1নংপ্রশ্ন. জননগ্রন্থি নিঃসৃত হরমোন নয়-
A. সোমাটোস্ট্যাটিন
B. প্রোজেস্টেরন
C. ইস্ট্রোজেন
D. টেস্টোস্টেরন
সঠিক উত্তর:- A. সোমাটোস্ট্যাটিন।
2নংপ্রশ্ন. গলা ফুলে ওঠে যে-হরমোনের বেশি ক্ষরণের প্রভাবে-
A. ইনসুলিন
B. থাইরক্সিন
C. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
D. অ্যাড্রিনালিন
সঠিক উত্তর:- C. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
3নংপ্রশ্ন. স্ত্রীদেহ থেকে ক্ষরিত হয় না-
A. HCG
B. ইস্ট্রোজেন
C. প্রোজেস্টেরন
D. টেস্টোস্টেরন
সঠিক উত্তর:- D. টেস্টোস্টেরন।
4নংপ্রশ্ন. নীচের কোনটি বয়ঃসন্ধিকালে দ্রুত বৃদ্ধির জন্য অপরিহার্য?
A. প্রোটিন
B. কার্বোহাইড্রেট ও ভিটামিন
C. প্রোটিন, খনিজ পদার্থ
D. জল
সঠিক উত্তর:- C. প্রোটিন, খনিজ পদার্থ।
5নংপ্রশ্ন. বয়ঃসন্ধির বয়সকাল-
A. 10-19 বছর
B. 13-19 বছর
C. 18-19 বছর
D. 6-10 বছর
সঠিক উত্তর:- A. 10-19 বছর।
6নংপ্রশ্ন. জীবনকুশলতা শিক্ষার অন্তর্ভুক্ত নয়-
A. সৃজনশীল কাজে যুক্ত থাকা
B. অকারণে আবেগতাড়িত হওয়া
C. আত্ম-উপলব্ধি করে যথার্থ মানুষ হওয়া
D. কোনোটিই নয়
সঠিক উত্তর:- B. অকারণে আবেগতাড়িত হওয়া।
7নংপ্রশ্ন. আন্তর্জাতিক বনবর্ষ হল-
A. 2011 খ্রিস্টাব্দ
B. 1911 খ্রিস্টাব্দ
C. 2012 খ্রিস্টাব্দ
D. 1811 খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:- A. 2011 খ্রিস্টাব্দ।
8নংপ্রশ্ন. কোনটি বনে আগুন লাগার কারণ নয়?
A. অগ্নুৎপাত
B. গাছকাটা
C. বজ্রপাত
D. বায়ুপ্রবাহ
সঠিক উত্তর:- B. গাছকাটা।
9নংপ্রশ্ন. ক্রমাগত গাছ কাটলে-
A. CO₂-এর পরিমাণ হ্রাস পায়
B. CO₂ বৃদ্ধি পায়
C. O₂ বৃদ্ধি পায়
D. কোনো পরিবর্তন হয় না
সঠিক উত্তর:- B. CO₂ বৃদ্ধি পায়।
10নংপ্রশ্ন. ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়-
A. জলাভূমিতে
B. সমভূমিতে
C. মরুভূমিতে
D. উপকূলবর্তী অঞ্চলে
সঠিক উত্তর:- D. উপকূলবর্তী অঞ্চলে।
11নংপ্রশ্ন. কাঁটাওয়ালা ঝোপঝাড়যুক্ত বনে যে-গাছটি দেখা যায় না-
A. বাবুল
B. গরান
C. বাবলা
D. ক্যাকটাস
সঠিক উত্তর:- B. গরান।
12নংপ্রশ্ন. আগাছা ও বীরুৎজাতীয় উদ্ভিদ দেখা যায়-
A. বনের মেঝেতে
B. বনের মেঝের ঠিক ওপরের স্তরে
C. ছাদের নীচের স্তরে
D. বনের ছাদে
সঠিক উত্তর:- B. বনের মেঝের ঠিক ওপরের স্তরে।
13নংপ্রশ্ন. বনভূমির ছাদ গঠন (Canopy) করে-
A. গুল্ম
B. রোহিণী
C. বীরুৎ
D. বৃক্ষজাতীয় উদ্ভিদ
সঠিক উত্তর:- D. বৃক্ষজাতীয় উদ্ভিদ।
14নংপ্রশ্ন. বনে আগুন লাগার যেটি প্রাকৃতিক কারণ নয়-
A. শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসা
B. বজ্রপাত
C. বনে রান্না করা
D. তীব্র বায়ুপ্রবাহে গাছে গাছে ঘষা লাগা
সঠিক উত্তর:- C. বনে রান্না করা।
15নংপ্রশ্ন. বর্ষাবনের প্রাণী নয়-
A. তাপির ও গোরিলা
B. শিম্পাঞ্জি ও ওকাপি
C. উট ও অক্টোপাস
D. মাউস লেমুর ও বেবুন
সঠিক উত্তর:- C. উট ও অক্টোপাস।
16নংপ্রশ্ন. ম্যানগ্রোভ বনভূমি অঞ্চলের গাছ নয়-
A. গামার
B. গর্জন
C. গরান
D. গেঁওয়া
সঠিক উত্তর:- A. গামার।
17নংপ্রশ্ন. এদের মধ্যে যেটি মাছ নয়-
A. অ্যাঙ্গলার মাছ
B. তারামাছ
C. হ্যাচেট মাছ
D. ডগফিশ
সঠিক উত্তর:- B. তারামাছ।
18নংপ্রশ্ন. বায়োলুমিনিসেন্স সামুদ্রিক জীবনের যে-কাজে সাহায্য করে না, তা হল-
A. খাবার খোঁজ
B. আত্মরক্ষা করা
C. খাবার তৈরি করা
D. শত্রুদমন
সঠিক উত্তর:- C. খাবার তৈরি করা।
19নংপ্রশ্ন. ডিনোফ্ল্যাজেলেটরের
কোশপ্রাচীরের উপাদান হল-
A. সেলুলোজ
B. সিলিকা
C. কাইটিন
D. শুষ্ক দেহত্বক
সঠিক উত্তর:- B. সিলিকা।
20নংপ্রশ্ন. তারামাছের প্রিয় খাবার হল-
A. সামুদ্রিক ঘাস
B. ঝিনুক
C. কাঁকড়া
D. ওয়েস্টার
সঠিক উত্তর:- C. কাঁকড়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন