সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

Computer GK Questions and Answers Bengali

1নংপ্রশ্ন. একটি এম এস ওয়ার্ড ফাইল বলতে কোন এক্সটেনশন বোঝায়?


A. .doc


B. .txt


C. .xls


D. .jpg


সঠিক উত্তর:- A. .doc।


2নংপ্রশ্ন. VDU বা Visual Display Unit কাকে বলা হয়?


A. কী বোর্ডকে


B. মনিটরকে


C. মাদার বোর্ডকে


D. সফটওয়্যারকে


সঠিক উত্তর:- B. মনিটরকে।


3নংপ্রশ্ন. যাঁরা চোখে দেখতে পান না তাদের জন্য ভারতের আহমেদাবাদে ব্রেইল ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে প্রথম কত খ্রিস্টাব্দে ব্রেইল কম্পিউটার তৈরি হয়েছিল?


A. 1999 খ্রিস্টাব্দে


B. 2000 খ্রিস্টাব্দে


C. 2003 খ্রিস্টাব্দে


D. 2007 খ্রিস্টাব্দে


সঠিক উত্তর:- C. 2003 খ্রিস্টাব্দে।


4নংপ্রশ্ন. কম্পিউটার চালু করার প্রদত্ত কোন পদ্ধতিগুলি সঠিক?


A. Power supply এবং UPS সুইচ অন


B. CPU-এর সুইচ অন


C. মনিটরের সুইচ অন


D. সবগুলিই সঠিক


সঠিক উত্তর:- D. সবগুলিই সঠিক।


5নংপ্রশ্ন. ড্রয়িং বোর্ড এবং হরাইজনটাল স্কুলবারের নীচে অনেক রঙিন বাক্স দেখা যায়, একে কী বলা হয়?


A. প্যালেট


B. স্ট্যাটাস বার


C. পেন্ট প্রোগ্রাম


D. ড্রয়িং বক্স


সঠিক উত্তর:- A. প্যালেট।


6নংপ্রশ্ন. পেন্ট উইন্ডোর ওপরদিকে Title বারে Untitled Paint লেখাটি দেখা যায় কেন?


A. পেন্ট প্রোগ্রামের উইন্ডো নয় বলে


B. পেন্ট প্রোগ্রামের উইন্ডোতে ফাইলটির কোনো নাম দেওয়া হয়নি বলে


C. সেভ না করার জন্য


D. কম্পিউটার অপারেটিং ঠিকমতো না হওয়ার দরুন


সঠিক উত্তর:- B. পেন্ট প্রোগ্রামের উইন্ডোতে ফাইলটির কোনো নাম দেওয়া হয়নি বলে।


7নংপ্রশ্ন. এই যন্ত্রটি কম্পিউটারের কোনো অপরিহার্য অংশ না হলেও Power Cut হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটি কম্পিউটারকে অন করে রাখে, যাতে সুষ্ঠুভাবে Shut down করা যায় যন্ত্রটি হল-


A. হার্ডডিস্ক


B. ইউপিএস


C. মাউস


D. প্রিন্টার


সঠিক উত্তর:- B. ইউপিএস।


8নংপ্রশ্ন. কম্পিউটার স্ক্রিনে যে-তথ্য দেখতে পাওয়া যায়, প্রিন্টার তা কাগজে ছেপে বের করে। কাগজের ওপর ওই প্রিন্টেড বা ছাপানো তথ্যকে কী বলা হয়?


A. সফট কপি


B. প্রিন্ট আউট


C. হার্ডকপি


D. প্রিন্টিং ম্যাটার


সঠিক উত্তর:- C. হার্ডকপি।


9নংপ্রশ্ন. কম্পিউটারে গেমস খেলার সময় কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?


A. মাউস


B. কী বোর্ড


C. পেনড্রাইভ


D. জয়স্টিক


সঠিক উত্তর:- D. জয়স্টিক।


10নংপ্রশ্ন. ইঞ্জিনিয়ার ও ফ্যাশন ডিজাইনাররা কোন পেনের সাহায্যে সরাসরি স্ক্রিনে ছবি আঁকেন?


A. মার্কার পেন


B. লাইট পেন


C. স্কেচ পেন


D. ডট পেন


সঠিক উত্তর:- B. লাইট পেন।


11নংপ্রশ্ন. ল্যাপটপ কম্পিউটারে কীসের সাহায্যে কারসারকে স্ক্রিনের নানা জায়গায় নিয়ে যাওয়া যায়?


A. ট্র্যাকবল


B. মাউস


C. মিনি বল


D. স্কোয়ার বল


সঠিক উত্তর:- A. ট্র্যাকবল।


12নংপ্রশ্ন. URL-এর সম্পূর্ণ রূপ হল-


A. User Reserved Location


B. Uniform Resource Locator


C. User Resource Locator


D. Uniform Reserved Location


সঠিক উত্তর:- B. Uniform Resource Locator।


13নংপ্রশ্ন. MODEM কথাটির সম্পূর্ণ রূপ কী?


A. Modulate Demodulator


B. Modulation Demodulation


C. Modulating Demodulating


D. Modulator Demodulate


সঠিক উত্তর:- D. Modulator Demodulate।


14নংপ্রশ্ন. কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য কোন বাটন কী ব্যবহার করা হয়?


A. ctrl + U


B. ctrl + B


C. ctrl + I


D. ctrl + D


সঠিক উত্তর:- A. ctrl + U।


15নংপ্রশ্ন. কোনো টেক্সটকে বোল্ড করার জন্য কোন বাটন ব্যবহৃত হয়?


A. ctrl + A


B. ctrl + B


C. ctrl + C


D. ctrl + D


সঠিক উত্তর:- B. ctrl + B।


16নংপ্রশ্ন. যখন কোনো ডকুমেন্ট কম্পিউটার মনিটরে দেখ যায়, তখন তাকে কী বলা যায়?


A. হার্ডকপি


B. প্রিন্টিং ম্যাটার


C. সফট কপি


D. প্রিন্ট কপি


সঠিক উত্তর:- C. সফট কপি।


17নংপ্রশ্ন. এম এস ওয়ার্ডে কোন্ অপশনের সাহায্যে টাইপ করা কোনো ভুল শব্দকে সঠিক শব্দে রূপ দেওয়া যায়?


A. Shrink font


B. Goto


C. Find


D. Spell check


সঠিক উত্তর:- D. Spell check।


18নংপ্রশ্ন. কোনো ডকুমেন্ট প্রিন্ট করার আগে লেখা, পেজ মার্জিন ও সেট আপ ইত্যাদি দেখতে কেমন হবে, তা স্ক্রিনে দেখাকে কী বলা হয়?


A. Print Preview


B. Quick Print


C. Print Action


D. Print Format


সঠিক উত্তর:- A. Print Preview।


19নংপ্রশ্ন. Print Preview রিবনে কী কী কমান্ড গ্রুপ থাকে।


A. Home, Insert, Page layout এবং Review


B. Print, Page setup, Zoom এবং Preview


C. Print, Portrait, Landscape এবং View


D. Home, Print, Page layout এবং Preview


সঠিক উত্তর:- B. Print, Page setup, Zoom এবং Preview।


20নংপ্রশ্ন. Print Preview অপশন দ্বারা 10% জুম করে সর্বাধিক ক-টি পাতা একসঙ্গে একটি স্ক্রিনে দেখা যায়?


A. 12টি


B. 24টি


C. 20টি


D. 25টি


সঠিক উত্তর:- B. 24টি।


21নংপ্রশ্ন. MS Word-এ এক লক্ষের বেশি শব্দসমষ্টি নিয়ে একটি Dictionary সংযোজিত আছে। কার সাহায্যে যে-কোনো শব্দের সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এবং Grammar-এর বিভিন্ন তথ্য জানা যায়?


A. Suggestions


B. Selection Grammar


C. Dictionary


D. Thesaurus


সঠিক উত্তর:- D. Thesaurus।


22নংপ্রশ্ন. MS Word 2007-এর Page layout রিবন ট্যাব-এ। কোন পাঁচটি কমান্ড গ্রুপ থাকে?


A. Themes, Page setup, Page background, Paragraph এবং Arrange


B. Pages, Tables, Links, Text এবং Symbol


C. Font, Page setup, Editing, Foot notes এবং Create


D. Document views, Show, Zoom, Window এবং Macros


সঠিক উত্তর:- A. Themes, Page setup, Page background, Paragraph এবং Arrange।


23নংপ্রশ্ন. MS Word-এর মোড বলা হয়। -কে কমপ্যাটিবিলিটি


A. 97


B. 98


C. 2003


D. 2007


সঠিক উত্তর:- D. 2007।


24নংপ্রশ্ন. Word 2007-এর কোনো ডকুমেন্টের টেক্সটগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার ধরনকে কী বলা হয়?


A. অফিস বাটন


B. ফরম্যাটিং টেক্সট


C. ইনক্রিজ ইনডেন্ট


D. ডিক্রিজ ইনডেন্ট


সঠিক উত্তর:- B. ফরম্যাটিং টেক্সট।


25নংপ্রশ্ন. MS ওয়ার্ডে কত প্রকার অ্যালাইনমেন্ট (Alignment) দেখা যায়?


A. 2 প্রকার


B. 3 প্রকার


C. 4 প্রকার


D. 5 প্রকার


সঠিক উত্তর:- C. 4 প্রকার।


26নংপ্রশ্ন. এই বাটন দ্বারা কোনো প্যারাগ্রাফকে বাম ও ডান মার্জিন বরাবর সমানভাবে সাজানো যায়। অনুচ্ছেদটি সিলেক্ট করে জাস্টিফাই করার জন্য কোন কী (Key) দুটি চাপতে হবে?


A. ctrl + J


B. ctrl + E


C. ctrl + R


D. ctrl + L


সঠিক উত্তর:- A. ctrl + J.


27নংপ্রশ্ন. অনুচ্ছেদের লেখাগুলিকে সিলেক্ট করে পৃষ্ঠার মাঝ বরাবর সাজানোর জন্য কিবোর্ডের কোন কী (Key) দুটি একসঙ্গে চাপতে হবে?


A. ctrl + A


B. ctrl + F


C. ctrl + E


D. ctrl + I


সঠিক উত্তর:- C. ctrl + E.


28নংপ্রশ্ন. MS Word-এ ফন্ট সাইজ সর্বনিম্ন 1 হয়, সর্বোচ্চ কত পর্যন্ত হয়?


A. 1500


B. 1550


C. 1600


D. 1638


সঠিক উত্তর:- D. 1638।


29নংপ্রশ্ন. MS Power Point উইন্ডোর ডানদিকে এটি প্রদর্শিত হয়। রিবন থেকে কোনো নির্দিষ্ট কমান্ড প্রয়োগ করলে সেগুলি পূরণের জন্য বিভিন্ন ডায়ালগ বক্সে এটি দেখা যায়। এটি হল-


A. লাইট পেন


B. স্লাইড পেন


C. টাস্ক পেন


D. নোটস পেন


সঠিক উত্তর:- C. টাস্ক পেন।


30নংপ্রশ্ন. পাওয়ার পয়েন্ট 2007-এর ফা

ইলের এক্সটেনশন হল-


A. .acdm


B. .pptx


C. .Imop


D. .rstv


সঠিক উত্তর:- B. .pptx।


31নংপ্রশ্ন. Slide show প্রদর্শনের সময় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যানিমেশন এফেক্ট যুক্ত করা হয়। এরূপ পদ্ধতিকে কী বলে?


A. স্লাইড ট্রানজিশন


B. স্লাইড এডিটিং


C. অবজেক্ট বর্ডার


D. রিসাইজ হ্যান্ডেল


সঠিক উত্তর:- A. স্লাইড ট্রানজিশন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...