1নংপ্রশ্ন. সংকল্প পরিকল্পনাটি কী দূরীকরণের সঙ্গে যুক্ত?
A. নিরক্ষরতা
B. পোলিয়ো
C. বেকারত্ব
D. AIDS
সঠিক উত্তর:- D. AIDS.
2নংপ্রশ্ন. ভারতের কোন রাজ্যসরকার রাজ্যের কৃষকদের 'পি এম কিষান প্রকল্প'-এ নাম নথিভুক্ত করার জন্য ইন্ডিয়া পোস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে?
A. উত্তরাখণ্ড
B. মণিপুর
C. গোয়া
D. পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর:- C. গোয়া।
3নংপ্রশ্ন. 2016 খ্রিস্টাব্দের 8 নভেম্বর ভারতে কী কী নোট। বাতিল বলে ঘোষিত হয়?
A. 500 টাকা ও 1000 টাকা
B. 100 টাকা ও 2000 টাকা
C. 50 টাকা ও 500 টাকা
D. 200 টাকা 1000 টাকা
সঠিক উত্তর:- A. 500 টাকা ও 1000 টাকা।
4নংপ্রশ্ন. ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন রাজ্যের কৃষকদের জন্য 'কিষান সূর্যোদয় যোজনা' চালু করেছে
A. গুজরাট
B. ওড়িশা
C. কেরল
D. পাঞ্জাব
সঠিক উত্তর:- A. গুজরাট।
5নংপ্রশ্ন. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতে প্রতি 1000 জন পুরুষ পিছু মহিলা আছে-
A. 939 জন
B. 943 জন
C. 940 জন
D. 950 জনা
সঠিক উত্তর:- B. 943 জন।
6নংপ্রশ্ন. 1998 খ্রিস্টাব্দে কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন?
A. কৈলাস সত্যার্থী
B. পন্ডিত রবিশঙ্কর
C. ড. এ পি জে আব্দুল কালাম
D. অমর্ত্য সেন
সঠিক উত্তর:- D. অমর্ত্য সেন।
7নংপ্রশ্ন. ভারতের প্রথম তথ্যপ্রযুক্তি সংস্থা হল-
A. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
B. টাটা কনসালটেন্সি সার্ভিসেস
C. ও এন জি সি
D. টাটা মোটরস
সঠিক উত্তর:- B. টাটা কনসালটেন্সি সার্ভিসেস।
8নংপ্রশ্ন. ভারতের কোন রাজ্যসরকার সর্বপ্রথম শাকসবজির ওপর ন্যূনতম মূল্য নির্ধারণ করে নজির সৃষ্টি করেছে?
A. কেরল
B. সিকিম
C. বিহার
D. তামিলনাডু
সঠিক উত্তর:- A. কেরল।
9নংপ্রশ্ন. 'হাওলা' কী?
A. একটি বিষয়ের সম্পূর্ণ বিবরণ
B. বৈদেশিক বিনিময়ের বেআইনি পরিচালন
C. শেয়ারের বেআইনি বাণিজ্য
D. কর ফাঁকি
সঠিক উত্তর:- B. বৈদেশিক বিনিময়ের বেআইনি পরিচালন।
10নংপ্রশ্ন. নোভেল করোনো ভাইরাস চিনের উহান প্রদেশে সরকারিভাবে আত্মপ্রকাশ করে-
A. 2019 খ্রিস্টাব্দের 30 জুন
B. 2019 খ্রিস্টাব্দের 15 আগস্ট
C. 2019 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর
D. 2019 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর
সঠিক উত্তর:- D. 2019 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর।
11নংপ্রশ্ন. ভারতের প্রথম ব্যাংকের নাম-
A. প্রেসিডেন্সি ব্যাংক
B. ব্যাংক অব হিন্দুস্তান
C. ব্যাংক অব ইন্ডিয়া
D. কানাড়া ব্যাংক
সঠিক উত্তর:- B. ব্যাংক অব হিন্দুস্তান।
12নংপ্রশ্ন. ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাংক হল-
A. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
B. এলাহাবাদ ব্যাংক
C. ব্যাংক অব্ বরোদা
D. কানাড়া ব্যাংক
সঠিক উত্তর:- B. এলাহাবাদ ব্যাংক।
13নংপ্রশ্ন. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা কত?
A. 98 কোটি
B. 100 কোটি
C. 121 কোটির ওপর
D. 195 কোটি
সঠিক উত্তর:- C. 121 কোটির ওপর।
14নংপ্রশ্ন. কোভিড-19 পরিস্থিতিতে রাজ্যে ফিরে আসা দক্ষ কর্মীদের কর্মসংস্থান-এ সাহায্য করার জন্য কোন রাজ্যসরকার সম্প্রতি 'রোজগার সেতু প্রকল্প' চালু করেছে?
A. উত্তরপ্রদেশ
B. নাগাল্যান্ড
C. উত্তরাখণ্ড
D. মধ্যপ্রদেশ
সঠিক উত্তর:- D. মধ্যপ্রদেশ।
15নংপ্রশ্ন. শক্তিকান্ত দাস ভারতে বর্তমানে রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর হিসেবে নিযুক্ত আছেন?
A. 22-তম
B. 25-তম
C. 25-তম
D. 26-তম
সঠিক উত্তর:- B. 25-তম।
16নংপ্রশ্ন. ভারতে কর-কাঠামোর সংস্কারের জন্য কোন কমিটি গঠন করা হয়?
A. নরসিমহাম কমিটি
B. চেলিয়া কমিটি
C. গ্যাডগিল কমিটি
D. কেলকার কমিটি
সঠিক উত্তর:- B. চেলিয়া কমিটি।
17নংপ্রশ্ন. নরসিমহাম কমিটি কীসের সঙ্গে সম্পর্কযুক্ত?
A. উচ্চশিক্ষা সংস্কার
B. কর কাঠামোর সংস্কার
C. ব্যাংক কাঠামোর সংস্কার
D. পরিকল্পনার কার্যে রূপায়ণের সংস্কার
সঠিক উত্তর:- C. ব্যাংক কাঠামোর সংস্কার।
18নংপ্রশ্ন. 'গরিবি হঠাও' স্লোগানটি যে-সময় থেকে চালু হয়-
A. প্রথম পরিকল্পনা
B. চতুর্থ পরিকল্পনা
C. পঞ্চম পরিকল্পনা
D. দ্বিতীয় পরিকল্পনা
সঠিক উত্তর:- C. পঞ্চম পরিকল্পনা।
19নংপ্রশ্ন. 'আন্তর্জাতিক বাণিজ্যের রক্ষী' কাকে বলা হয়?
A. আই এম এফ-কে
B. ওয়াল্ড ব্যাংক-কে
C. WTO-কে
D. IFC-কে
সঠিক উত্তর:- C. WTO-কে।
20নংপ্রশ্ন. ভারত সরকারের কেন্দ্রীয় তে
ল মন্ত্রক পরিযায়ী শ্রমিকদের সস্তায় ভাড়া দেওয়ার জন্য সম্প্রতি বিভিন্ন তেল সংস্থাকে যে ক-টি বাড়ি তৈরি করতে নির্দেশ দিয়েছে-
A. 30,000
B. 70,000
C. 50,000
D. 80,000
সঠিক উত্তর:- C. 50,000।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন