সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

Computer A to Z mcq Question Answer

1নংপ্রশ্ন. টাইটেল বারের ডানদিকে ক-টি কন্ট্রোল বাটন আছে?


A. 2টি


B. 4টি


C. 3টি


D. 5টি


সঠিক উত্তর:- C. 3টি।


2নংপ্রশ্ন. SMPS-এর সম্পূর্ণ রূপ হল Switch Mode Power Supply। এটি কম্পিউটারের কোন অংশে যুক্ত থাকে?


A. হার্ডডিস্কে


B. জিপ ড্রাইভে


C. মাদার বোর্ডে


D. মনিটরে


সঠিক উত্তর:- C. মাদার বোর্ডে।


3নংপ্রশ্ন. এমিউলেটর কী?


A. একটি সফটওয়্যার


B. একটি হার্ডওয়্যার


C. একটি অনুবাদক প্রোগ্রাম


D. সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি সমন্বয়


সঠিক উত্তর:- D. সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি সমন্বয়।


4নংপ্রশ্ন. BASIC, COBOL, PASCAL, FORTRAN ইত্যাদি উচ্চস্তরের ভাষাগুলি কোন প্রজন্মের উদাহরণ?


A. প্রথম


B. দ্বিতীয়


C. তৃতীয়


D. চতুর্থ


সঠিক উত্তর:- C. তৃতীয়।


5নংপ্রশ্ন. কম্পিউটারের ভাষাকে যে-পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, তাদের বলা হয়-


A. ভাষার প্রজন্ম


B. ভাষার শ্রেণিবিভাগ


C. ভাষাবিভাগ


D. ভাষা বিভক্তিকরণ


সঠিক উত্তর:- A. ভাষার প্রজন্ম।


6নংপ্রশ্ন. Assembly Language-কে কোন প্রজন্মের উদাহরণ বলা হয়?


A. প্রথম


B. তৃতীয়


C. দ্বিতীয়


D. চতুর্থ


সঠিক উত্তর:- C. দ্বিতীয়।


7নংপ্রশ্ন. PROLOG অর্থাৎ Programming in Logic Language-কে কোন প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে?


A. দ্বিতীয়


B. তৃতীয়


C. চতুর্থ


D. পঞ্চম


সঠিক উত্তর:- D. পঞ্চম।


8নংপ্রশ্ন. FORTRAN অর্থাৎ Formula Translation নামে এই ভাষাটি IBM কোম্পানি কবে তৈরি করে?


A. 1957 খ্রিস্টাব্দে


B. 1959 খ্রিস্টাব্দে


C. 1962 খ্রিস্টাব্দে


D. 1968 খ্রিস্টাব্দে


সঠিক উত্তর:- A. 1957 খ্রিস্টাব্দে।


9নংপ্রশ্ন. ANSI-এর সম্পূর্ণ রূপ কী?


A. Analog Network Service Institute


B. American National Standard Institute


C. Accumulator Nicolus Statistical Institute


D. Artificial Notepad Service Industry


সঠিক উত্তর:- B. American National Standard Institute।


10নংপ্রশ্ন. ANSI কমিটি কর্তৃক স্বীকৃত 1991 খ্রিস্টাব্দে প্রকাশিত FORTRAN-এর সর্বশেষ সংস্করণ হল-


A. FORTRAN-II


B. FORTRAN-IV


C. FORTRAN-90


D. FORTRAN-77


সঠিক উত্তর:- C. FORTRAN-90।


11নংপ্রশ্ন. কত খ্রিস্টাব্দে ANSI COBOL স্ট্যান্ডার্ড তৈরি হয়?


A. 1960 খ্রিস্টাব্দে


B. 1962 খ্রিস্টাব্দে


C. 1965 খ্রিস্টাব্দে


D. 1968 খ্রিস্টাব্দে


সঠিক উত্তর:- D. 1968 খ্রিস্টাব্দে।


12নংপ্রশ্ন. Windows-এ একটি কম্পিউটারে যা কিছু আছে সবকিছু একটি জায়গা থেকে নেওয়া সহজ হয়, এই জায়গাটিকে বলা হয়-


A. My computer


B. Recycle Bin


C. My Briefcase


D. My Document


সঠিক উত্তর:- A. My computer।


13নংপ্রশ্ন. WWW (World Wide Web)-এ 'Web' কথার অর্থ কী?


A. কম্পিউটারের printout


B. তথ্য জমিয়ে রাখা


C. লক্ষ লক্ষ তথ্যের একটি সংকলন


D. যোগাযোগ ব্যবস্থা


সঠিক উত্তর:- C. লক্ষ লক্ষ তথ্যের একটি সংকলন।


14নংপ্রশ্ন. যে-পেজের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলিকে Web-এ প্রকাশ করা হয়, তাকে কী বলে?


A. Webset


B. Web page


C. Web publish


D. Webout


সঠিক উত্তর:- B. Web page।


15নংপ্রশ্ন. কতকগুলি Web page নিয়ে কী গঠিত হয়?


A. Internet


B. Firefox


C. Explorer


D. Website


সঠিক উত্তর:- D. Website।


16নংপ্রশ্ন. ওয়েব ব্রাউজার কী?


A. ইনটারনেটে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সফটওয়‍্যার, যার সাহায্যে কোনো ওয়েবসাইট খোলা যায়


B. ইনটারনেটে ব্যবহৃত একটি প্রয়োজনীয় হার্ডওয়্যার যার মাধ্যমে ওয়েবসাইট খোলা যায়


C. দুটি কম্পিউটারের একে অপরের সঙ্গে পরস্পর যুক্ত থাকা


D. কম্পিউটার Network-এর বিস্তৃত জায়গা


সঠিক উত্তর:- A. ইনটারনেটে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সফটওয়‍্যার, যার সাহায্যে কোনো ওয়েবসাইট খোলা যায়।


17নংপ্রশ্ন. দুটি জনপ্রিয় ওয়েব ব্রাউজারের উদাহরণ হল-


A. ওয়েবপেজ ও ওয়েবসাইট


B. ইনটারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্স


C. WWW ও ISP


D. হার্ডওয়‍্যার ও সফটওয়্যার


সঠিক উত্তর:- B. ইনটারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্স।


18নংপ্রশ্ন. ISP-এর সম্পূর্ণ রূপ হল-


A. International Strategic Project


B. Instructor for standard Proforma


C. Internet Service Provider


D. Internet Service Place


সঠিক উত্তর:- C. Internet Service Provider।


19নংপ্রশ্ন. ভারতে কি ইনটারনেট সার্ভিস প্রোভাইডার আছে? যদি থেকে থাকে, তাদের নামগুলি কী কী?


A. BSNL, VSNL


B. Satyam, Airtel


C. Reliance, Tata Indicom


D.

 সবগুলিই সঠিক


সঠিক উত্তর:- D. সবগুলিই সঠিক।


20নংপ্রশ্ন. যে-সমস্ত সংস্থা মাসিক ফি-এর ভিত্তিতে ব্যবহারকারীদের ইনটারনেট সংযোগ প্রদান করে, তাদের সংক্ষেপে ইংরেজিতে কী বলা হয়?


A. ISP


B. WEB


C. WWW


D. Google


সঠিক উত্তর:- ISP।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...