হাট
উত্তর দুঃখবাদী কবি যতীন্দ্রপনাথ সেনগুপ্তের লেখা।
২। কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর মরীচিকা।
৩। হাট কোথায় বসে?
উত্তর দশ-বারো খানি গ্রামের মাঝখানে।
৪। হাট কবিতাটি কী ধরনের কবিতা?
উত্তর একটি রূপকধর্মী কবিতা।
৫। সন্ধ্যায় কোথায় প্রদীপ জ্বলে না?
উত্তর হাটে।
৬। প্রভাতে কোথায় ঝাঁট পড়ে না?
উত্তর হাটে।
৭। আঁধারেতে কী পড়ে থাকে ?
উত্তর হাট পড়ে থাকে।
৮। নদীর বাতাস কী ছাড়ে?
উত্তর প্রশ্বাস।
৯। হাট কখন কোলাহলে মুখর থাকে?
উত্তর দিনের বেলায়।
১০। কানাকড়ি নিয়ে কী হয়?
উত্তর টানাটানি হয়।
১১। প্রভাতের ফল কেমন?
উত্তর শিশির-বিমল।
১২। ওপারের লোক এপারে কী নামায় ?
উত্তর পসরা নামায়।
১৩। প্রভাতের ফল কখন বিকায়?
উত্তর বিকেলবেলায়।
১৪। উদার আকাশে মুক্ত বাতাসে কী চলে?
উত্তর চিরকাল একই খেলা চলে।
১৫। কেউ কাঁদে আর কেউ কী করে?
উত্তর কেউ কাঁদে আর কেউ ঘাটে-কাড়ি বেঁধে ফিরে যায়।
১৬। কখন ঘাঁটে কাড়ি বাঁধা হয়?
উত্তর ঘরে ফিরবারপ বেলা।
১৭। পসরা শব্দের অর্থ কী ?
উত্তর পণ্যদ্রব্যের পাত্র।
১৮। কানাকড়ি নিয়ে টানাটানি হয় কাদের মধ্যে?
উত্তর ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে।
১৯। গ্রামের মধ্যে হাট কখন বসে?
উত্তর সপ্তাহের ১ বা ২ দিন।
২০। সবাই কখন ঘরে ফিরে যায়?
উত্তর বেচাকেনা শেষ হলে।
২১। কীসের পাখায় আলোয় লুকায়?
উত্তর বকের পাখায়।
২২। কোন দিকের মাঠ ছাড়িয়ে আলোক লুকায়?
উত্তর পূর্বদিকের মাঠ।
২৩। দূরে দূরে গ্রামে কী জ্বলে ওঠে?
উত্তর দ্বীপ।
২৪। 'নিশা' শব্দের অর্থ কী?
উত্তর রাত্রি।
২৫। নদীর বাতাস কোথায় প্রশ্বাস ছাড়ে?
উত্তর পাকুর শাখে।
২৬। বিদ্রোপ বাঁশী কে বাজায় ?
উত্তর বাতাস।
২৭। বিদ্রোপ বাঁশী কোথায় বাজে?
উত্তর জীর্ণ বাঁশের ফাঁকে।
২৮। নির্জন হাটে কার ডাকে রাত্রি নামে?
উত্তর একক কাকের ডাকে।
২৯। কানাকড়ি কথার অর্থ কী?
উত্তর অতিসামান্য পরিমাণ পয়সা।
৩০ । শিশির-বিমল কাদের বলা হয়েছে?
উত্তর প্রভাতের ফলকে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন