সিংহের দেশ
১। সিংহের দেশ প্রবন্ধটি কার লেখা?
উত্তর প্রখ্যাত সাহিত্যিক বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়ের লেখা।
২। এটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ?
উত্তর চাঁদের পাহাড় উপন্যাস থেকে।
৩। নাট্যাংশটি সূচনা হয়েছে কত মাস পরের ঘটনা দিয়ে?
উত্তর চার মাস পরের।
৪। কাহিনিটির ঘটনা কোন মাসের শেষ থেকে আরম্ভ হচ্ছে?
উত্তর মার্চ মাসের।
৫। শঙ্কর যেখানে কাজ করত সেই জায়গাটা মোম্বাসা থেকে কত মাইল পশ্চিমে অবস্থিত?
উত্তর সাড়ে তিন মাইল।
৬। আফ্রিকায় শঙ্কর কোথায় থাকত?
উত্তর তাঁবুতে।
৭। পাঠ্যাংশে কোন্ গাছকে আফ্রিকার বিখ্যাত গাছ বলা হয়েছে?
উত্তর বাউবাব গাছকে।
৮। শঙ্করের পদপবি কী ছিল?
উত্তর রায়।
৯। প্রথমবার সিংহের আক্রমণে কে মারা গিয়েছিল?
উত্তর একজন কুলি।
১০। কুলিটি কখন মারা গিয়েছিল?
উত্তর সন্ধ্যার আগে।
১১। শঙ্কর কোন স্বরের কাগজটি পড়েছিল?
উত্তর কেনিয়া মরনিং নিউজ।
১২। শঙ্করের পড়া সংবাদপত্রটি কদিনের পুরোনো ছিল?
উত্তর পাঁচ দিনের।
১৩। তিরুমল আপ্পার বাড়ি কোথায় ছিল?
উত্তর মাদ্রাজে।
১৪। তিরুমল কাকে বেশী ভালোবাসত?
উত্তর ছোটবোনকে।
১৫। কোন মাসের শেষে তিরুমলের বাড়ি ফিরে আসার কথা ছিল?
উত্তর সেপ্টেম্বর মাসের শেষে।
১৬। কতদিনের ছুটি নিয়ে তিরুমলের বাড়ি ফেরার কথা ছিল।
উত্তর মাস দুইএক।
১৭। তিরুমলের সোজ শেষ করে সবাই কখন তাবুতে ফিরে আসে?
উত্তর রাত তিনটে।
১৮। দ্বিতীয় কুলি মারা যায় তিরুমলের মৃত্যুর কদিন পরে?
উত্তর দু-দিন পর।
১৯। সিংহ তাড়াতে সাসই কুলিরা কী বলে চিৎকার করছিল?
উত্তর সিম্বা সিম্বা বলে।
২০। ম্যানলিকার কী?
উত্তর বন্দুক।
২১। মোম্বাসা থেকে রেলপথ কোন হ্রদের ধারে পর্যন্ত গিয়েছিল?
উত্তর কিসুমু-ভিক্টোরিয়া—নায়ানজা হ্রদ পর্যন্ত।
২২। শঙ্কর কীসের দায়িত্ব নিয়ে ইউগান্ডায় গিয়েছিল?
উত্তর কনস্ট্রাকশান ক্যাশের কেরানি এর সরকারী স্টোর কিনার হয়ে।
২৩। কাকে সিংহের দেশ বলা হয় ?
উত্তর ইউগান্ডাকে।
২৪। সিংহের পায়ের দাগ কোথায় দেখা যায়?
উত্তর ঘাসের বনের বাইরে বালির উপরে।
২৫। প্রথমবারে সিংহটি দিনের কোন সময়ে আক্রমণ করেছিল?
উত্তর দুপুরবেলা।
২৬। কুলির রক্তাক্ত দেহ কোথা থেকে উদ্ধার হয়?
উত্তর অনেক দূরে পাথরের আড়াল থেকে।
২৭। তিরুমল আপ্পা বাড়ি থেকে পালিয়ে এসেছে কেন?
উত্তর অ্যাডভেঞ্চারের নেশায়।
২৮। আফ্রিকার কোন বিখ্যাত মরুভূমির কথা পাঠ্যাংশে রয়েছে?
উত্তর কালাহারি মরুভূমির কথা।
২৯। শঙ্কর কীসের আলোয় সংবাদপত্র পড়েছিল?
উত্তর অগ্নিকুন্ডের আলোয়।
৩০। শঙ্করের পায়ে কে শুয়ে ছিল?
উত্তর তিরুমল আপ্পা।
৩১। সিংহ কীসের উপর উঠে শঙ্করকে আক্রমণ করতে উদ্ভুত হয়েছিল?
উত্তর তাবুর চালার উপর উঠে।
৩২। সিংহ খুঁজতে কুলির দল কোন কোন জিনিস হাতে নিয়ে বেড়িয়ে ছিল?
উত্তর লাঠি, সড়কি, গাঁতি, সুগুর ইত্যাদি নিয়ে।
৩৩। ইউগান্ডা রেলওয়ে স্টেশনের নাম কী?
উত্তর নুডস বার্গ।
৩৪। শঙ্কর চাকুরি করতে কোথায় গিয়েছিল?
উত্তর ইউগান্ডায়।
৩৫। শঙ্কর নিজের স্বপ্নের স্বার্থকতাকে কোথায় খুঁজে পান?
উত্তর ইউগান্ডার নির্জন মাঠে।
৩৬। প্রাগঐতিহাসিকর যুগে নগর বলা হয়েছে কাকে?
উত্তর জিম্বারিকে।
৩৭। আফ্রিকার কোন অংশে পাখি খুব একটা দেখা যায় না?
উত্তর দিনমানে অংশে।
৩৮। আফ্রিকার রাত্রিপচড় পাখির ডাকের সুর কেমন হয়?
উত্তর
৩৯। শঙ্করদের ঘরের কোনে কী ছিল?
উত্তর বিলিতি আমড়ার গাছ।
৪০। কে শঙ্করকে রায় বলে ডাকতেন?
উত্তর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার।
৪১। চাঁদের পাহাড় উপন্যাসটি কোন অঞ্চলকে কেন্দ্র করে লেখা ?
উত্তর আফ্রিকার গভীর পার্বত্য অরণ্য অঞ্চলকে কেন্দ্র করে লেখা।
৪২। কাজ শেষ হয়ে গেলেই শঙ্কর কী করত?
উত্তর বেড়াতে বেরিয়ে পড়ত।
৪৩। ঘাসের জমিতে পথ হারিয়ে লোকে কীভাবে মারা যায়?
উত্তর জলের অভাবে মারা যায়।
৪৪। শঙ্কর কুলিদের গল্প শুনতে শুনতে কোন কাগজ পড়ছিল?
উত্তর কেনিয়া মরনিং নিউজ।
৪৫। কে যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন?
উত্তর একজন বড় স্বার্থান্যাসি পর্যটক।
৪৬। সিংহ কখন গর্জন করে?
উত্তর লোক মারলে।
৪৭। শিয়ালের ডাক শুনলে শঙ্করের কী মনে হয়?
উত্তর মনে হয়, সে বাংলাদেশের পাড়াগাঁয়ে আছে।
৪৮। কীসের শব্দ এক মুহূর্তে মনটা উদাস করে দেয়?
উত্তর রাত্রিচড় পাখির অপার্থিব মিষ্টি সুপর।
৪৯। রোদের মাঠের মধ্যে কী সৃষ্টি করেছে?
উত্তর তাপ তরঙ্গ সৃষ্টি করেছে।
৫০। কারা জমকে ভয় করে না?
উত্তর কুলিরা।
৫১। কী কারতপণে ইউগান্ডা মোটেই নিরাপদ নয়?
উত্তর সিংহের দৌরাত্মের কারণে।
৫২। ইউগান্ডার কী দেখে শঙ্করেরস্ত ভারী অদ্ভুত মনে হচ্ছিল ?
উত্তর স্তব্ধ রাত্রির সৌন্দর্য্য দেখে।
৫৩। সিংহ আস্তাবলে এসে কী করেছিল?
উত্তর
৫৪। শঙ্করের সঙ্গে কার খুব বন্ধুত্ব হয়েছিল ?
উত্তর তিরুমল আপ্পার।
৫৫। আফ্রিকাকে দেখতে কোন দেশের মাঠের মত?
উত্তর বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মত।
৫৬। আফ্রিকার কোথায় লোকে জলের অভাবে মারা যায়?
উত্তর ইউগান্ডার।
৫৭। কে বলেছিল মানুষ যেকু সিংহবেশী থাকে না?
উত্তর ইঞ্জিনিয়ার সাহেব।
৫৮। ছোট জলাটা তাবু থেকে কত দূরে ?
উত্তর মাইল খানেক দূরে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন