How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
শিল্পায়নের যুগ
১। গিল্ড কী?
উত্তর কারিগর, বণিক এবং উৎপাদকদের দ্বারা গঠিত একটি সংঘ হল গিল্ড।
২। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কোন্ শিল্প নতুন যুগের প্রতীক রূপে দেখা দেয়?
উত্তর তুলাজাত শিল্প।
৩। কে সুতিবস্ত্র তৈরির মিল তৈরি করেছিলেন?
উত্তর রিচার্ড আর্ক রাইট।
৪। বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
উত্তর জেমস্ ওয়াট।
৫। ইংল্যান্ডে কবে থেকে প্রথম কারখানা চালু হয় ?
উত্তর 1730 খ্রিস্টাব্দে।
৬। কবে ভারতের প্রথন চটকল কলকাতায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1917 খ্রিস্টাব্দে।
৭। মুম্বাইতে প্রথম করে সুতাকল প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1891 খ্রিস্টাব্দে।
৮। প্রাক্ ঔপনিবেশিক আমলের বিখ্যাত বন্দরটির নাম কী?
উত্তর সুরাট।
৯। ইংল্যান্ডে কত খ্রি-এ রেলপথের সম্প্রসারণ ঘটে?
উত্তর 1840 খ্রিস্টাব্দে।
১০। কেন নারী শ্রমিকরা স্পিনিং জেনি আক্রমণ করেছিলেন?
উত্তর কাজ হারানোর ভয়ে।
১১। জব্বার কে ছিলেন?
উত্তর ভারতীয় শিল্পপতিদের দ্বারা নিয়োজিত একজন বিশ্বস্ত কর্মচারী।
১২। কোষ্টী কাদের পবলা হত?
উত্তর তাঁতিদের একটি গোষ্ঠী, যাপরা কোম্পানির নীতির বিরোধিতা করেছিল।
১৩। 'প্রাচ্য' বলতে কী বোঝায়?
উত্তর ভূমধ্যসাগরের পূর্বদিকে অবস্থিত দেশসমূহকে একযোগে প্রাচ্য বলা হয়।
১৪। স্টেপলার কে?
উত্তর স্টেপলার হল এমন এক ব্যক্তি যে গুণমান বা তন্তুর ধরন অনুসারে পশমকে নানা শ্রেণিতে বিভক্ত করেন।
১৫। কোন্ শহরকে ‘Finishing Centre' বলা হয়?
উত্তর লন্ডন শহরকে।
১৬। কোন্ সময়কে অর্থনৈতিক মন্দার যুগ বলা হয় ?
উত্তর 1830 খ্রিস্টাব্দে।
১৭। ভারত থেকে ইংল্যান্ডে রপ্তানি হত এমন দুটি দ্রব্যের নাম কর।
উত্তর তুলা এবং পাট।
১৮। মসুলিপট্টনম্ কোন্ উপকূলে অবস্থিত?
উত্তর করমণ্ডল উপকূলে।
১৯। কে বাংলায় তিনটি যৌথ মূলধনী কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর দ্বারকানাথ ঠাকুর।
২০। ভারতে কে, কোথায় প্রথম ‘পাটকল' স্থাপন করেছিলেন?
উত্তর শেঠ হুকুমচাঁদ দেশমুখ, কলকাতায়।
২১। কুশটিস কারা?
উত্তর তাঁত শিল্পী সম্প্রদায়ের লোক।
২২। কখন সুরাট ও হুগলি বন্দরের পত্তন ঘটে?
উত্তর 1740-এর দশকে।
২৩। কখন সুরাট ও হুগলি বন্দরের বিকল্প হিসেবে মুম্বাই ও কলকাতা বন্দর প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1780-এর দশকে।
২৪। কবে আমেরিকার গৃহযুদ্ধের সূচনা ঘটে?
উত্তর 1861 খ্রিস্টাব্দে।
২৫। ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়?
উত্তর গুজরাটের আমেদাবাদকে।
২৬। মুম্বাইতে কত খ্রি.-এ সুতাকল প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1854 খ্রিস্টাব্দে।
২৭। 'ফ্লায়িং শাটল' বা 'উড়ন্ত মাকু' কী?
উত্তর উড়ন্ত মাকু হল এক ধরনের যন্ত্র যা কাপড় বোনার কাজে তাতের সঙ্গে যুক্ত করা হত।
২৮। উপনিবেশিক শাসনে কোন দুটি প্রদেশে সর্বাপেক্ষা বেশি শিল্প গড়ে উঠেছিল?
উত্তর বাংলা এবং মুম্বাইতে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন