1নংপ্রশ্ন. VIRUS কথাটির সম্পূর্ণ রূপ হল—
A. Vital Information Resources Under Seize
B. Visual Information Resources Under Seize
C. Visual Information Recycling Under Seize
D. Vital Informing Resources Under Seize
সঠিক উত্তর:- A. Vital Information Resources Under Seize।
2নংপ্রশ্ন. মার্কিন প্রতিরক্ষা দফতর ইনটারনেটের প্রথম নামকরণ করেছিল যে-নামে-
A. ইনটারকানেক্টেড নেট
B. নেটওয়ার্ক
C. আর্পানেট
D. মার্কিন ইনটারকানেকশন
সঠিক উত্তর:- C. আর্পানেট।
3নংপ্রশ্ন. ISP-এর সম্পূর্ণ রূপ হল-
A. Internet System Provider
B. Internet Service Provider
C. Internet Service Producer
D. Inter Service Provider
সঠিক উত্তর:- B. Internet Service Provider।
4নংপ্রশ্ন. OS-এর সম্পূর্ণ রূপ কী?
A. Only Save
B. Online Search
C. Only Service
D. Operating System
সঠিক উত্তর:- D. Operating System।
5নংপ্রশ্ন. ID-এর সম্পূর্ণ রূপ হল-
A. Instruction Decoder
B. Initial Document
C. Internal Decoder
D. Input Data
সঠিক উত্তর:- A. Instruction Decoder।
6নংপ্রশ্ন. Wordpad হল একটি-
A. ডিবাগার
B. এডিটর
C. লিংকবার
D. লোকেটর
সঠিক উত্তর:- B. এডিটর।
7নংপ্রশ্ন. MS-এর সম্পূর্ণ রূপ কী?
A. Main Memory
B. Micro Memory
C. Microsoft
D. Mini Storage
সঠিক উত্তর:- C. Microsoft।
8নংপ্রশ্ন. 'ফুগাকু' নামক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার-টি কোন দেশের?
A. ভারত
B. অস্ট্রেলিয়া
C. চিন
D. জাপান
সঠিক উত্তর:- D. জাপান।
9নংপ্রশ্ন. SP-এর সম্পূর্ণ রূপ হল-
A. Stack Pointer
B. Storage Pocket
C. Stack Protocol
D. Storage Protocol
সঠিক উত্তর:- A. Stack Pointer।
10নংপ্রশ্ন. FOXPRO-কে কোন প্রজন্মের কম্পিউটার বলা হয়?
A. প্রথম
B. তৃতীয়
C. দ্বিতীয়
D. চতুর্থ
সঠিক উত্তর:- D. চতুর্থ।
11নংপ্রশ্ন. PROLOG-কে কোন প্রজন্মের ভাষা বলা হয়?
A. প্রথম
B. তৃতীয়
C. দ্বিতীয়
D. চতুর্থ
সঠিক উত্তর:- C. দ্বিতীয়।
12নংপ্রশ্ন. যে-কোনো শব্দগুচ্ছকে ধারাবাহিক ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করার পদ্ধতিকে কী বলা হয়?
A. ওয়ার্ড প্রসেসিং
B. এম এস এক্সেল
C. পাওয়ার পয়েন্ট
D. কোরেল ড্র
সঠিক উত্তর:- A. ওয়ার্ড প্রসেসিং।
13নংপ্রশ্ন. ওয়ার্ড প্রসেসিং-এর কাজের জন্য যে-বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার পাওয়া যায়-
A. মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট
B. ওয়ার্ড স্টার, ওয়ার্ড প্রো
C. নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড
D. সবগুলিই ঠিক
সঠিক উত্তর:- D. সবগুলিই ঠিক।
14নংপ্রশ্ন. একটি জনপ্রিয় Text editor অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হল-
A. Word Perfect
B. Microsoft Word
C. Notepad
D. Wordpad
সঠিক উত্তর:- D. Wordpad।
15নংপ্রশ্ন. Word 2007-এর সবথেকে গুরুত্বপূর্ণ টুলবারটি হল-
A. অ্যাকসেস টুলবার
B. কাস্টোমাইজ টুলবার
C. কুইক অ্যাকসেস টুলবার
D. কাস্টোমাইজ কুইক অ্যাকসেস টুলবার
সঠিক উত্তর:- C. কুইক অ্যাকসেস টুলবার।
16নংপ্রশ্ন. Quick Access Toolbar-টি উইন্ডোর টাইটেল বারের কোনদিকে অবস্থান করে?
A. বামদিকে
B. ডানদিকে
C. ওপরের দিকে
D. নীচের দিকে
সঠিক উত্তর:- A. বামদিকে।
17নংপ্রশ্ন. ওয়ার্ড উইন্ডোর সবচেয়ে নীচের বারটিকে কী বলা হয়?
A. টাইটেল বার
B. স্ট্যাটাস বার
C. স্কুলবার
D. কাস্টোমাইজ স্ট্যাটাস বার
সঠিক উত্তর:- B. স্ট্যাটাস বার।
18নংপ্রশ্ন. উইন্ডোতে সবচেয়ে বড়ো এবং গোলাকার একটি অফিস বাটন আছে। এর সাহায্যে নতুন ডকুমেন্ট তৈরি করা, পুরোনো ডকুমেন্ট চালু ও বন্ধ করা, ডকুমেন্ট সেভ, প্রিন্ট, ই-মেল, ফ্যাক্স ইত্যাদি কাজ করা যায়। অফিস বাটনটি উইন্ডোর কোন দিকে অবস্থিত?
A. ডানদিকে
B. ওপরের বামদিকে
C. বামদিকে
D. নীচের ডানদিকে
সঠিক উত্তর:- B. ওপরের বামদিকে।
19নংপ্রশ্ন. কমান্ড গ্রুপের নীচে ডানদিকে একটি ছোটো চারকোনা বক্সকে কী বলা হয়?
A. হরাইজন্টাল বুলার
B. রিবন
C. কন্ট্রোল বাটন
D. ডায়ালগ বক্স লঞ্চার
সঠিক উত্তর:- D. ডা
য়ালগ বক্স লঞ্চার।
20নংপ্রশ্ন. ওয়ার্ড উইন্ডোর সবথেকে ওপরে, যেখানে 'Document-I - Microsoft Word' লেখা দেখা যায়, সেই অংশটিকে কী বলে?
A. টাইটেল বার
B. স্ট্যাটাস বার
C. স্ক্রলবার
D. অ্যাকসেস টুলবার
সঠিক উত্তর:- A. টাইটেল বার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন