How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
গণতন্ত্রের ফলাফল ১। কোন্ দুটি শব্দ থেকে 'Democracy' শব্দটির উৎপত্তি হয়েছে? উত্তর দুটি গ্রিক শব্দ ‘Demos' এবং 'Kratos' থেকে। ২। 'Demos' কথার অর্থ কী? উত্তর জনগণ। ৩। 'Kratos' শব্দের অর্থ কী? উত্তর শাসন। ৪। কোন্ দেশে গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ ঘটে? উত্তর গ্রিসে। ৫। ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়? উত্তর ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র বলতে জনগণের শাসনকে বোঝায়। ৬। গণতন্ত্র হল – ' জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন' কথাটি কে বলেন? উত্তর প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ‘আব্রাহাম লিঙ্কন'। ৭। গণতন্ত্র হল মুর্খদের জন্য, মূর্খদের শাসন' কথাটি কে বলেন? উত্তর কার্লাইল। ৮। কোন ধরণের শাসন ব্যবস্থার আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। ৯। গণতন্ত্রের সাফল্যের একটি শর্ত উল্লেখ করো? উত্তর শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি। ১০। একনায়ক তন্ত্রের ইংরেজী প্রতিশব্দ কী? উত্তর ‘Dictatorship'। ১১। একনায়কতন্ত্র কাকে বলে? উত্তর যে শাসন ব্যবস্থায...