অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি
উত্তর ভারতচন্দ্র রায়গুনাকর।
২। এটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তর ‘অন্নদামঙ্গল'।
৩। অন্নপূর্ণা কোথায় এসে উপস্থিত হয়েছিলেন?
উত্তর গাঙ্গিনীর তীরে।
৪। আলোচ্য কবিতায় উল্লেখিত নদীটির নাম কী?
উত্তর গাঙ্গিনী।
৫। 'উত্তরিলা' শব্দের অর্থ কী ?
উত্তর অবতীর্ন হলেন।
৬। অন্নপূর্ণা নামটি কে দিয়েছিলেন?
উত্তর পিতামহ ব্রহ্মা।
৭। পঞ্চমুখ শব্দের প্রকৃত অর্থ কী?
উত্তর শিব।
৮। গঙ্গার উৎপত্তি কোথা থেকে?
উত্তর শিবের জটা থেকে।
৯। অষ্টাপদ কথার অর্থ কী?
উত্তর সোনা।
১০। দেবী অন্নপূর্ণার প্রকাশ কোথায়?
উত্তর কাশীতে।
১১। কখন দেবী অন্নপূর্ণার পূজা হয় ?
উত্তর চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে।
১২। দেবী অন্নপূর্ণা এতদিন কোথায় ছিলেন?
উত্তর হরিহরের নিবাসে।
১৩। অন্নপূর্ণার পিতা কে?
উত্তর হিমালয়।
১৪। কার তৃতীয় নয়ন থেকে অগ্নি বিচ্ছুরিত হয়?
উত্তর শিবের।
১৫। সেউতি কী?
উত্তর নৌকার জল সেচন করার কাঠের পাত্র বিশেষ।
১৬। বামাস্বর কথার অর্থ কী?
উত্তর নারীকণ্ঠ।
১৭। কুকথা বলতে কী বোঝায়?
উত্তর খারাপ কথাকে।
১৮। খেয়াঘাটের মাঝির নাম কী ছিল?
উত্তর ঈশ্বরী পাটনি।
১৯। “পরিচয় দিলে করিতে নারী পাড়”- বক্তা পরিচয় জানতে চেয়েছেন কেন?
উত্তর একাকিনী কূলবধূকে দেখে বক্তা অবাক হন, তাই লৌকিক ফেরফারের ভয়ে পরিচয় জানতে চান।
২০। “ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী”- দুজন ঈশ্বরী কে কে?
উত্তর প্রথম ঈশ্বরী হলেন ‘পাটনি মাঝি’ এবং দ্বিতীয় ঈশ্বরী হলেন ‘দেবী অন্নপূর্ণা’।
২১। অন্নপূর্ণার ভাইয়ের নাম কী?
উত্তর মৈনাক।
২২। কারা অন্নপূর্ণার পদ লাভের জন্য ধ্যান করেন?
উত্তর বিধি, বিষ্ণুপ, ইন্দ্র এবং চন্দ্র।
২৩। 'এতো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়’- মেয়ে শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে কেন?
উত্তর প্রথম মেয়ে বলতে দেবী অন্নপূর্ণা ।
২৪। দেবী অন্নপূর্ণা হরিহোরের গৃহ ত্যাগ করেছিলেন কেন?
উত্তর হরিহোরের বাড়িতে নিত্য কোন্দল হয় বলে।
২৫। হরিহোরের গৃহ ত্যাগ করে অন্নপূর্ণা কোথায় যাচ্ছিলেন?
উত্তর ভবানন্দ মজুমদারের বাড়িতে।
২৬। দেবী অন্নপূর্ণার কাছে পাটনি কী বর চেয়েছিল ?
উত্তর তার সন্তান যেন দুধে ভাতে থাকে।
২৭। 'জীবন স্বরূপা সে'- কে কার জীবন স্বরূপ?
উত্তর দেবী অন্নপূর্ণা তার স্বামী মহাদেবের জীবন স্বরূপা।
২৮। অন্নদামঙ্গল কাব্যগ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত?
উত্তর ৩টি।
২৯। অন্নপূর্ণার কুলীন স্বামী কোন্ বংশজাত ?
উত্তর বন্দ্যো বংশজাত।
৩০। কে স্বামীর নাম নেয় না?
উত্তর নারীরা।
৩১। দ্বন্দ্ব শব্দের অর্থ কী?
উত্তর ঝগড়া।
৩২। কোথায় কোন্দর হয়?
উত্তর যেখানে কুলীন জাতি।
৩৩। ভব শব্দের অর্থ কী ?
উত্তর পৃথিবী।
৩৪। কোকনদ কোথায় ফুটে?
উত্তর গাঙ্গিনী নদীতে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন