আমাদের পরিবেশ
Environment
1. ইকোলোজি শব্দের প্রবর্তক কে?
উত্তর আর্নেস্ট হেকেল (1869 খ্রি.)।
2. ইকোলোজিক্যাল নিচু কী ?
উত্তর বাস্তুব্যবস্থার কার্যগত একককে ইকোলোজিক্যাল নিচ্ বলে। অর্থাৎ বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীতে একটি জীবের অবস্থান ও ভূমিকাকে নিচ্ বলা হয়।
3. বায়োম কী?
উত্তর কোনো নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত বিশেষ শারীরবৃত্তিয় ও অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য যুক্ত জীবের পরিমাণ বা সংখ্যাকে বায়োম বলে।
4. পৃথিবীতে জীবমণ্ডলের বিস্তার কতটুকু ?
উত্তর সমুদ্রপৃষ্ঠ হতে 9 km গভীর সমুদ্রগর্ভ হতে বায়ুমণ্ডলের 6 km উচ্চতা পর্যন্ত মোট 15 km এলাকায় জীব বসবাস করে।
5. ফ্লোরা কাকে বলে?
উত্তর কোনো নির্দিষ্ট এলাকার সকল উদ্ভিদগোষ্ঠীকে ফ্লোরা বলে।
6. ফণা কাকে বলে?
উত্তর কোনো নির্দিষ্ট এলাকার সকল প্রাণীগোষ্ঠীকে ফণা বলে।
7. জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবদের কী বলে?
উত্তর প্ল্যাঙ্ক টন।
8. বায়োটিক কমিউনিটি কী?
উত্তর একই প্রাকৃতিক পরিবেশে যেসব জীব জন্মায় তাদের নিজস্ব স্বাতন্ত্র্য বজায় থাকে। এইরকম জীবসমষ্টিকে জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি বলে।
9. নেকটন কাদের বলে ?
উত্তর জলে স্বাধীনভাবে বসবাসকারী, সন্তরণশীল প্রাণীদের নেকটন বলে। যেমন- মাছ।
10. বেনথস কাদের বলে?
উত্তর জলের নীচে মাটিতে বসবাসকারী প্রাণীদের বেনথস বলে। যেমন—শামুক, ঝিনুক।
11. বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস কী? উদাহরণ দাও।
উত্তর সূর্য, অর্থাৎ সূর্য থেকে আগত সৌরশক্তি।
12. সালোকসংশ্লেষে সক্ষম 2টি প্রাণী উৎপাদকের নাম করো।
উত্তর ইউগ্লিনা, ক্রাইস্যামিবা।
13. বাস্তুতন্ত্রে খাদক কারা?
উত্তর সকল প্রাণীজগৎ।
14. বাস্তুতন্ত্রে বিয়োজকের উদাহরণ দাও।
উত্তর ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি।
15. প্রথম শ্রেণির খাদকের উদাহরণ দাও।
উত্তর সকল তৃণভোজী প্রাণী, যেমন—গোরু, ছাগল, হরিণ ইত্যাদি।
16. দ্বিতীয় শ্রেণির খাদকের উদাহরণ দাও।
উত্তর বাঘ, সিংহ, সাপ, মাকড়সা ইত্যাদি।
17. তৃতীয় শ্রেণির খাদকের উদাহরণ দাও।
উত্তর বাজপাখি, শকুন ইত্যাদি।
1৪ সর্বোচ্চ শ্রেণির খাদকের 2টি উদাহরণ দাও।
উত্তর ময়ূর, মানুষ ইত্যাদি।
19. ম্যাক্রোউৎপাদক ও মাইক্রোউৎপাদকের উদাহরণ দাও।
উত্তর ম্যাক্রোউৎপাদক (খালি চোখে দৃশ্যমান, বৃহদাকার) : বট, আম, কাঁঠাল ইত্যাদি বৃহৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ। মাইক্রোউৎপাদক (খালি চোখে দেখা যায় না, আণুবীক্ষণিক) : 'বিভিন্ন ধরনের শৈবাল, সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া ইত্যাদি।
20. শক্তিপ্রবাহের 10% নিয়ম কে দিয়েছিলেন?
উত্তর বিজ্ঞানী লিন্ডেম্যান ( 1942 খ্রিস্টাব্দে)।
21. ডেট্রিটাস কী?
উত্তর স্বভোজী ও পরভোজী জীবদের জলের তলদেশে থিতিয়ে পড়া দেহাংশগুলিকে কর্কর (Detritus) বলে।
22. ডেট্রিভোর কাদের বলা হয়?
উত্তর যেসকল ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব বা পরজীবী জীবেরা কর্কর বা ডেট্রিটাসকে খাদ্যরূপে ভক্ষণ করে তাদের কর্করভূক (Detrivores) বলে।
23. সুনামি কবে হয়েছিল ?
উত্তর 2004 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর।
24. ভূমিকম্পের তীব্রতা কীসের সাহায্যে মাপা হয়?
উত্তর রিখটার স্কেল।
25. MIC-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর Methyl Isocyanate.
26. WWF -এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর World Wildlife Fund for Nature.
27. IUCN-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর International Union for Conservation of Nature and Natural Resources.
28. MAB-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর Man and Biosphere (Man and Biosphere Programme).
29. EPA-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর Environmental Protection Act.
30. বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন কবে চালু হয় ?
উত্তর 1981 (সংশোধন 1987 খ্রি.)।
31. 'জলদূষণ ও নিয়ন্ত্রণ আইন' কবে চালু হয় ?
উত্তর 1974 (সংশোধন 1978, 1988 খ্রি.)।
32. অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়ার প্রধান ক্ষতিকারক উপাদান কোনটি ?
উত্তর কার্বন মনোঅক্সাইড (CO)-77%।
33. PAN কী অবস্থা সৃষ্টি করে?
উত্তর বায়ুস্থিত হাইড্রোকার্বন NO2-এর বিয়োজনে সৃষ্ট অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়ায় PAN উৎপন্ন করে, যা মারাত্মক ধোঁয়াশার সৃষ্টি করে।
34. PAN-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর Peroxy Acetyl Nitrate.
35. বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো।
উত্তর ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, স্কাবার, সাইক্লোন সেপারেটর।
36. সহনশীল শব্দের তীব্রতা কত ডেসিবেল ?
উত্তর 45-65 db ।
37. কত ডেসিবেলের অধিক শব্দ আমাদের চিরতরে বধির করে দিতে পারে?
উত্তর 130 db-এর ঊর্ধ্বে শব্দ দূষণ।
38. দুটি তেজস্ক্রিয় দূষকের নাম করো।
উত্তর ইউরেনিয়াম-রেডিয়াম সিরিজ,ইউরেনিয়াম-অ্যাকটিনিয়াম সিরিজ।
39. সিসা দূষণে আমাদের কী রোগ হয়?
উত্তর ডিসল্যাক্সিয়া রোগ।
40. ক্যাডমিয়াম দূষণে কী রোগ হয় ?
উত্তর ইটাই ইটাই রোগ।
41. দুটি করে জৈবক্ষয়িষ্ণু ও অ-জৈবক্ষয়িষ্ণু পদার্থের নাম লেখো।
উত্তর জৈব ক্ষয়িষ্ণু—ফলমূল, তরকারির খোসা, তুলো, তন্তু ইত্যাদি। জৈব অক্ষয়িষ্ণু বা অজৈব ক্ষয়িষ্ণু- [-কাচ, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি ।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন