1নংপ্রশ্ন. WAN-এর সম্পূর্ণ রূপ হল-
A. World Area Network
B. Width Area Network
C. Wide Area Network
D. World Association Network
সঠিক উত্তর:- C. Wide Area Network।
2নংপ্রশ্ন. যখন কম্পিউটার গুলি একে অপরের সঙ্গে পরস্পর যুক্ত থাকে, তখন তাকে কী বলে?
A. পে কম্পিউটার মিডিয়া
B. কম্পিউটার নেটওয়ার্কিং
C. অ্যানালগ কম্পিউটার
D. ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:- B. কম্পিউটার নেটওয়ার্কিং।
3নংপ্রশ্ন. কম্পিউটার নেটওয়ার্ক সাধারণত কত প্রকারের হয়?
A. দু-প্রকারের
B. তিন প্রকারের
C. চার প্রকারের
D. পাঁচ প্রকারের
সঠিক উত্তর:- B. তিন প্রকারের।
4নংপ্রশ্ন. যখন কোনো ছোটো জায়গার মধ্যে অর্থাৎ বাড়ি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তখন তাকে কীরূপ নেটওয়ার্ক বলা হয়?
A. LAN (Local Area Network)
B. MAN (Metropolitan Area Network)
C. WAN (Wide Area Network)
D. TN (Telephone Network)
সঠিক উত্তর:- D. TN (Telephone Network)।
5নংপ্রশ্ন. কোন Network-এর সাহায্যে পৃথিবীর যে-কোনো প্রান্তের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়?
A. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক
B. লোকাল এরিয়া নেটওয়ার্ক
C. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
D. কম্পিউটার নেটওয়ার্ক
সঠিক উত্তর:- C. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
6নংপ্রশ্ন. কোনো শহর বা বড়ো জায়গায় বিভিন্ন স্থানের কম্পিউটারের যোগাযোগের জন্য যে-নেটওয়ার্ক গড়ে ওঠে, তাকে কী বলে?
A. লোকাল এরিয়া নেটওয়ার্ক
B. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক
C. ইনটারনেট এক্সপ্লোরার
D. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
সঠিক উত্তর:- B. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
7নংপ্রশ্ন. লোগোতে প্রয়োজনীয় নির্দেশ ফাইলের মাধ্যমে সেভকরে রাখা যায়। লোগোতে সেভ করা ফাইলগুলির এক্সটেনশন হল-
A. .lgo
B. .log
C. .logo
D. .logfile
সঠিক উত্তর:- A. .lgo।
8নংপ্রশ্ন. লোগোতে কোনো ভুল হলে সেটি মোছার জন্য কোন নির্দেশের দ্বারা টার্টলের ইরেজারটিকে স্ক্রিনে আনা যায়?
A. PA
B. PE
C. PC
D. PF
সঠিক উত্তর:- B. PE।
9নংপ্রশ্ন. কোন কমান্ড দুটি ব্যবহার করে আঁকার ক্ষেত্রে টার্টেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়?
A. PENERASE ও PENDRAW
B. PENDRIVE ও PENUP
C. ΙΝΚΡΕΝ, PENDRIVE
D. PENUP ও PENDOWN
সঠিক উত্তর:- D. PENUP ও PENDOWN।
10নংপ্রশ্ন. কোন কমান্ডের সাহায্যে কোনো রেখা অঙ্কন করার জন্য কম্পিউটার স্ক্রিনের টার্টলকে সামনে বা পিছনে, ডানদিকে বা বামদিকে সবদিকেই নিয়ে যাওয়া সম্ভব হয়?
A. PD
B. PX
C. PL
D. PQ
সঠিক উত্তর:- A. PD।
11নংপ্রশ্ন. এটি একটি জনপ্রিয় ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রাম। এটি MS Office প্যাকেজের অন্তর্গত। এর সাহায্যে খুব সহজেই বড়ো বড়ো গণনার কাজ সঠিকভাবে করা যায়।
A. Windows update
B. Microsoft Office Excel
C. Notepad
D. Mozilla Firefox
সঠিক উত্তর:- B. Microsoft Office Excel।
12নংপ্রশ্ন. মাইক্রোসফট এক্সেলের প্রত্যেকটি ফাইলকে কী বলা হয়?
A. ডেটা
B. সেল
C. ওয়ার্কবুক
D. ওয়ার্ডনোট হল রো (Row)
সঠিক উত্তর:- C. ওয়ার্কবুক।
13নংপ্রশ্ন. কলাম (Column)-এর সমন্বয়ে তৈরি একটি বিশেষ ধরনের ডকুমেন্ট, যার সাহায্যে তথ্য সঞ্চয়, গণনা ও তথ্য বিশ্লেষণ করা যায়-
A. ওয়ার্কশিট
B. ওয়ার্কবুক
C. সেল
D. স্প্রেডশিট
সঠিক উত্তর:- D. স্প্রেডশিট।
14নংপ্রশ্ন. একটি ওয়ার্কশিট রো এবং কলামের সমন্বয়ে গঠিত। হয়। ওয়ার্কশিটে রো এবং কলামের সংখ্যা যথাক্রমে কত সংখ্যক হয়?
A. 65,536 এবং 256টি
B. 67,980 এবং 280টি
C. 68,520 এবং 285টি
D. 69,280 এবং 392টি
সঠিক উত্তর:- A. 65,536 এবং 256টি।
15নংপ্রশ্ন. MS Word- এ ডকুমেন্টের লেখাগুলিকে সুন্দরভাবে সাজানোর জন্য অ্যালাইনমেন্টের (Alignment) সাহায্য নেওয়া হয়। ওয়ার্ড-এ আলাইনমেন্ট কত প্রকারের হয়?
A. তিন প্রকার
B. চার প্রকার
C. পাঁচ প্রকার
D. ছ-প্রকার
সঠিক উত্তর:- B. চার প্রকার।
16নংপ্রশ্ন. MS Word-এ List বা তালিকার প্রত্যেকটি আইটেমকে আলাদা করে বোঝানোর জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?
A. * (স্টার চিহ্ন)
B. ? (প্রশ্নবোধক চিহ্ন)
C. • (বুলেট চিহ্ন)
D. → (তিরচিহ্ন)
সঠিক উত্তর:- B. ? (প্রশ্নবোধক চিহ্ন)।
17নংপ্রশ্ন. টেক্সটের কাট এবং কপি করা অংশটি নতুন কোনো জায়গায় ব্যবহার করাকে কী বলা হয়?
A. Cut
B. Copy
C. Save
D. Paste
সঠিক উত্তর:- D. Paste।
18নংপ্রশ্ন. মাইক্রোসফট ওয়ার্ডের কোন টুলবারে নিউ, ওপেন, সেভ, কাট, কপি, পেস্ট, প্রিন্ট ও ফন্ট অপশনগুলি দেখা যায়?
A. স্ট্যান্ডার্ড টুলবার
B. মেনুবার
C. টাইটেল বার
D. স্কুলবার
সঠিক উত্তর:- A. স্ট্যান্ডার্ড টুলবার।
19নংপ্রশ্ন. MS Word-এর কোন্ টুলবারে ফন্ট, ফন্টসাইজ, অ্যালাইন লেফট ও রাইট, সেন্টার, নাম্বার, বোল্ড, ইটালিকস, আন্ডারলাইন, জাস্টিফাই ও বুলেট ইত্যাদি অপশনগুলি দেখা যায়?
A. টাইটেল বার
B. ফরম্যাটিং টুলবার
C. স্ট্যাটাস বার
D. স্কুল বার
সঠিক উত্তর:- B. ফরম্যাটিং টুলবার।
20নংপ্রশ্ন. গ্রাফিক স্ক্রি
নের মাঝখানে যে-বিশেষ কারসার দেখা যায়, তাকে টার্টল বলে। টার্টলের পজিশনকে আবার হোম বলা হয়। এটি দেখতে সাধারণত কোন চিহ্নের মতো?
A. যোগ চিহ্ন
B. বিয়োগ চিহ্ন
C. ত্রিভুজ চিহ্ন
D. বর্গক্ষেত্র চিহ্ন
সঠিক উত্তর:- C. ত্রিভুজ চিহ্ন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন