How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা
১। ভারতের শাসন ব্যবস্থা কী প্রকৃতি?
উত্তর যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির।
২। ভারতে কয় ধরনের সরকার রয়েছে এবং কী কী?
উত্তর দুই ধরণের। যথা—কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার।
৩। ভারতে কয়টি রাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?
উত্তর 28 টি রাজ্য এবং ৪ টি কেন্দ্রশাসিত অঞ্চল।
৪। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটি?
উত্তর ভারতের সংবিধান।
৫। ভারতে কখন ভাষার ভিত্তিতে রাজ্য পুণর্গঠন করা হয় ?
উত্তর 1956 সালে।
৬। ভারতে ভাষার ভিত্তিতে গঠিত সর্বপ্রথম রাজ্য কোনটি?
উত্তর অন্ধ্রপ্রদেশ।
৭। ভারতে কোন ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর হিন্দি ভাষাকে।
৮। ভারতের সংবিধানের অষ্টম তপশিলে কয়টি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর 22টি ভাষাকে।
৯। ভারতে কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে?
উত্তর ৭৭টি।
১০। ভারতের যুগ্ম তালিকায় কয়টি বিষয় রয়েছে?
উত্তর 52 টি বিষয়।
১১। ভারতের রাজ্য তালিকায় কয়টি বিষয় অন্তর্ভূক্ত রয়েছে?
উত্তর 61টি।
১২। শিক্ষা বিষয়টি বর্তমানে কোন তালিকার অন্তর্ভুক্ত?
উত্তর যুগ্ম।
১৩। দ্বিনাগরিকতা প্রচলিত রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম কর?
উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র।
১৪। ভারতে কীরূপ নাগরিকতা লক্ষ করা যায়?
উত্তর এক নাগরিকত্ব।
১৫। যুক্তরাষ্ট্র গঠনের কয়টি পদ্ধতি ও কী কী?
উত্তর দুটি। যথা—একত্রিকরণ এবং বিভক্তিকরণ।
১৬। ভারতের সংবিধানে চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কে?
উত্তর সুপ্রিমকোর্ট।
১৭। ভারতে কোন দিনটি জাতীয় ঐক্য দিবস হিসাবে পালিত হয়?
উত্তর 31 অক্টোবর।
১৮। ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর 1949 সালের 26 নভেম্বর।
১৯। ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উত্তর 1950 সালের 26 নভেম্বর।
২০। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নাম কর।
উত্তর ভারত।
২১। অতি সম্প্রতি ভারতের কোন রাজ্য থেকে ৩৭০ নং দ্বারা বিলোপ্ত করা হয়েছে?
উত্তর জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে।
২২। ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন?
উত্তর ডা. রজেন্দ্র প্রসাদ।
২৩। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর ড. বি. আর. আম্বেদকর।
২৪। ভারতের সংবিধানের ১নং অনুচ্ছেদে ভারতকে কী বলে অভিহিত করা হয়েছে?
উত্তর রাজ্যসমূহের ইউনিয়ন বলে।
২৫। কে ভারতকে আধা যুক্তরাষ্ট্র বা যুক্ত রাষ্ট্রপতি বলে অভিহিত করেন?
উত্তর অধ্যাপক কে. সি. হোয়ার।
২৬। রাজ্য তালিকার অন্তর্গত দুটি বিষয় উল্লেখ কর।
উত্তর রাজ্যের আইনশৃঙ্খলা এবং ভূমির আদর্শ।
২৭। দ্বিনাগরিকত্ব প্রচলিত আছে এমন একটি রাষ্ট্রের নাম কর?
উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র।
২৮। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম করো।
উত্তর দ্রৌপদী মুর্মু
২৯। ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কর।
উত্তর রমেশ বৈশ্য।
৩০। একত্রিকরপণ পদ্ধতিতে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে এমন একটি দেশের নাম লিখ?
উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র।
৩১। বিভক্তিকরণ পদ্ধতিতে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে এমন একটি দেশের নাম লিখ।
উত্তর ভারতবর্ষ।
৩২। শিক্ষার অধিকার আইন করে প্রণিত হয় ।
উত্তর 2010 সালে।
৩৩। কত সালে সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' কথাটি যুক্ত হয়?
উত্তর 1976 সালে।
৩৪। কত তম সংবিধান সংশোধনীতে 'ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়?
উত্তর 12 তম ।
৩৫। Federeal Government' গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর অধ্যাপক কে. .সি. হোয়ার।
৩৬। যুক্তরাষ্ট্র গঠনের ভিত্তি কী?
উত্তর সংবিধান।
৩৭। ত্রিস্তর পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর গ্রাম পঞ্চায়েত।
৩৮। ত্রিস্তর পঞ্চায়েতের সর্বোচ্চ স্তর কোনটি?
উত্তর জেলা পরিষদ।
৩৯। ত্রিস্তর পঞ্চায়েতের মধ্যবর্তী স্তর কোনটি?
উত্তর পঞ্চায়েত সমিতি।
৪০। ভারতের শাসনতান্ত্রিক প্রধান কে?
উত্তর রাষ্ট্রপতি।
৪১। ভারতে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয় ?
উত্তর ৩ টি তালিকার মাধ্যমে।
৪২। কেন্দ্রীয় তালিকার অন্তর্গত দুটি বিষয় উল্লেখ করো।
উত্তর প্রতিরক্ষা এবং মুদ্রা ব্যবস্থা।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন