1নংপ্রশ্ন. টাইটেল বারের ডানদিকে ক-টি কন্ট্রোল বাটন আছে?
A. 2টি
B. 4টি
C. 3টি
D. 5টি
সঠিক উত্তর:- C. 3টি।
2নংপ্রশ্ন. SMPS-এর সম্পূর্ণ রূপ হল Switch Mode Power Supply। এটি কম্পিউটারের কোন অংশে যুক্ত থাকে?
A. হার্ডডিস্কে
B. জিপ ড্রাইভে
C. মাদার বোর্ডে
D. মনিটরে
সঠিক উত্তর:- C. মাদার বোর্ডে।
3নংপ্রশ্ন. এমিউলেটর কী?
A. একটি সফটওয়্যার
B. একটি হার্ডওয়্যার
C. একটি অনুবাদক প্রোগ্রাম
D. সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি সমন্বয়
সঠিক উত্তর:- D. সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি সমন্বয়।
4নংপ্রশ্ন. BASIC, COBOL, PASCAL, FORTRAN ইত্যাদি উচ্চস্তরের ভাষাগুলি কোন প্রজন্মের উদাহরণ?
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
সঠিক উত্তর:- C. তৃতীয়।
5নংপ্রশ্ন. কম্পিউটারের ভাষাকে যে-পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, তাদের বলা হয়-
A. ভাষার প্রজন্ম
B. ভাষার শ্রেণিবিভাগ
C. ভাষাবিভাগ
D. ভাষা বিভক্তিকরণ
সঠিক উত্তর:- A. ভাষার প্রজন্ম।
6নংপ্রশ্ন. Assembly Language-কে কোন প্রজন্মের উদাহরণ বলা হয়?
A. প্রথম
B. তৃতীয়
C. দ্বিতীয়
D. চতুর্থ
সঠিক উত্তর:- C. দ্বিতীয়।
7নংপ্রশ্ন. PROLOG অর্থাৎ Programming in Logic Language-কে কোন প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে?
A. দ্বিতীয়
B. তৃতীয়
C. চতুর্থ
D. পঞ্চম
সঠিক উত্তর:- D. পঞ্চম।
8নংপ্রশ্ন. FORTRAN অর্থাৎ Formula Translation নামে এই ভাষাটি IBM কোম্পানি কবে তৈরি করে?
A. 1957 খ্রিস্টাব্দে
B. 1959 খ্রিস্টাব্দে
C. 1962 খ্রিস্টাব্দে
D. 1968 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:- A. 1957 খ্রিস্টাব্দে।
9নংপ্রশ্ন. ANSI-এর সম্পূর্ণ রূপ কী?
A. Analog Network Service Institute
B. American National Standard Institute
C. Accumulator Nicolus Statistical Institute
D. Artificial Notepad Service Industry
সঠিক উত্তর:- B. American National Standard Institute।
10নংপ্রশ্ন. ANSI কমিটি কর্তৃক স্বীকৃত 1991 খ্রিস্টাব্দে প্রকাশিত FORTRAN-এর সর্বশেষ সংস্করণ হল-
A. FORTRAN-II
B. FORTRAN-IV
C. FORTRAN-90
D. FORTRAN-77
সঠিক উত্তর:- C. FORTRAN-90।
11নংপ্রশ্ন. কত খ্রিস্টাব্দে ANSI COBOL স্ট্যান্ডার্ড তৈরি হয়?
A. 1960 খ্রিস্টাব্দে
B. 1962 খ্রিস্টাব্দে
C. 1965 খ্রিস্টাব্দে
D. 1968 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:- D. 1968 খ্রিস্টাব্দে।
12নংপ্রশ্ন. Windows-এ একটি কম্পিউটারে যা কিছু আছে সবকিছু একটি জায়গা থেকে নেওয়া সহজ হয়, এই জায়গাটিকে বলা হয়-
A. My computer
B. Recycle Bin
C. My Briefcase
D. My Document
সঠিক উত্তর:- A. My computer।
13নংপ্রশ্ন. WWW (World Wide Web)-এ 'Web' কথার অর্থ কী?
A. কম্পিউটারের printout
B. তথ্য জমিয়ে রাখা
C. লক্ষ লক্ষ তথ্যের একটি সংকলন
D. যোগাযোগ ব্যবস্থা
সঠিক উত্তর:- C. লক্ষ লক্ষ তথ্যের একটি সংকলন।
14নংপ্রশ্ন. যে-পেজের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলিকে Web-এ প্রকাশ করা হয়, তাকে কী বলে?
A. Webset
B. Web page
C. Web publish
D. Webout
সঠিক উত্তর:- B. Web page।
15নংপ্রশ্ন. কতকগুলি Web page নিয়ে কী গঠিত হয়?
A. Internet
B. Firefox
C. Explorer
D. Website
সঠিক উত্তর:- D. Website।
16নংপ্রশ্ন. ওয়েব ব্রাউজার কী?
A. ইনটারনেটে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যার সাহায্যে কোনো ওয়েবসাইট খোলা যায়
B. ইনটারনেটে ব্যবহৃত একটি প্রয়োজনীয় হার্ডওয়্যার যার মাধ্যমে ওয়েবসাইট খোলা যায়
C. দুটি কম্পিউটারের একে অপরের সঙ্গে পরস্পর যুক্ত থাকা
D. কম্পিউটার Network-এর বিস্তৃত জায়গা
সঠিক উত্তর:- A. ইনটারনেটে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যার সাহায্যে কোনো ওয়েবসাইট খোলা যায়।
17নংপ্রশ্ন. দুটি জনপ্রিয় ওয়েব ব্রাউজারের উদাহরণ হল-
A. ওয়েবপেজ ও ওয়েবসাইট
B. ইনটারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্স
C. WWW ও ISP
D. হার্ডওয়্যার ও সফটওয়্যার
সঠিক উত্তর:- B. ইনটারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্স।
18নংপ্রশ্ন. ISP-এর সম্পূর্ণ রূপ হল-
A. International Strategic Project
B. Instructor for standard Proforma
C. Internet Service Provider
D. Internet Service Place
সঠিক উত্তর:- C. Internet Service Provider।
19নংপ্রশ্ন. ভারতে কি ইনটারনেট সার্ভিস প্রোভাইডার আছে? যদি থেকে থাকে, তাদের নামগুলি কী কী?
A. BSNL, VSNL
B. Satyam, Airtel
C. Reliance, Tata Indicom
D.
সবগুলিই সঠিক
সঠিক উত্তর:- D. সবগুলিই সঠিক।
20নংপ্রশ্ন. যে-সমস্ত সংস্থা মাসিক ফি-এর ভিত্তিতে ব্যবহারকারীদের ইনটারনেট সংযোগ প্রদান করে, তাদের সংক্ষেপে ইংরেজিতে কী বলা হয়?
A. ISP
B. WEB
C. WWW
D. Google
সঠিক উত্তর:- ISP।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন