How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব
উত্তর 1789 খ্রিস্টাব্দে।
২। শিল্পী ফ্রেডারিক সরো কোন দেশের লোক ছিলেন?
উত্তর ফ্রান্সের।
৩। ফ্রান্সের কোন্ শিল্পী নতুন বিশ্বের কল্পনা করে 48 টি ছবি এঁকেছিলেন?
উত্তর ফ্রেডারিক সরো।
৪। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়?
উত্তর 1789 খ্রিস্টাব্দে।
৫। 1789 খ্রি.-এর পূর্বে ফ্রান্সে কেমন সংরকার ছিল?
উত্তর স্বৈরাচারী রাজতন্ত্র সরকার।
৬। ফ্রান্স কবে প্রজাতন্ত্র রূপে ঘোষিত হয়?
উত্তর 1792 খ্রিস্টাব্দে।
৭। 1804 খ্রি. কে ফ্রান্সে নতুন আইনবিধি চালু করেন?
উত্তর নেপোলিয়ন বোনাপার্ট।
৮। নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রবর্তিত আইনবিধিকে কী বলা হয়?
উত্তর কোড নেপোলিয়ন।
৯। দিয়েনা সম্মেলন কে কবে আহ্বান করেন?
উত্তর মেটারনিক, 1815 খ্রিস্টাব্দে।
১০। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর নেপোলিয়নীয় যুদ্ধের সময় ফ্রান্সের সমাজব্যবস্থায় যে পরিবর্তন এসেছিল সেগুলিকে বাতিল করে পুরাতনতন্ত্র প্রতিষ্ঠা করা।
১১। উদারনৈতিক জাতীয়তাবাদীদের মূল দাবী কী ছিল ?
উত্তর সংবাদপত্রের স্বাধীনতা।
১২। কোন্ দেশে ইয়ং ইতালি ও কার্বোনারি দল প্রতিষ্ঠিত হয়?
উত্তর ইতালিতে।
১৩। কবে গ্রীসের স্বাধীনতা সংগ্রাম হয়?
উত্তর 1821 খ্রিস্টাব্দে।
১৪। কাকে ‘ইতালির বিসমার্ক' বলা হয়?
উত্তর গ্যারিবল্ডিকে।
১৫। ‘ইউটোফিয়া সমাজ' বলতে কী বোঝায় ?
উত্তর একটি কাল্পনিক সমাজ, যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না।
১৬। কাকে দুই পৃথিবীর নায়ক বলা হয়?
উত্তর গ্যারিবল্ডিকে।
১৭। ইতালির ঐক্য আন্দোলনের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তর জোশেফ মাৎসিনি।
১৮। ঊনিশ শতকের মধ্যভাগে ইতালি কয়টি রাজ্যে বিভক্ত ছিল?
উত্তর ৮টি।
১৯। ইতালির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর কাউন্ট কাভার।
২০। ইংল্যান্ডে কখন শিল্পবিপ্লব শুরু হয়েছিল?
উত্তর অষ্টাদশ শতকের মধ্যভাগে।
২১। ইতালিতে কোন্ দেশপ্রেমী 'লালকোর্তা বাহিনী' গড়ে তুলেছিলেন?
উত্তর জোশেফ গ্যারিবল্ডি।
২২। কোন দেশকে 'ইউরোপীয় সভ্যতার দোলনা' বলা হয়?
উত্তর গ্রীস দেশকে।
২৩। জ্যাকোবিন ক্লাব কী?
উত্তর ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সে গড়ে ওঠা এক ধরনের রাজনৈতিক সংঘ।
২৪। 'কোড নেপোলিয়ন' কী?
উত্তর ফরাসি সম্রাট নেপোলিয়নের সময়কালে 1804 খ্রিস্টাব্দে প্রবর্তিত নতুন আইনবিধিকে কোড নেপোলিয়ন বলে।
২৫। জোলভারিন কী ?
উত্তর জার্মানির একটি শুল্ক সংঘ যারও কাজ ছিল বিভিন্ন শুল্ক স্তরের অবসান ঘটানো।
২৬। ভিয়েনা কংগ্রেসে কোন্ কোন্ দেশ যোগ দিয়েছিল?
উত্তর ব্রিটেন, রাশিয়া, প্রাশিয়া এবং অস্ট্রিয়া।
২৭। ভি.এন.আ কংগ্রেসে কে নেতৃত্ব দিয়েছিল?
উত্তর অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক।
২৮। কবে কোন যুদ্ধে নেপোলিয়নের পতন ঘটে?
উত্তর 1815 খ্রি.-এ সংগঠিত ওয়ারলো যুদ্ধে।
২৯। ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী ছিল?
উত্তর সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
৩০। Liberal- ism শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর ল্যাটিন শব্দ 'Liver থেকে যার অর্থ হল মুক্তি।
৩১। জোসেফ ম্যাৎসিনি প্রবর্তিত দুটি গুপ্তসংঘের নাম কর।
উত্তর 'ইয়ং ইতালি' এবং 'ইয়ং ইউরোপ'।
৩২। ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট করে গঠিত হয়?
উত্তর 1848 খ্রিস্টাব্দে।
৩৩। কোন্ চুক্তির মাধ্যমে গ্রীসের স্বাধীনতা স্বীকৃত হয়?
উত্তর কনস্টান্টিনোপলের চুক্তির মাধ্যমে।
৩৪। জাতীয়তাবাদ কী?
উত্তর নিজের দেশের প্রতি ত্যাগ, ভালোবাসা এবং স্বদেশপ্রেমকেই জাতীয়তাবাদ বলা হয়,।
৩৫। সার্ফ কাদের বলা হয়?
উত্তর যারা অভিজাতদের সম্পত্তিতে বাধ্যতামূলকভাবে কাজ করত তাদেরকেই সার্ফ বলা হত।
৩৬। সপ্ত বর্ষব্যাপী যুদ্ধের সূচনা করে ঘটে ?
উত্তর 1756 খ্রিস্টাব্দে।
৩৭। বিসমার্ক কে ছিলেন?
উত্তর প্রাশিয়ার চ্যান্সেলপর বা প্রধানমন্ত্রী।
৩৮ | Act of Union কী ?
উত্তর 1707 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যে আইনে গ্রেটব্রিটেন তৈরি হয়েছিল তাকেই Act of Union বলে।
৩৯। ফ্রান্সে করে জুলাই বিপ্লব সংগঠিত হয়?
উত্তর 1830 খ্রিস্টাব্দে।
৪০। কোন্ সম্রাটের শাসনকালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়?
উত্তর ষোঁড়শ লুই-এর শাসনকালে।
৪১। ফরাসি বিপ্লবের সন্তান' কাকে বলা হয়?
উত্তর নেপোলিয়নকে।
৪২। কে জার্মানির ঐক্য সম্পূর্ণ করেন?
উত্তর বিসমার্ক।
৪৩। গ্যারিবল্ডি কে ছিলেন?
উত্তর গ্যারিবল্ডিকে।
৪৪। ইতালির জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণ পুরুষ কে ছিলেন?
উত্তর জোশেফ ম্যাৎসিনি।
৪৫। জার্মানির ঐক্য আন্দোলনের নায়ক কে ছিলেন?
উত্তর বিসমার্ক।
৪৬। ফেব্রুয়ারি বিপ্লব করে সংগঠিত হয় ?
উত্তর 1848 খ্রিস্টাব্দে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন