1নংপ্রশ্ন. LOGO-র ভাষাতে বিভিন্ন নির্দেশাবলি সঠিকভাবে লেখার জন্য যেরূপ নিয়ম মেনে চলতে হয়, তাকে বলে-
A. System
B. Procedure
C. Technique
D. Syntax
সঠিক উত্তর:- C. Technique।
2নংপ্রশ্ন. এই কমান্ডের সাহায্যে স্ক্রিনের সমস্ত আঁকা মুছে ফেলা যায় এবং মোছার পর টার্টলটি আবার স্ক্রিনের মাঝখানে ফিরে আসে এবং ওপরের দিকে মুখ করে থাকে-
A. CLEAR SCREEN
B. CLEAN
C. FORWARD
D. HOME
সঠিক উত্তর:- A. CLEAR SCREEN।
3নংপ্রশ্ন. স্যামুর পেপার্ট নামে এক বৈজ্ঞানিক কত খ্রিস্টাব্দে LOGO (Logic Oriented Graphic Oriented) প্রস্তুত করেন?
A. 1962 খ্রিস্টাব্দে
B. 1964 খ্রিস্টাব্দে
C. 1967 খ্রিস্টাব্দে
D. 1970 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:- C. 1967 খ্রিস্টাব্দে।
4নংপ্রশ্ন. মাইক্রোসফট কর্পোরেশন কত খ্রিস্টাব্দে Windows Operating System তৈরি করে?
A. 1975 খ্রিস্টাব্দে
B. 1976 খ্রিস্টাব্দে
C. 1980 খ্রিস্টাব্দে
D. 1985 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:- D. 1985 খ্রিস্টাব্দে।
5নংপ্রশ্ন. Windows-এর প্রথম ভার্সন (version) বা সংস্করণটি কী ছিল?
A. 1.0
B. 2.0
C. 3.0
D. 4.0
সঠিক উত্তর:- A. 1.0।
6নংপ্রশ্ন. Windows-এর বর্তমান সংস্করণগুলি কী কী?
A. Windows 95 এবং Windows 98
B. Windows VISTA এবং Windows 2007
C. Windows 2000 এবং Windows 3.11
D. Windows 3.1 এবং Windows 5.1
সঠিক উত্তর:- B. Windows VISTA এবং Windows 2007।
7নংপ্রশ্ন. Windows চালু হওয়ার পরে যে-স্ক্রিনটি দেখা যায়, তাকে কী বলে?
A. My Computer
B. My Document
C. Recycle Bin
D. Desktop
সঠিক উত্তর:- D. Desktop।
8নংপ্রশ্ন. ডেস্কটপে My computer, My Documents, Recycle Bin, Internet Explorer এবং Windows Media Player ইত্যাদি যা দেখা যায়, এগুলির প্রত্যেকটিকে কী বলে?
A. বিন
B. ডকুমেন্টস
C. আইকন
D. আইটেম
সঠিক উত্তর:- C. আইকন।
9নংপ্রশ্ন. এটি হার্ডডিস্কের একটি ভাগকে বোঝায়, যার মধ্যে। কম্পিউটারের নিজস্ব কিছু তথ্য সঞ্চিত থাকে। এই লোকাল ডিস্কের সাংকেতিক চিহ্নটি কী?
A. C:
B. D:
C. F:
D. G:
সঠিক উত্তর:- A. C:।
10নংপ্রশ্ন. Lock Disk-এ কোন সাংকেতিক চিহ্নের সাহায্যে ফাইল সেভ করা যায়?
A. D:
B. E:
C. M:
D. P:
সঠিক উত্তর:- B. E:।
11নংপ্রশ্ন. কোন ড্রাইভের সাহায্যে CD/DVD থেকে তথ্য পড়া যায়?
A. A:
B. B:
C. D:
D. S:
সঠিক উত্তর:- C. D:
12নংপ্রশ্ন. কম্পিউটার ব্যবহারকারীদের কী বলা হয়?
A. অপারেটর
B. মালিক
C. ইঞ্জিনিয়ার
D. লাইভওয়্যার
সঠিক উত্তর:- D. লাইভওয়্যার।
13নংপ্রশ্ন. সফটওয়্যার প্রধানত কত প্রকার?
A. দু-প্রকার
B. তিন প্রকার
C. চার প্রকার
D. পাঁচ প্রকার
সঠিক উত্তর:- A. দু-প্রকার।
14নংপ্রশ্ন. কোনো টেক্সট বা লেখা টাইপ করে সেটিকে সাজানো বা পছন্দমতো এডিটিং করাকে কী বলা হয়?
A. নোটপ্যাড
B. ওয়ার্ড প্রসেসিং
C. ওয়ার্ড স্টার
D. সফটওয়্যার
সঠিক উত্তর:- B. ওয়ার্ড প্রসেসিং।
15নংপ্রশ্ন. কম্পিউটারের সুইচ অন করার পর start হওয়া থেকে shut down হওয়া পর্যন্ত যে-সফটওয়্যার প্রোগ্রামটি চলতে থাকে, তাকে কী বলে?
A. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
B. সিস্টেম সফটওয়্যার
C. অপারেটিং সিস্টেম
D. কম্পিউটার সিস্টেম
সঠিক উত্তর:- C. অপারেটিং সিস্টেম।
16নংপ্রশ্ন. কম্পিউটারে কোনো কাজ করতে হলে কোন দুটি কম্পিউটার সিস্টেমের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলতে হয়?
A. মাই ডকুমেন্টস এবং মাই কম্পিউটার
B. ইনটারনেট এক্সপ্লোরার এবং রিসাইকেল বিন
C. ফোল্ডার এবং ফাইল
D. হার্ডওয়্যার এবং সফটওয়্যার
সঠিক উত্তর:- D. হার্ডওয়্যার এবং সফটওয়্যার।
17নংপ্রশ্ন. কোনো তথ্য বা নির্দেশকে কম্পিউটারের মধ্যে পাঠানোকে কী বলা হয়?
A. ডেটা ইনপুট
B. ডেটা আউটপুট
C. ডেটা রিসিভার
D. ডেটা সেনডার
সঠিক উত্তর:- A. ডেটা ইনপুট।
18নংপ্রশ্ন. কী বোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদির সাহায্যে ডেটা ইনপুট করা হয়। সেইজন্য কম্পিউটারের এই অংশগুলিকে কী বলা হয়ে থাকে?
A. ডেটা আউটপুট
B. ডেটা ইনপুট ডিভাইস
C. ডেটা শর্টিং
D. ডেটা আউটপুট ডিভাইস
সঠিক উত্তর:- B. ডেটা ইনপুট ডিভাইস।
19নংপ্রশ্ন. ডেটা প্রসেস করার আসল কাজটি কে করে?
A. মাদার বোর্ড
B. কন্ট্রোল ইউনিট
C. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
D. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:- C. সেন্ট্রাল প্র
সেসিং ইউনিট।
20নংপ্রশ্ন. .mp3 এক্সটেনশন কোন ধরনের ফাইলকে বোঝায়?
A. একটি ভিডিয়ো ফাইল
B. একটি পিকচার ফাইল
C. একটি এম এস ওয়ার্ড ফাইল
D. একটি মিউজিক ফাইল
সঠিক উত্তর:- একটি মিউজিক ফাইল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন