1নংপ্রশ্ন. CPU-এর অ্যারিথম্যাটিক এবং লজিক্যাল কার্য সম্পাদন করে-
A. ALU
B. RAM
C. CU
D. ROM
সঠিক উত্তর:- A. ALU।
2নংপ্রশ্ন. পঞ্চম প্রজন্মের কম্পিউটারে থাকবে-
A. লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট
B. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
C. ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট
D. ট্রানজিস্টার
সঠিক উত্তর:- B. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
3নংপ্রশ্ন. DOS-এর সম্পূর্ণ রূপ হল-
A. Directory Operating System
B. Digital Operating System
C. Disk Operating System
D. Direct Opening System
সঠিক উত্তর:- C. Disk Operating System।
4নংপ্রশ্ন. একটি মিনি কম্পিউটারের উদাহরণ হল-
A. অ্যাবাকাস
B. আই বি এম-390
C. পিসি
D. ভ্যাক্স
সঠিক উত্তর:- D. ভ্যাক্স।
5নংপ্রশ্ন. অ্যানালগ কম্পিউটারের উদাহরণ হল-
A. ইসিজি সিস্টেম
B. ভ্যাক্স
C. পার্সোনাল কম্পিউটার
D. আই বি এম এস/390
সঠিক উত্তর:- A. ইসিজি সিস্টেম।
6নংপ্রশ্ন. মনিটরের পর্দার ক্ষুদ্রতম একক কী?
A. inch
B. kg
C. pixel
D. bit
সঠিক উত্তর:- C. pixel।
7নংপ্রশ্ন. DBMS-এর সম্পূর্ণ রূপ হল-
A. Device Base Management System
B. Data Base Management System
C. Disk Bite Managing System
D. Data Bite Manipulation System
সঠিক উত্তর:- B. Data Base Management System।
8নংপ্রশ্ন. Yahoo একটি-
A. গেম
B. ডেটাবেস
C. স্টোরেজ ডিভাইস
D. সার্চ ইঞ্জিন
সঠিক উত্তর:- D. সার্চ ইঞ্জিন।
9নংপ্রশ্ন. 1 নিক্ল = ------ বিট।
A. 4
B. 8
C. 16
D. 32
সঠিক উত্তর:- A. 4।
10নংপ্রশ্ন. ইংরেজি ভাষায় 'কম্পিউট' (Compute) শব্দটির অর্থ কী?
A. তথ্যবিন্যাস
B. গণনা
C. দ্রুতি
D. তথ্যধারণ
সঠিক উত্তর:- B. গণনা।
11নংপ্রশ্ন. কম্পিউটারে ব্যবহৃত প্রথম প্রজন্মের প্রধান যন্ত্রাংশ হল-
A. লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট
B. ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট
C. ভ্যাকুয়াম টিউব
D. ট্রানজিস্টার
সঠিক উত্তর:- C. ভ্যাকুয়াম টিউব।
12নংপ্রশ্ন. Pentium-III-কে কোন প্রজন্মের কম্পিউটার বলা হয়?
A. প্রথম প্রজন্মের
B. দ্বিতীয় প্রজন্মের
C. তৃতীয় প্রজন্মের
D. চতুর্থ প্রজন্মের
সঠিক উত্তর:- D. চতুর্থ প্রজন্মের।
13নংপ্রশ্ন. DTP-এর সম্পূর্ণ রূপ কী?
A. Desktop Publishing
B. Drawing Term Publishing
C. Design Term Publishing
D. Data Term Processing
সঠিক উত্তর:- A. Desktop Publishing।
14নংপ্রশ্ন. 1939-42 খ্রিস্টাব্দের মধ্যে ড. জন অ্যাটানসফ এবং ক্লিফোর্ড বেরি ক-টি ভ্যাকুয়াম টিউব ও একগুচ্ছ ধারকের সাহায্যে একটি বৈদ্যুতিক যন্ত্র তৈরি করেছিলেন যা ABC নামে পরিচিত?
A. 30টি
B. 45টি
C. 50টি
D. 55টি
সঠিক উত্তর:- B. 45টি।
15নংপ্রশ্ন. ABC-এর সম্পূর্ণ রূপ হল-
A. Abaccus Berri Computer
B. Abaccus Babbage Computer
C. Atanasoff Berry Computer
D. Atanasoff Babbage Computer
সঠিক উত্তর:- C. Atanasoff Berry Computer।
16নংপ্রশ্ন. সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি একক হল-
A. গিগাবাইট
B. মেগাবাইট
C. বাইট
D. বিট
সঠিক উত্তর:- D. বিট।
17নংপ্রশ্ন. কী বোর্ড (Keyboard) হল একটি-
A. ইনপুট ডিভাইস
B. আউটপুট ডিভাইস
C. সিস্টেম ডিভাইস
D. মেমোরি ডিভাইস
সঠিক উত্তর:- A. ইনপুট ডিভাইস।
18নংপ্রশ্ন. কোন প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহৃত হয়?
A. প্রথম
B. তৃতীয়
C. দ্বিতীয়
D. চতুর্থ
সঠিক উত্তর:- C. দ্বিতীয়।
19নংপ্রশ্ন. কী থেকে কম্পিউটারে প্রথম তথ্য সঞ্চয়ের পরিকল্পনা পাওয়া যায়?
A. সিডি থেকে
B. RAM থেকে
C. পাঞ্চকার্ড থেকে
D. ROM থেকে
সঠিক উত্তর:- C. পাঞ্চকার্ড থেকে।
20নংপ্রশ্ন. একটি প্রাইমারি মেমোরির উদাহরণ হল-
A. ফ্লপিডিস্ক
B. সিডি
C. পেনড্রাইভ
D. RAM
সঠিক উত্তর:- D. RAM।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন