How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
1নংপ্রশ্ন. মাছ, মাংস বা ফলে (Food) নুন মাখিয়ে রাখার পদ্ধতিকে কী বলে? A. Canning B. Sundrying C. Salting D. Pickling সঠিক উত্তর:- C. Salting. 2নংপ্রশ্ন. কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজে ভিনিগার যোগ করার পদ্ধতিকে কী বলে? A. Canning B. Adding sugar C. Salting D. Pickling সঠিক উত্তর:- D. Pickling. 3নংপ্রশ্ন. নিম্নের কোনটি সম্ভাব্য সফল করোনা প্রতিরোধক ভ্যাক্সিন? A. কোভ্যাক্সিন B. ফাইজার C. মডার্না D. সবগুলিই ঠিক সঠিক উত্তর:- D. সবগুলিই ঠিক। 4নংপ্রশ্ন. ভেসোপ্রেসিন হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? A. পিটুইটারি B. শুক্রাশয় C. ডিম্বাশয় D. থাইরয়েড সঠিক উত্তর:- A. পিটুইটারি। 5নংপ্রশ্ন. অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়- A. অ্যাড্রিনালিন B. ইস্ট্রোজেন C. থাইরক্সিন D. ইনসুলিন সঠিক উত্তর:- A. অ্যাড্রিনালিন। 6নংপ্রশ্ন. গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় যে-গ্রন্থি থেকে, তার নাম কী? A. পিটুইটারি B. অগ্ন্যাশয় C. থাইরয়েড D. অ্যাড্রিনাল গ্রন্থি সঠিক উত্তর:- B. অগ্ন্যাশয়। 7নংপ্রশ্ন. 100 ml রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত থাকে? A. 60-80 mg B. 80-120 mg C. 120-160 mg D. 20-40 mg সঠিক উত্তর:- B. 80-120 mg। 8নংপ্রশ...