অর্থ ও ঋণ
উত্তর যে সম্পত্তি বিনিময়ের মাধ্যম হিসাবে স্বীকৃত এবং যেটি আইন দ্বারা সর্বজন গ্রাহ্য তাকেই অর্থ বলা হয়।
২। অর্থের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ?
উত্তর (অ) অর্থ সর্বজন গ্রাহ্য। এবং (আ) অর্থ বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
৩। অর্থের দুটি কাজ উল্লেখ করো?
উত্তর (অ) বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা, এবং (আ) মূল্য পরিমাণের একক হিসেবে কাজ করা।
৪। ভারতের এক টাকার নোট ও কয়েন কে প্রচলন করেন?
উত্তর ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
৫। ভারতে এক টাকা ব্যতীত অন্যান্য টাকা কে প্রচলন করেন?
উত্তর রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
৬। চেক কী?
উত্তর চেক হল কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক কর্তৃক প্রেরিত একটি বিশেষ কাগজী আদেশনামা যার ফলে গ্রাহকের আমানতের ভিত্তিতে আদেশ নামায় উল্লেখিত ব্যক্তিকে অর্থপ্রদানেরস্ত্র নির্দেশ থাকে।
৭। ভারতে ঋণের প্রাতিষ্ঠানিক দুটি উৎসের উদাহরণ দাও?
উত্তর ব্যাংক এবং সমবায় সমিতি।
৮। ভারতের গ্রামীণ জনগণের ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলির নাম করো?
উত্তর গ্রামীণ মহাজন এবং গ্রামীণ ব্যবসায়ী।
৯। ভারতে প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলি নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
উত্তর রিজার্ভ ব্যাংক।
১০। কোন অস্ত্রের সাহায্যে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণদানের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে?
উত্তর নগদ জমার অনুপাত নিয়ন্ত্রণ করে।
১১। বাংলাদেশের ক্ষুদ্র ঋণের প্রধান সংস্থা কোনটি?
উত্তর গ্রামীণ ব্যাঙ্ক।
১২। ব্যাংকের চলতি আমানত কী?
উত্তর যে আমানদের টাকা চাহিবা মাত্র তোলা যায়, তাকেই ব্যাংকের চলাত আমানদ বলা হয়।
১৩। আমানদ অর্থ কাকে বলে ?
উত্তর যে আমানদের উপর চেক কেটে লেনদেন করা যায় তাকেই আমানত অর্থ বলা হয়।
১৪। স্বনির্ভর গোষ্ঠী বা ‘SHG’ এর প্রধান উদ্দেশ্য কী?
উত্তর একত্রে আর্থিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণের একটি মঞ্চ গড়ে তোলা।
১৫। SHG এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর Self help group।
১৬। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর অধ্যাপক মোহম্মদ ইউনস।
১৭। ভারতেরপ ব্যাংকীং ব্যবস্থার শীর্ষে কে অবস্থান করে?
উত্তর ভারতের রিজার্ভ ব্যাংক।
১৮। ভারপতের প্রাচীনতম বিনিময়ের মাধ্যম হল ?
উত্তর কড়ি।
১৯। চিটফান্ড আইন করে পাশ হয়?
উত্তর 1982 খ্রীঃ।
২০। ভারতের একটি ননব্যাংকীয় প্রতিষ্ঠানের নাম করো?
উত্তর জীবনবিমা নিগম।
২১। অর্থের কাজ প্রধাণত কয় প্রকার?
উত্তর চার প্রকার।
২২। 'Money' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর লাতিন শব্দ ‘মনেটা' থেকে।
২৩। IMF এর পুরো নাম কী?
উত্তর International Monetary Fund।
২৪। ক্রেডিট শব্দের অর্থ কী?
উত্তর ঋণ দেওয়া।
২৫। স্বসহায়ক গোষ্ঠী কী?
উত্তর কোনো বেসরকারী সংস্থা গ্রামের কিছু মানুষকে নিয়ে যে দল তৈরী করে তাকেই স্বসহায়ক গোষ্ঠী বলা হয়।
২৬। ‘NABARD এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর National Bank for Agriculture and Rurel Development।
২৭। IRDA এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর Insurence Regulatory and Development।
২৮। ATM এর পুরো নাম কী?
উত্তর Automated Teller Machine।
২৯। দ্রব্য বিনিময় ব্যবস্থা কী ?
উত্তর যে ব্যবস্থায় দ্রব্যের বিনিময়ে দ্রব্য পাওয়া যায়, তাকেই দ্রব্যবিনিময় ব্যবস্থা বলা হয়।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন