1নংপ্রশ্ন. একটি সমাজবদ্ধ জীব হল-
A. মাছ আর
B. মৌমাছি
C. মুরগি
D. বোলতা
সঠিক উত্তর:- B. মৌমাছি।
2নংপ্রশ্ন. মৌচাক তৈরি হয়-
A. লালাগ্রন্থির ক্ষরণ দিয়ে
B. মোমগ্রন্থির ক্ষরণ দিয়ে
C. মকরন্দ গ্রন্থি দিয়েও
D. দুটিই
সঠিক উত্তর:- B. মোমগ্রন্থির ক্ষরণ দিয়ে।
3নংপ্রশ্ন. মধুতে যে-শর্করাটি থাকে না, সেটি হল-
A. গ্লুকোজ
B. ফ্রুক্টোজ
C. ল্যাকটোজ
D. গ্যালাকটোজ
সঠিক উত্তর:- C. ল্যাকটোজ।
4নংপ্রশ্ন. মৌমাছিদের থাকার জায়গাকে বলা হয়-
A. এপিয়ারি
B. ফিশারি
C. গোটারি
D. ডেয়ারি
সঠিক উত্তর:- A. এপিয়ারি।
5নংপ্রশ্ন. স্বাদু জলের মাছ নয়-
A. রুই
B. বাটা
C. পমফ্রেট
D. কাতলা
সঠিক উত্তর:- C. পমফ্রেট।
6নংপ্রশ্ন. কার্প হল-
A. উপকূলীয় অঞ্চলের
B. মিঠে জলের
C. A ও B দুটিই
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- B. মিঠে জলের।
7নংপ্রশ্ন. কোনটি মাইনর কার্প নয়?
A. বাটা
B. পুঁটি
C. মৃগেল
D. মৌরলা
সঠিক উত্তর:- C. মৃগেল।
8নংপ্রশ্ন. মাছের প্রধান খাদ্য উপাদান হল-
A. শর্করা
B. ভিটামিন
C. প্রোটিন
D. লিপিড
সঠিক উত্তর:- C. প্রোটিন।
9নংপ্রশ্ন. রুই মাছ ও গ্রাসকার্প খাদ্যগ্রহণ করে জলের-
A. মাঝের স্তর থেকে
B. নীচের স্তর থেকে
C. ওপরের স্তর থেকে
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- A. মাঝের স্তর থেকে।
10নংপ্রশ্ন. ব্রামা ও কোচিন হল-
A. লেয়িং ব্রিড
B. টেবিল ব্রিড
C. ডুয়াল ব্রিড
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- B. টেবিল ব্রিড।
11নংপ্রশ্ন. কোনটি ভারী জাতের মুরগি নয়-
A. লেগহর্ন
B. আসিল
C. ব্রামা
D. কোচিন
সঠিক উত্তর:- A. লেগহর্ন।
12নংপ্রশ্ন. মুরগির মাংস আর ডিম-
A. প্রাণীজ প্রোটিন
B. প্রাণীজ শর্করা
C প্রাণীজ ফ্যাটের অন্যতম উৎস
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- A. প্রাণীজ প্রোটিন।
13নংপ্রশ্ন. নালিযুক্ত গ্রন্থিকে বলে-
A. মিশ্রগ্রন্থি
B. অনাল গ্রন্থি
C. সনাল গ্রন্থি
D. অগ্ন্যাশয় গ্রন্থি
সঠিক উত্তর:- C. সনাল গ্রন্থি।
14নংপ্রশ্ন. এদের মধ্যে কোনটি বহিঃক্ষরা গ্রন্থি?
A. লালা গ্রন্থি
B. শুক্রাশয় গ্রন্থি
C. থাইরয়েড গ্রন্থি
D. ডিম্বাশয় গ্রন্থি
সঠিক উত্তর:- A. লালা গ্রন্থি
15নংপ্রশ্ন. এদের মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি নয়?
A. অ্যাড্রিনাল গ্রন্থি
B. অগ্ন্যাশয় গ্রন্থি
C. শুক্রাশয় গ্রন্থি
D. লালাগ্রন্থি
সঠিক উত্তর:- A. অ্যাড্রিনাল গ্রন্থি।
16নংপ্রশ্ন. পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হল-
A. সোমাটোট্রফিক
B. লিউটোট্রফিক
C. ভেসোপ্রেসিন
D. গোনাডোট্রফিক
সঠিক উত্তর:- C. ভেসোপ্রেসিন।
17নংপ্রশ্ন. বৃদ্ধিপোষক হরমোন হল-
A. ইনসুলিন
B. অ্যাড্রিনালিন
C. সোমাটোট্রফিক হরমোন
D. গ্লুকাগন
সঠিক উত্তর:- B. অ্যাড্রিনালিন।
18নংপ্রশ্ন. পিটুইটারি গ্রন্থি থাকে-
A. কণ্ঠনালির দু-পাশে
B. বৃক্কের ওপরে
C. শ্বাসনালির দু-পাশে
D. মস্তিষ্কে
সঠিক উত্তর:- D. মস্তিষ্কে।
19নংপ্রশ্ন. জরুরিকালীন হরমোন হল-
A. ইনসুলিন
B. অ্যাড্রি
নালিন
C. থাইরক্সিন
D. গ্লুকাগন
সঠিক উত্তর:- B. অ্যাড্রিনালিন।
20নংপ্রশ্ন. চাঁদের মতো মুখ যে-হরমোনের বেশি ক্ষরণে হয়, তা হল-
A. থাইরক্সিন
B. টেস্টোস্টেরন
C. অ্যাড্রিনালিন
D. ইনসুলিন
সঠিক উত্তর:- C. অ্যাড্রিনালিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন