সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

Computer GK

 

1নংপ্রশ্ন. VIRUS কথাটির সম্পূর্ণ রূপ হল—


A. Vital Information Resources Under Seize


B. Visual Information Resources Under Seize


C. Visual Information Recycling Under Seize


D. Vital Informing Resources Under Seize


সঠিক উত্তর:- A. Vital Information Resources Under Seize।


2নংপ্রশ্ন. মার্কিন প্রতিরক্ষা দফতর ইনটারনেটের প্রথম নামকরণ করেছিল যে-নামে-


A. ইনটারকানেক্টেড নেট


B. নেটওয়ার্ক


C. আর্পানেট


D. মার্কিন ইনটারকানেকশন


সঠিক উত্তর:- C. আর্পানেট।


3নংপ্রশ্ন. ISP-এর সম্পূর্ণ রূপ হল-


A. Internet System Provider


B. Internet Service Provider


C. Internet Service Producer


D. Inter Service Provider


সঠিক উত্তর:- B. Internet Service Provider।


4নংপ্রশ্ন. OS-এর সম্পূর্ণ রূপ কী?


A. Only Save


B. Online Search


C. Only Service


D. Operating System


সঠিক উত্তর:- D. Operating System।


5নংপ্রশ্ন. ID-এর সম্পূর্ণ রূপ হল-


A. Instruction Decoder


B. Initial Document


C. Internal Decoder


D. Input Data


সঠিক উত্তর:- A. Instruction Decoder।


6নংপ্রশ্ন. Wordpad হল একটি-


A. ডিবাগার


B. এডিটর


C. লিংকবার


D. লোকেটর


সঠিক উত্তর:- B. এডিটর।


7নংপ্রশ্ন. MS-এর সম্পূর্ণ রূপ কী?


A. Main Memory


B. Micro Memory


C. Microsoft


D. Mini Storage


সঠিক উত্তর:- C. Microsoft।


8নংপ্রশ্ন. 'ফুগাকু' নামক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার-টি কোন দেশের?


A. ভারত


B. অস্ট্রেলিয়া


C. চিন


D. জাপান


সঠিক উত্তর:- D. জাপান।


9নংপ্রশ্ন. SP-এর সম্পূর্ণ রূপ হল-


A. Stack Pointer


B. Storage Pocket


C. Stack Protocol


D. Storage Protocol


সঠিক উত্তর:- A. Stack Pointer।


10নংপ্রশ্ন. FOXPRO-কে কোন প্রজন্মের কম্পিউটার বলা হয়?


A. প্রথম


B. তৃতীয়


C. দ্বিতীয়


D. চতুর্থ


সঠিক উত্তর:- D. চতুর্থ।


11নংপ্রশ্ন. PROLOG-কে কোন প্রজন্মের ভাষা বলা হয়?


A. প্রথম


B. তৃতীয়


C. দ্বিতীয়


D. চতুর্থ


সঠিক উত্তর:- C. দ্বিতীয়।


12নংপ্রশ্ন. যে-কোনো শব্দগুচ্ছকে ধারাবাহিক ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করার পদ্ধতিকে কী বলা হয়?


A. ওয়ার্ড প্রসেসিং


B. এম এস এক্সেল


C. পাওয়ার পয়েন্ট


D. কোরেল ড্র


সঠিক উত্তর:- A. ওয়ার্ড প্রসেসিং।


13নংপ্রশ্ন. ওয়ার্ড প্রসেসিং-এর কাজের জন্য যে-বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার পাওয়া যায়-


A. মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট


B. ওয়ার্ড স্টার, ওয়ার্ড প্রো


C. নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড


D. সবগুলিই ঠিক


সঠিক উত্তর:- D. সবগুলিই ঠিক।


14নংপ্রশ্ন. একটি জনপ্রিয় Text editor অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হল-


A. Word Perfect


B. Microsoft Word


C. Notepad


D. Wordpad


সঠিক উত্তর:- D. Wordpad।


15নংপ্রশ্ন. Word 2007-এর সবথেকে গুরুত্বপূর্ণ টুলবারটি হল-


A. অ্যাকসেস টুলবার


B. কাস্টোমাইজ টুলবার


C. কুইক অ্যাকসেস টুলবার


D. কাস্টোমাইজ কুইক অ্যাকসেস টুলবার


সঠিক উত্তর:- C. কুইক অ্যাকসেস টুলবার।


16নংপ্রশ্ন. Quick Access Toolbar-টি উইন্ডোর টাইটেল বারের কোনদিকে অবস্থান করে?


A. বামদিকে


B. ডানদিকে


C. ওপরের দিকে


D. নীচের দিকে


সঠিক উত্তর:- A. বামদিকে।


17নংপ্রশ্ন. ওয়ার্ড উইন্ডোর সবচেয়ে নীচের বারটিকে কী বলা হয়?


A. টাইটেল বার


B. স্ট্যাটাস বার


C. স্কুলবার


D. কাস্টোমাইজ স্ট্যাটাস বার


সঠিক উত্তর:- B. স্ট্যাটাস বার।


18নংপ্রশ্ন. উইন্ডোতে সবচেয়ে বড়ো এবং গোলাকার একটি অফিস বাটন আছে। এর সাহায্যে নতুন ডকুমেন্ট তৈরি করা, পুরোনো ডকুমেন্ট চালু ও বন্ধ করা, ডকুমেন্ট সেভ, প্রিন্ট, ই-মেল, ফ্যাক্স ইত্যাদি কাজ করা যায়। অফিস বাটনটি উইন্ডোর কোন দিকে অবস্থিত?


A. ডানদিকে


B. ওপরের বামদিকে


C. বামদিকে


D. নীচের ডানদিকে


সঠিক উত্তর:- B. ওপরের বামদিকে।


19নংপ্রশ্ন. কমান্ড গ্রুপের নীচে ডানদিকে একটি ছোটো চারকোনা বক্সকে কী বলা হয়?


A. হরাইজন্টাল বুলার


B. রিবন


C. কন্ট্রোল বাটন


D. ডায়ালগ বক্স লঞ্চার


সঠিক উত্তর:- D. ডা

য়ালগ বক্স লঞ্চার।


20নংপ্রশ্ন. ওয়ার্ড উইন্ডোর সবথেকে ওপরে, যেখানে 'Document-I - Microsoft Word' লেখা দেখা যায়, সেই অংশটিকে কী বলে?


A. টাইটেল বার


B. স্ট্যাটাস বার


C. স্ক্রলবার


D. অ্যাকসেস টুলবার


সঠিক উত্তর:- A. টাইটেল বার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...