সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইতিহাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

ইতিহাস জিকে প্রশ্ন উত্তর, প্রাচীন ভারতের ইতিহাস জিকে

  ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব ১। কবে ইউরোপে জাতীয়তাবাদের প্রথম বহিঃপ্রকাশ ঘটে? উত্তর 1789 খ্রিস্টাব্দে।  ২। শিল্পী ফ্রেডারিক সরো কোন দেশের লোক ছিলেন? উত্তর ফ্রান্সের।  ৩। ফ্রান্সের কোন্ শিল্পী নতুন বিশ্বের কল্পনা করে 48 টি ছবি এঁকেছিলেন? উত্তর ফ্রেডারিক সরো।  ৪। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? উত্তর 1789 খ্রিস্টাব্দে।  ৫। 1789 খ্রি.-এর পূর্বে ফ্রান্সে কেমন সংরকার ছিল? উত্তর স্বৈরাচারী রাজতন্ত্র সরকার।  ৬। ফ্রান্স কবে প্রজাতন্ত্র রূপে ঘোষিত হয়? উত্তর 1792 খ্রিস্টাব্দে।  ৭। 1804 খ্রি. কে ফ্রান্সে নতুন আইনবিধি চালু করেন? উত্তর নেপোলিয়ন বোনাপার্ট।  ৮। নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রবর্তিত আইনবিধিকে কী বলা হয়? উত্তর কোড নেপোলিয়ন।  ৯। দিয়েনা সম্মেলন কে কবে আহ্বান করেন? উত্তর মেটারনিক, 1815 খ্রিস্টাব্দে।  ১০। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? উত্তর নেপোলিয়নীয় যুদ্ধের সময় ফ্রান্সের সমাজব্যবস্থায় যে পরিবর্তন এসেছিল সেগুলিকে বাতিল করে পুরাতনতন্ত্র প্রতিষ্ঠা করা।  ১১। উদারনৈতিক জাতীয়তাবাদীদের মূল দাবী কী ছিল ? উত্তর সংবাদপত্রের স্বাধীনত...

History বাংলা gk প্রশ্ন উত্তর শিল্পায়নের যুগ

  শিল্পায়নের যুগ ১। গিল্ড কী? উত্তর  কারিগর, বণিক এবং উৎপাদকদের দ্বারা গঠিত একটি সংঘ হল গিল্ড।  ২। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কোন্ শিল্প নতুন যুগের প্রতীক রূপে দেখা দেয়? উত্তর  তুলাজাত শিল্প।  ৩। কে সুতিবস্ত্র তৈরির মিল তৈরি করেছিলেন? উত্তর  রিচার্ড আর্ক রাইট।   ৪। বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন ? উত্তর  জেমস্ ওয়াট।  ৫। ইংল্যান্ডে কবে থেকে প্রথম কারখানা চালু হয় ? উত্তর  1730 খ্রিস্টাব্দে।  ৬। কবে ভারতের প্রথন চটকল কলকাতায় প্রতিষ্ঠিত হয়? উত্তর  1917 খ্রিস্টাব্দে।   ৭। মুম্বাইতে প্রথম করে সুতাকল প্রতিষ্ঠিত হয়? উত্তর  1891 খ্রিস্টাব্দে।  ৮। প্রাক্ ঔপনিবেশিক আমলের বিখ্যাত বন্দরটির নাম কী? উত্তর  সুরাট।   ৯। ইংল্যান্ডে কত খ্রি-এ রেলপথের সম্প্রসারণ ঘটে? উত্তর  1840 খ্রিস্টাব্দে।  ১০। কেন নারী শ্রমিকরা স্পিনিং জেনি আক্রমণ করেছিলেন? উত্তর  কাজ হারানোর ভয়ে।  ১১। জব্বার কে ছিলেন? উত্তর  ভারতীয় শিল্পপতিদের দ্বারা নিয়োজিত একজন বিশ্বস্ত কর্মচারী।  ১২। কোষ্টী কাদের পবলা...

বাংলা gk প্রশ্ন উত্তর History GK

  রাজনৈতিক দল ১। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কী? উত্তর  নির্বাচনের মাধ্যমে সরকারি ক্ষমতা দখল করা।  ২। রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন'—কথাটি কে বলেন? উত্তর  অ্যালান বল।  ৩। 'রাজনৈতিক দল হল একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক লোকের সমষ্টি'—কথাটি কে বলেন? উত্তর  বেঞ্জামিন কনস্ট্যান্ট।  ৪। 'Stasiology কাকে বলে? উত্তর  রাজনৈতিক দল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, তাকে Stasiology বলে।  ৫। Stasiology শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে? উত্তর  গ্রিক শব্দ 'Stasis থেকে।  ৬। Stasis শব্দের অর্থ কী ? উত্তর  বিরোধীতার মনোভাব।  ৭। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর  রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট কর্মসূচি থাকে।  ৮। রাজনৈতিক দলের একটি সুবিধা উল্লেখ করো। উত্তর  রাজনৈতিক দলের প্রভাবে জনগণের রাজনৈতিক জ্ঞানের প্রসার ঘটে থাকে।  ৯। রাজনৈতিক দলের একটি অসুবিধা উল্লেখ করো। উত্তর  দলীয় স্বার্থকে বেশি প্রধান্য দেয় বলে জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়।  ১০। 'রাজনৈতিক দল হল সংগঠিত মতামত’–...

আসামে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

 Discuss in short about the Quit India Movement in Assam.  আসামে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রেক্ষাপট ১৯৩৯ সালের ৩রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে কোন আলোচনা না করেই ব্রিটিশ সরকার ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় রাজনীতি সক্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যে ১৯৪১ খ্রীষ্টাব্দে জাপান অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করে এবং দ্রুত ভারতের দিকে অগ্রসর হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সাহায্য লাভের আশায় ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস একগুচ্ছ প্রস্তাব নিয়ে ভারতে আসেন। কিন্তু ক্রিপশ মিশন ব্যর্থ হলে সারা ভারত চরম হতাশা ও ক্ষোভে ফেটে পরে। এই অবস্থায় গান্ধিজী দাবী জানান যে জাপানি আক্রমন থেকে ভারতকে রক্ষা করার জন্য ব্রিটেনকে অবিলম্বে ভারত ত্যাগ করতে হবে এবং ভারতকে পূর্ন স্বাধীনতা দিতে হবে। সুতরাং ব্রিটিশ সরকারকে পূর্ণ স্বাধীনতার দাবী মানতে বাধ্য করার জন্য ৮ই আগস্ট ১৯৪২ সালে গান্ধিজীর নেতৃত্বে কংগ্রেস ভারতছাড়ো আন্দোলনের ডাক দেয়। গান্ধিজী জাতির উদ্দেশ্যে বলেন, “পূর্ন স্বাধীনতা অপেক্ষা কম ...

কিভাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা আসামে অসন্তোষের সৃষ্টি করেছিল?

 How did the Cabinet Mission plan create discontent in Assam? কিভাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা আসামে অসন্তোষের সৃষ্টি করেছিল? ভূমিকা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ভারতের রাজনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারন করে। একদিকে আজাদ হিন্দ বাহিনির সেনানায়কদের বিচারের প্রতিবাদে দল-মত নির্বিশেষে ভারতীয়দের বিক্ষোভ এবং ১৯৪৬ সালে মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর ধর্মঘট, ডাক ও তার বিভাগের ধর্মঘট, রেল ধর্মঘট, শ্রমিক অসন্তোষ প্রভৃতির ফলে ইংল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রি ক্লিমেন্ট এটলি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যগ্র হয়ে ওঠেন। সুতরাং ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে ১৯৪৬ সালের মার্চ মাসে ব্রিটিশ পার্লামেন্টের অনুমতি নিয়ে তিন সদস্যের এক প্রতিনিধি দলকে এটলি ভারতবর্ষে প্রেন করেন এবং এটি ক্যাবিনেট মিশন নামে পরিচিত। পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং আলবার্ট ভিক্টর আলেক জান্ডার এই মিশনের সদস্য ছিলেন। ১৯৪৬ সালের ২৪ মার্চ ক্যাবিনেট মিশন দিল্লীতে অবতরন করলে চারদিকে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়। ক্যাবিনেট মিশনের প্রস্তাব ভারতে পৌঁছ...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...