1নংপ্রশ্ন. মাছ, মাংস বা ফলে (Food) নুন মাখিয়ে রাখার পদ্ধতিকে কী বলে?
A. Canning
B. Sundrying
C. Salting
D. Pickling
সঠিক উত্তর:- C. Salting.
2নংপ্রশ্ন. কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজে ভিনিগার যোগ করার পদ্ধতিকে কী বলে?
A. Canning
B. Adding sugar
C. Salting
D. Pickling
সঠিক উত্তর:- D. Pickling.
3নংপ্রশ্ন. নিম্নের কোনটি সম্ভাব্য সফল করোনা প্রতিরোধক ভ্যাক্সিন?
A. কোভ্যাক্সিন
B. ফাইজার
C. মডার্না
D. সবগুলিই ঠিক
সঠিক উত্তর:- D. সবগুলিই ঠিক।
4নংপ্রশ্ন. ভেসোপ্রেসিন হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
A. পিটুইটারি
B. শুক্রাশয়
C. ডিম্বাশয়
D. থাইরয়েড
সঠিক উত্তর:- A. পিটুইটারি।
5নংপ্রশ্ন. অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়-
A. অ্যাড্রিনালিন
B. ইস্ট্রোজেন
C. থাইরক্সিন
D. ইনসুলিন
সঠিক উত্তর:- A. অ্যাড্রিনালিন।
6নংপ্রশ্ন. গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় যে-গ্রন্থি থেকে, তার নাম কী?
A. পিটুইটারি
B. অগ্ন্যাশয়
C. থাইরয়েড
D. অ্যাড্রিনাল গ্রন্থি
সঠিক উত্তর:- B. অগ্ন্যাশয়।
7নংপ্রশ্ন. 100 ml রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত থাকে?
A. 60-80 mg
B. 80-120 mg
C. 120-160 mg
D. 20-40 mg
সঠিক উত্তর:- B. 80-120 mg।
8নংপ্রশ্ন. পুয়ে বলা হয়-
A. পাথরের তৈরি বাড়িকে
B. রাজপ্রাসাদকে
C. পর্ণকুটারকে
D. মাটির তৈরি বাড়িকে
সঠিক উত্তর:- A. পাথরের তৈরি বাড়িকে।
9নংপ্রশ্ন. আর্কটিক টার্নরা সুমেরু থেকে কুমেরু পৌঁছোয় প্রায়-
A. 200 মাইল পাড়ি দিয়ে
B. 500 মাইল পাড়ি দিয়ে
C. 1000 মাইল পাড়ি দিয়ে
D. 1100 মাইল পাড়ি দিয়ে
সঠিক উত্তর:- D. 1100 মাইল পাড়ি দিয়ে।
10নংপ্রশ্ন. চিন, মঙ্গোলিয়াতে অবস্থিত কোন মরুভূমি?
A. থর
B. সাহারা
C. গোবি
D. আরবের মরুভূমি
সঠিক উত্তর:- C. গোবি।
11নংপ্রশ্ন. সবুজ পাতা ও লাল ফুলের ওপর আলো ফেললে কী রং দেখা যাবে?
A. কালো পাতা ও লাল ফুল
B. কালো পাতা ও কালো ফুল
C. লাল পাতা ও কালো ফুল
D. লাল পাতা ও লাল ফুল
সঠিক উত্তর:- A. কালো পাতা ও লাল ফুল।
12নংপ্রশ্ন. ছাপাখানা কে আবিষ্কার করেন?
A. লিয়োনার্দো দ্য ভিঞ্চি
B. গুটেনবার্গ
C. মার্টিন লুথার
D. ন্যাথানিয়াল
সঠিক উত্তর:- B. গুটেনবার্গ।
13নংপ্রশ্ন. দারুচিনি মশলা পাওয়া যায়-
A. ফুলের কুঁড়ি থেকে
B. বীজ থেকে
C. ফল থেকে
D. বাকল থেকে
সঠিক উত্তর:- D. বাকল থেকে।
14নংপ্রশ্ন. ধানখেতে কোন ধরনের গ্যাস পাওয়া যায়?
A. ইথেন
B. মিথেন
C. নাইট্রোজেন
D. হাইড্রোজেন
সঠিক উত্তর:- B. মিথেন।
15নংপ্রশ্ন. কাগজ তৈরিতে প্রধান কাঁচামাল হল-
A. পাট
B. বাঁশ
C. তুলো
D. ঘাস
সঠিক উত্তর:- B. বাঁশ।
16নংপ্রশ্ন. একটি পতঙ্গভুক গাছের নাম-
A. কলশপত্রী
B. বাসক
C. নয়নতারা
D. জাম গাছ
সঠিক উত্তর:- A. কলশপত্রী।
17নংপ্রশ্ন. তামাকের মধ্যে কোনটি থাকে?
A. কোকেন
B. নিকোটিন
C. ট্যানিন
D. ডাটুরিন
সঠিক উত্তর:- B. নিকোটিন।
18নংপ্রশ্ন. হীরক রাসায়নিকভাবে হল-
A. একটি ধাতব কার্বনেটের মিশ্রণ
B. বিশুদ্ধ কার্বন
C. বালির একটি বিশুদ্ধ উদাহরণ
D. ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম ফসফেটের মিশ্রণ
সঠিক উত্তর:- B. বিশুদ্ধ কার্বন।
19নংপ্রশ্ন. বাতাসে নাইট্রোজেনের উপস্থিতি-
A. শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়
B. অক্সিজেনের ঘনত্বকে কমিয়ে দেয়, না হলে বিশুদ্ধ অক্সিজেন হল খুবই সক্রিয় পদার্থ
C. রক্তে অক্সিজেনকে দ্রবীভূত করতে সাহায্য করে
D. বাতাসের ঘনত্বকে কমিয়ে দেয়
সঠিক উত্তর:- B. অক্সিজেনের ঘনত্বকে কমিয়ে দেয়, না হলে বিশুদ্ধ অক্সিজেন হল খুবই সক্রিয় পদার্থ।
20নংপ্রশ্ন. দুটি দ্র
বণকে আইসোটোনিক বলা হয়, যখন-
A. দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান
B. দুটি দ্রবণের মাত্রা ও গাঢ়ত্ব সমান
C. দুটি দ্রবণের মধ্যে একই দ্রাব দ্রবীভূত থাকে
D. দুটি দ্রবণের বাষ্পচাপ সমান
সঠিক উত্তর:- A. দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন