ছোটো গল্প
.png)
সুভা
১। সুভা গল্পের গল্পাকার কে?
উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর।
২। সুভা গল্পের বোবা মেয়েটির নাম কী?
উত্তর সুভাষিণী।
৩। কে পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন?
উত্তর মাতা।
৪। সুভাষিণীর পিতার নাম কী ছিল?
উত্তর বাণীকণ্ঠ।
৫। কে আপনি তাহার উপর ছায়া ফেলে?
উত্তর মন।
৬। মন কার উপর ছায়া ফেলে?
উত্তর কালো চোখের উপর।
৭। সুভাষিণীর গ্রামের নাম কী ছিল ?
উত্তর চন্ডীপুর।
৮। 'বহুদূর পর্যন্ত তার প্রসার নহে'- এখানে কথা বলা হয়েছে ?
উত্তর নদীর।
৯। কে আপন কূল রক্ষা করিয়া কাজ করে যায়?
উত্তর নিরলসা তন্বী নদীটি।
১০। নদীর উপরেই কার ঘর?
উত্তর বাণীকন্ঠের।
১১। কে নদীর তীরে এসে বসে?
উত্তর সুভাষিণী।
১২। কে তার ভাষায় অভাব পুরণ করে দেয়?
উত্তর প্রকৃতি।
১৩। কখন মাঝিরা খেতে যেত?
উত্তর মধ্যাহ্নে।
১৪। তখন কী বন্ধ থাকত?
উত্তর খেয়া নৌকা।
১৫। সুভার বন্ধুদের অন্যতম গাভী দুটির নাম কী?
উত্তর সর্বশী ও পাঙ্গুলি।
১৬। কিন্তু তাহার নদশব্দ তাহার চিনিত'—কারা চিনত?
উত্তর গাভী দুটি।
১৭। গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সুভা কার গ্রীবা বেষ্টন করল?
উত্তর সর্বশীর।
১৮। বালিকা সুভা নিয়মিত দিনে কতবারপ গোয়াল ঘরে যেত?
উত্তর তিনবার।
১৯। 'মূক বন্ধু দুটির কাছে আসিত'—মুক বন্ধু দুটি কে কে?
উত্তর সর্বশী এবং পাঙ্গুলি।
২০। দুটি গাভী ছাড়া সুভফার অন্য দুই বন্ধু কারা ছিল?
উত্তর ছাগল এবং বিড়াল শাবক।
২১। কারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত?
উত্তর ছাগল এবং বিড়াল শাবক।
২২। কে সুখনিদ্রার আয়োজন করত?
উত্তর বিডাল শিশু।
২৩। গোসাইদের ছোট ছেলেটির নাম কী?
উত্তর প্রতাপ।
২৪। বালিকার মূল্য কীসে বাড়ল ?
উত্তর অশ্রুজলে।
২৫। পরীক্ষক অনেকক্ষন নিরীক্ষা করে কী বললেন?
উত্তর ‘মন্দ নহে’।
২৬। সুভা ও প্রতাপের মধ্যে কী ছিল না?
উত্তর লমভাষা।
২৭। কে নিতান্ত অকর্মন্য?
উত্তর প্রতাপ।
২৮। বাপ-মা কীসের আশা ত্যাগ করেছে?
উত্তর সংসারের উন্নতি করার।
২৯। ‘তাহারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়’–তাহারা কারা?
উত্তর অকর্মণ্য লোকেরা।
৩০। লেখক কতজন অকর্মন্য সরকারী লোক থাকা প্রয়োজন বলে মনে করে?
উত্তর ২-৪ জন।
৩১। কখন তাদের হাতের কাছে পাওয়া যায় না?
উত্তর কাজকর্মের আমোদ অবসরে।
৩২। কখন ইহাকে প্রায়ই এই কাজে নিযুক্ত দেখা যেত?
উত্তর অপরাহ্নে নদীর তীরে।
৩৩। কী পেলে প্রতাপ ভাল থাকে?
উত্তর বদাসর পেলে।
৩৪। প্রতাপের মাছ ধরার সময় সুভা কোথায় বসে থাকত?
উত্তর তেঁতুল তলায়।
৩৫। সুভা কী সাজিয়ে আনত ?
উত্তর পান।
৩৬। ‘সে একজন কম প্রয়োজনীয় লোক নহে'- সে কে?
উত্তর সুভাষিণী।
৩৭। প্রতাপ তার মাছ ধরা রাখিয়া কী নিয়ে জলে ডুব মারত?
উত্তর মাণিক নিয়ে।
৩৮। “এমন জনবর শোনা যায়”— কীসের জনরব শোনা যায়?
উত্তর একঘরে কনের।
৩৯। দুই বেলাই মাছ ভাত খায়'-কে দুই বেলাই মাছ ভাত খায়?
উত্তর বাণীকণ্ঠ।
৪০। কিছুদিনের মতো কে বিদেশে যায়?
উত্তর বাণীকণ্ঠ।
৪১। অবশেষে ফিরিয়া আসিয়া কোথায় যাওয়ার কথা বলা হয়?
উত্তর কলকাতায়।
৪২। বানীকণ্ঠা নিদ্রা হইতে উঠিয়া কোথায় তামাক খাইতেছিল?
উত্তর স্বয়ং গৃহে।
৪৩। সুভাকে শান্তনা দিতে গিয়ে কার শুষ্ক কপালে অশ্রু পড়েগিয়েছিল?
উত্তর বাণীকন্ঠের।
৪৪। কলকাতায় যাওয়ার দিনে সুভা বাল্য সঙ্গীদের কাছে বিদায় নিতে কোথায় গেল?
উত্তর গোয়ালঘরে ।
৪৫। অশ্রুজল কী মানল না?
উত্তর ভর্ৎসণা।
৪৬। বর স্বয়ং কনে দেখিতে আসিলেন কার সঙ্গে?
উত্তর বন্ধুদের সঙ্গে।
৪৭। সুভার অসীম অব্যক্ত কুন্দল কে শুনতে পায় ?
উত্তর অন্তর্যামী।
৪৮। সুভার বর কোথায় কাজ করে?
উত্তর পশ্চিমে।
৪৯। সপ্তাহ খনিকের মধ্যে কে বুঝল যে নববধূ বোবা ?
উত্তর সকলেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন