History Answer Questions -1 Mark
1. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
অ্যালান অক্টোভিয়ান হিউম ।
2. কোন্ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য ইংরেজ সরকার প্রথম গোলটেবিল বৈঠক ডাকেন ?
নেহরু রিপোর্ট ।
3. বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন ?
ব্যামফিল্ড ফুলার ।
4. কোন্ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর বিভাজন ঘটে ?
সুরাট অধিবেশনে ( 1907 ) ।
5. ‘ গদর ' শব্দের অর্থ কী ?
বিপ্লব বা বিদ্রোহ ।
6. নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ নামে দুটি পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
অ্যানি বেসান্ত ।
7. ওয়ার্ধা আশ্রম কে প্রতিষ্ঠা করেন ?
বিনোবা ভাবে ।
৪. সুরাট কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
রাসবিহারী ঘোষ ।
9. কংগ্রেসের কোন্ অধিবেশনে অসহযোগের সিদ্ধান্ত গৃহীত হয় ?
কলিকাতার বিশেষ অধিবেশনে ।
10. ভারতের কোন্ নেতা সর্বপ্রথম পূর্ণ স্বাধীনতার দাবি করেন ?
অরবিন্দ ঘোষ ।
11. কংগ্রেসের কোন্ অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয় ?
লাহোর অধিবেশনে ( 1929 ) ।
12. খোদা ই - খিদমদদ্গার দলের নেতা কে ছিলেন ?
খান আবদুল গফ্ফর খান ।
13. গান্ধিজির কোন্ আন্দোলন সবচেয়ে বেশিদিন স্থায়ী হয়েছিল ?
অসহযোগ আন্দোলন ( প্রায় দু - বছর ) ।
14. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ।
15. গান্ধি - আরউইন চুক্তি আর কী নামে পরিচিত ?
দিল্লি চুক্তি ।
16. দক্ষিণ আফ্রিকায় গান্ধিজি প্রতিষ্ঠিত আশ্রমের নাম কী ছিল ?
টলস্টয় ফার্ম ।
17. জালালাবাদের মুক্তিযুদ্ধের নায়ক কে ছিলেন ?
সূর্য সেন ।
18. অলিন্দযুদ্ধের সঙ্গে কোন্ বিপ্লবীদের নাম জড়িত ?
বিনয় , বাদল ও দীনেশ ।
19. ফরোয়ার্ড ব্লক কে গঠন করেন ?
সুভাষচন্দ্র বসু ।
20. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন ?
জওহরলাল নেহরু ।
21. আজাদ হিন্দ সরকার কে গঠন করেন ?
সুভাষচন্দ্র বসু ।
22. ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন ?
পেথিক লরেন্স ।
23. ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
লর্ড মাউন্টব্যাটেন ।
24. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির আত্মসমর্পণকারী সৈন্যদের বিচার কোথায় শুরু হয় ?
দিল্লির লালকেল্লায় ।
25. ভারতের স্বাধীনতা লাভের পর ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভেঙে দেওয়ার প্রস্তাব কে দেন ?
মহাত্মা গান্ধি ।
26. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?
মৌলানা আবুল কালাম আজাদ ।
27. গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
ড . রাজেন্দ্রপ্রসাদ ।
28. গান্ধিজি গ্রেফতার হলে কে ' ভারত ছাড়ো ' আন্দোলনের নেতৃত্ব দেন ?
India and World Geography
→ আব্বাস তায়েবজি এবং সরোজিনী নাইডু ।
→ বিশ্বের সর্বাধিক গবাদিপশু ভারতে পাওয়া যায় ( 14 % ) ।
→ বিশ্বের সর্বাধিক মহিষ ভারতে পাওয়া যায় ( 57 % ) ।
→ বিশ্বের সর্বাধিক দুগ্ধ উৎপাদক দেশ ভারত ( 91 মিলিয়ন টন ) ।
→ ভারতের সর্বাধিক ধান উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ ।
→ ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য : পাঞ্জাব ।
→ ভারতের সর্বাধিক জোয়ার উৎপাদক রাজ্য : মহারাষ্ট্র ।
→ ভারতের সর্বাধিক বাজরা উৎপাদক রাজ্য : রাজস্থান ।
→ ভারতের সর্বাধিক রাগি উৎপাদক রাজ্য : কর্ণাটক ।
→ পৃথিবীর সর্বাধিক ডাল উৎপাদক দেশ : ভারত ।
→ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ইক্ষু উৎপাদক দেশ : ভারত । ( ব্রাজিলের পর )
→ পৃথিবীর সর্বাধিক তৈলবীজ উৎপাদক দেশ : ভারত ।
→ ভারতের সর্বাধিক বাদাম উৎপাদক রাজ্য : অন্ধ্রপ্রদেশ ।
→ পৃথিবীর প্রধান চা উৎপাদক দেশ : ভারত ।
→ ভারতের প্রথম তিনটি চা উৎপাদক রাজ্য : অসম , পশ্চিমবঙ্গ , তামিলনাড়ু ।
→ পৃথিবীর সর্বাধিক ফল ও সবজি উৎপাদক দেশ ভারত ।
→ পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ তুলা উৎপাদক দেশ ভারত ।
→ ভারতের প্রধান পাঁচটি লৌহ আকরিক উত্তোলক / উৎপাদক রাজ্য : কর্ণাটক , ওডিশা , ছত্তিশগড় , গোয়া , ঝাড়খণ্ড ।
→ ভারতের প্রধান তিনটি ম্যাঙ্গানিজ উত্তোলক রাজ্য : ওডিশা , মধ্যপ্রদেশ , কর্ণাটক ।
→ ভারতের প্রধান চারটি বক্সাইট উত্তোলক রাজ্য : ওডিশা , গুজরাট , ঝাড়খণ্ড , মহারাষ্ট্র ।
→ ভারতের প্রধান তিনটি কয়লা উত্তোলক রাজ্য : ঝাড়খণ্ড , ওডিশা , ছত্তিশগড় ।
→ ভারতের প্রধান তিনটি চুনাপাথর উৎপাদক রাজ্য : অন্ধ্রপ্রদেশ , মধ্যপ্রদেশ , রাজস্থান ।
→ ভারতের প্রধান তিনটি তামা উৎপাদক রাজ্য : মধ্যপ্রদেশ , রাজস্থান , সিকিম ।
→ ভারতের প্রধান তিনটি খনিজ তৈল উত্তোলক রাজ্য : মহারাষ্ট্র ( মুম্বই হাই 63 % ) , গুজরাট ( 18 % ) , অসম ( 16 % ) ।
→ ভারতে প্রথম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছিল 1853 খ্রিস্টাব্দের 13 এপ্রিল মুম্বই থেকে থানে পর্যন্ত ( 34 কিমি ) ।
→ ভারতের সর্বাধিক সড়ক ঘনত্ব রাজ্য : কেরল ।
→ ভারতের সর্বনিম্ন সড়ক ঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু - কাশ্মীর ।
→ ভারতে বিশ্বের প্রধান চারটি পর্যটক - প্রিয় দেশ : ইটালি , নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ( বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতে ভ্রমণ পছন্দ করেন ) ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন