How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব ১। কবে ইউরোপে জাতীয়তাবাদের প্রথম বহিঃপ্রকাশ ঘটে? উত্তর 1789 খ্রিস্টাব্দে। ২। শিল্পী ফ্রেডারিক সরো কোন দেশের লোক ছিলেন? উত্তর ফ্রান্সের। ৩। ফ্রান্সের কোন্ শিল্পী নতুন বিশ্বের কল্পনা করে 48 টি ছবি এঁকেছিলেন? উত্তর ফ্রেডারিক সরো। ৪। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? উত্তর 1789 খ্রিস্টাব্দে। ৫। 1789 খ্রি.-এর পূর্বে ফ্রান্সে কেমন সংরকার ছিল? উত্তর স্বৈরাচারী রাজতন্ত্র সরকার। ৬। ফ্রান্স কবে প্রজাতন্ত্র রূপে ঘোষিত হয়? উত্তর 1792 খ্রিস্টাব্দে। ৭। 1804 খ্রি. কে ফ্রান্সে নতুন আইনবিধি চালু করেন? উত্তর নেপোলিয়ন বোনাপার্ট। ৮। নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রবর্তিত আইনবিধিকে কী বলা হয়? উত্তর কোড নেপোলিয়ন। ৯। দিয়েনা সম্মেলন কে কবে আহ্বান করেন? উত্তর মেটারনিক, 1815 খ্রিস্টাব্দে। ১০। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? উত্তর নেপোলিয়নীয় যুদ্ধের সময় ফ্রান্সের সমাজব্যবস্থায় যে পরিবর্তন এসেছিল সেগুলিকে বাতিল করে পুরাতনতন্ত্র প্রতিষ্ঠা করা। ১১। উদারনৈতিক জাতীয়তাবাদীদের মূল দাবী কী ছিল ? উত্তর সংবাদপত্রের স্বাধীনত...