ করা
সঠিক উত্তর:- B. ক্ষরণ করা।
8নংপ্রশ্ন. মায়োফাইব্রিল কোথায় থাকে-
A. স্নায়ুকলায়
B. অস্থিকলায়
C. আবরণী কলায়
D. পেশিকলায়
সঠিক উত্তর:- D. পেশিকলায়।
9নংপ্রশ্ন. সবথেকে বড়ো এককোশী উদ্ভিদকোশের নাম-
A. র্যামি নামক গাছের বাকল বা ছাল
B. অ্যাসিটাবুলারিয়া
C. মিথিলিন ব্লু
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- B. অ্যাসিটাবুলারিয়া।
10নংপ্রশ্ন. বর্ণহীন প্লাস্টিডকে কী বলে?
A. ক্লোরোপ্লাস্টিড
B. লিউক্লোপ্লাস্টিড
C. ক্রোমোপ্লাস্টিড
D. উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর:- B. লিউক্লোপ্লাস্টিড।
11নংপ্রশ্ন. 'ভাইরাস' কথাটির অর্থ কী?
A. উদ্ভিদ বিষ
B. প্রাণীজ বিষ
C. বিষ
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- C. বিষ।
12নংপ্রশ্ন. মানুষের দেহের ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়া কোন ধরনের ভিটামিন তৈরি করে?
A. ভিটামিন B₁
B. ভিটামিন B₁₂
C. ভিটামিন B₁₁
D. ভিটামিন B
সঠিক উত্তর:- B. ভিটামিন B₁₂।
13নংপ্রশ্ন. কোন ব্যাকটেরিয়া মানুষের অস্ত্রে ভিটামিন B₁₂ প্রস্তুত করে?
A. ক্ল্যামাইডোমোনাস
B. স্পাইরোগাইরা
C. রাইবোজোম
D. ইশ্চেরেচিয়া কোলাই (E-coli)
সঠিক উত্তর:- D. ইশ্চেরেচিয়া কোলাই (E-coli)।
14নংপ্রশ্ন. আলেকজান্ডার ফ্লেমিং প্রথম কবে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন?
A. 1924
B. 1932
C. 1920
D. 1928
সঠিক উত্তর:- D. 1928।
15নংপ্রশ্ন. কালাজ্বর কী জাতীয় রোগ?
A. ভাইরাসঘটিত
B. আদ্যপ্রাণীঘটিত রোগ
C. ব্যাকটেরিয়াঘটিত রোগ
D. জলবাহিত রোগ
সঠিক উত্তর:- B. আদ্যপ্রাণীঘটিত রোগ।
16নংপ্রশ্ন. পর্দাবিহীন অঙ্গাণুর নাম কী-
A. মাইট্রোকন্ড্রিয়া
B. নিউক্লিয়াস
C. প্লাস্টিড
D. রাইবোজোম
সঠিক উত্তর:- D. রাইবোজোম।
17নংপ্রশ্ন. মটরগাছের মূলে বসবাসকারী একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হল-
A. লাইকেন
B. রাইবোজোম
C. পেনিসিলিয়াম নোটেটাম
D. হাইফি
সঠিক উত্তর:- B. রাইবোজোম।
18নংপ্রশ্ন. অণুজীব সাধারণত কত প্রকারের?
A. 3
B. 4
C. 5
D. 6
সঠিক উত্তর:- B. 4।
19নংপ্রশ্ন. অ্যামিবার বিজ্ঞানসম্মত নাম কী?
A. অ্যামিবা প্রোটিয়াস
B. অ্যামিবা ভিরি
ডিস
C. অ্যামিবা সেরিভিসি
D. অ্যামিবা মিউসেডো
সঠিক উত্তর:- A. অ্যামিবা প্রোটিয়াস।
20নংপ্রশ্ন. 'বসন্ত' কোন ধরনের রোগ?
A. জলবাহিত রোগ
B. ছত্রাকঘটিত রোগ
C. ভাইরাসঘটিত রোগ
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- C. ভাইরাসঘটিত রোগ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন