1নংপ্রশ্ন. ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে?
A. 14-18 ধারায়
B. 19-22 ধারায়
C. 23-24 ধারায়
D. 25-28 ধারায়
সঠিক উত্তর:- D. 25-28 ধারায়।
2নংপ্রশ্ন. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে?
A. 14-18 ধারায়
B. 19-22 ধারায়
C. 29-30 ধারায়
D. 32 ধারায়
সঠিক উত্তর:- C. 29-30 ধারায়।
3নংপ্রশ্ন. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে?
A. 19 ধারায়
B. 20 ধারায়
C. 21 ধারায়
D. 32 ধারায়
সঠিক উত্তর:- D. 32 ধারায়।
4নংপ্রশ্ন. সংবিধানের কোন ধারায় 'অস্পৃশ্যতা'-কে নিষিদ্ধ করা হয়েছে?
A. 14 ধারায়
B. 17 ধারায়
C. 20 ধারায়
D. 21 ধারায়
সঠিক উত্তর:- B. 17 ধারায়।
5নংপ্রশ্ন. সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না-
A. 14 ও 15 ধারা
B. 16 ও 17 ধারা
C. 20 ও 21 ধারা
D. 29 ও 30 ধারা
সঠিক উত্তর:- C. 20 ও 21 ধারা।
6নংপ্রশ্ন. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়-
A. জাতীয় জরুরি অবস্থা জারি হলে
B. সমস্ত রকম জরুরি অবস্থা জারি হলে
C. সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে
D. যুদ্ধ ঘোষিত হলে
সঠিক উত্তর:- A. জাতীয় জরুরি অবস্থা জারি হলে।
7নংপ্রশ্ন. কোন মৌলিক অধিকার নিবর্তনমূলক আটক আইন দ্বারা সংযত হয়-
A. সাম্যের অধিকার
B. স্বাধীনতার অধিকার
C. ধর্মীয় স্বাধীনতার অধিকার
D. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
সঠিক উত্তর:- B. স্বাধীনতার অধিকার।
8নংপ্রশ্ন. মৌলিক অধিকার রদ করতে পারেন-
A. রাষ্ট্রপতি
B. প্রধানমন্ত্রী
C. রাজ্যপাল
D. সুপ্রিমকোর্ট
সঠিক উত্তর:- A. রাষ্ট্রপতি।
9নংপ্রশ্ন. ভারত সরকার প্রদত্ত ভারত রত্ন এবং পদ্মশ্রী পুরস্কার দেয় সংবিধানের-
A. 14 অনুচ্ছেদের অধীনে
B. 18 অনুচ্ছেদের অধীনে
C. 22 অনুচ্ছেদের অধীনে
D. 25 অনুচ্ছেদের অধীনে
সঠিক উত্তর:- B. 18 অনুচ্ছেদের অধীনে।
10নংপ্রশ্ন. নিম্নলিখিত মৌলিক অধিকারের মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারে-
A. বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা
B. সরকারি চাকরি পাওয়ার অধিকার
C. চলাচল, বসবাস ও পেশার স্বাধীনতা
D. শোষণের বিরুদ্ধে অধিকার
সঠিক উত্তর:- D. শোষণের বিরুদ্ধে অধিকার।
11নংপ্রশ্ন. কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা 'কৃপাণ' বহন করতে পারে?
A. ধর্মীয় স্বাধীনতার অধিকার
B. স্বাধীনতার অধিকার
C. সাম্যের অধিকার
D. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার
সঠিক উত্তর:- A. ধর্মীয় স্বাধীনতার অধিকার।
12নংপ্রশ্ন. বর্তমানে সম্পত্তির অধিকার হল-
A. আইনগত অধিকার
B. মৌলিক অধিকার
C. মানবাধিকার
D. প্রাকৃতিক অধিকার
সঠিক উত্তর:- A. আইনগত অধিকার।
13নংপ্রশ্ন. সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকারের উদ্দেশ্য হল-
A. ভারতের উন্নত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ
B. এক অখণ্ড ভারতীয় সংস্কৃতির বিবর্তন
C. সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ
D. উপরিউক্ত সব
সঠিক উত্তর:- C. সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ।
14নংপ্রশ্ন. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বলবতের দায়িত্ব হল-
A. হাইকোর্টের
B. সমস্ত আদালতের
C. সুপ্রিমকোর্টের
D. হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট উভয়েরই
সঠিক উত্তর:- D. হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট উভয়েরই।
15নংপ্রশ্ন. কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সরাসরি সুপ্রিমকোর্টে যেতে পারে সংবিধানের-
A. 14 ধারা অনুযায়ী
B. 19 ধারা অনুযায়ী
C. 32 ধারা অনুযায়ী
D. 34 ধারা অনুযায়ী
সঠিক উত্তর:- C. 32 ধারা অনুযায়ী।
16নংপ্রশ্ন. মৌলিক আদেশ বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে-
A. লেখ
B. আদেশ
C. অধ্যাদেশ
D. বিজ্ঞপ্তি
সঠিক উত্তর:- A. লেখ।
17নংপ্রশ্ন. একজন নাগরিক ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য আবেদন করবেন-
A. সংসদের কাছে
B. রাষ্ট্রপতির কাছে
C. কেবলমাত্র সুপ্রিমকোর্টের কাছে
D. সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট উভয়ের কাছে
সঠিক উত্তর:- D. সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট উভয়ের কাছে।
18নংপ্রশ্ন. মৌলিক অধিকার সংশোধনের দায়িত্ব সংবিধান অনুযায়ী-
A. সংসদের
B. রাষ্ট্রপতির
C. প্রধানমন্ত্রীর
D. সুপ্রিমকোর্টের
সঠিক উত্তর:- A. সংসদের।
19নংপ্রশ্ন. মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হল-
A. বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিত করা
B. সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা
C. ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা
D. কোনোটি
ই নয়
সঠিক উত্তর:- C. ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা।
20নংপ্রশ্ন. নিম্নের কোন লেখ-এর আক্ষরিক অর্থ হল সশরীরে হাজির করা?
A. বন্দি প্রত্যক্ষীকরণ
B. পরমাদেশ
C. অধিকার পৃচ্ছা
D. প্রতিষেধ
সঠিক উত্তর:- A. বন্দি প্রত্যক্ষীকরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন