জনন
Biology
1. কোন প্রাণীর অন্তঃনিষেক ঘটে ?
উত্তর উন্নত স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ প্রভৃতি প্রাণীর।
2. অযৌন জনন সম্পাদনকারী প্রাণীর নাম লেখো।
উত্তর প্যারামিসিয়ামের দ্বিবিভাজন, প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন ইত্যাদি।
3. বহিঃনিষেক দেখা যায় কোন্ প্রাণীতে?
উত্তর মাছ, উভচর শ্রেণির প্রাণীতে।
4. কোন প্রাণীতে অপুংজনি দেখা যায় ?
উত্তর মৌমাছি, বোলতা, শ্রমিক পিঁপড়ে প্রভৃতি।
5. কোন্ হরমোনের প্রভাবে প্রাণীর বৃদ্ধি হয় ?
উত্তর GH বা STH হরমোনের প্রভাবে।
6. ইস্ট কোন প্রক্রিয়ার অঙ্গজ জনন করে?
উত্তর কোরকোদ্গম (Budding)।
7. স্পাইরোগাইরা কোন্ প্রক্রিয়ায় অঙ্গজ জনন করে?
উত্তর খন্ডীভবন (Fragmentation)।
৪. বুলবিল গঠন কোন উদ্ভিদে দেখা যায়?
উত্তর চুপড়ি আলু, খাম আলু প্রভৃতি উদ্ভিদে।
9. একটি উভয়লিঙ্গ প্রাণীর উদাহরণ দাও।
উত্তর কেঁচো, জোঁক, ফিতাকৃমি ইত্যাদি (কেঁচো ভ্রান্ত উভয়লিঙ্গ প্রাণী)।
10. অযৌন জননের একককে কী বলে?
উত্তর রেণু (Spore)।
11 যৌন জননের একককে কী বলে?
উত্তর গ্যামেট বা জননকোশ (শুক্রাণু ও ডিম্বাণু)।
12. একলিঙ্গ ও উভয়লিঙ্গ ফুলের উদাহরণ দাও।
উত্তর একলিঙ্গ ফুলকুমড়ো, লাউ। উভয়লিঙ্গ ফুল – সূর্যমুখী, জবা।
13. একলিঙ্গ ও উভয়লিঙ্গের উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর একলিঙ্গ উদ্ভিদ – তাল, পেঁপে। উভয়লিঙ্গ উদ্ভিদ- কুমড়ো, লাউ।
14. কোন উদ্ভিদে মুকুলোদ্গম বা কোরকোদগম দেখা যায়?
উত্তর ইস্ট।
15. কোন প্রাণীতে মুকুলোদ্গম বাকোরকোদ্গম দেখা যায়?
উত্তর হাইড্রা, সাইকন।
16. খবধাবক, বক্রধাবক, ঊর্ধ্বধাবক, হ্রস্বধারক দেখা যায় কোন উদ্ভিদে?
উত্তর বক্রধাবক—স্ট্রবেরী, কচু। খর্বধারক—কচুরিপানা, টোপানানা।
17. পিডোজেনেসিস কী ?
উত্তর লার্ভা অবস্থাতেই যৌন জননের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টির পদ্ধতিকে পিডোজেনেসিস বলে। যেমন- অক্সোলোটাল লার্ভা।
18. নিওটিনি কী ?
উত্তর লার্ভা দশায় যৌনবৈশিষ্ট্য প্রাপ্তির ঘটনাকে নিওটিনি বলে। যেমন- স্যালামান্ডারের বা অ্যাম্বিস্টোমার অক্সোলোটাল লার্ভা।
19. রাইজোম, টিউবার, বাল্ব, করম্ কোন্ উদ্ভিদে অঙ্গজ জনন প্রক্রিয়া বা অঙ্গ রূপে কাজ করে?
উত্তর রাইজোম বা গ্রন্থিকাণ্ড—আঁদা, হলুদ। টিউবার বা স্ফীত কন্দ- আলু। বাল্ব বা কন্দ——পেঁয়াজ, রসুন। করম্ বা গুঁড়িকন্দ —ওল।
20. কোন্ প্রাণীর জীবনচক্রে নিস্ফদশা দেখা যায়?
উত্তর আরশোলা, প্রজাপতি।
21. প্রত্যক্ষ পরিস্ফুরণ, পরোক্ষ পরিস্ফুরণ কোন প্রাণীতে দেখা যায় ?
উত্তর প্রত্যক্ষ পরিস্ফুরণ - সরীসৃপ, পাখি। পরোক্ষ পরিস্ফুরণ-ব্যাং, মশা।
22. সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীর ট্রিপ্লয়েড নিউক্লিয়াসটির নাম করো।
উত্তর সস্য নিউক্লিয়াস (endosperm)।
23. সপুষ্পক উদ্ভিদের পুংজননকোশকে শুক্রাণু বলা হয় না কেন?
উত্তর সপুষ্পক উদ্ভিদের পুংজননকোশ সিলিয়াবিহীন, নিশ্চল হওয়ায় এদের শুক্রাণু বলা হয় না।
24. কোন্ প্রাণীর স্বনিষেক ঘটে?
উত্তর ফিতাকৃমি, গোলকৃমি।
25. মরুলা কী ?
উত্তর ভ্রূণ পরিস্ফুটনে জাইগোট বিভিন্ন তলে বিভাজিত হয়ে যে 8-32 কোশবিশিষ্ট নিরেট গোলাকার গঠন ধারণ করে, তাকে মরুলা বলে।
26. ব্লাস্টুলা কী?
উত্তর ভ্রুণ পরিস্ফুটনে মরুলার মধ্যবর্তী অবস্থা, যেখানে 32-256 কোশবিশিষ্ট ফাঁকা, তরলপূর্ণ গঠন তৈরি হয়, তাকে ব্লাস্টুলা বলে।
27. মানুষের পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট কোথায় উৎপন্ন হয়?
উত্তর পুংগ্যামেট — সেমিনিফেরাস নালিকায়। স্ত্রীগ্যামেট —গ্রাফিয়ান ফলিকলে ।
28. শুক্রাশয়ের বাইরের আবরণীকে কী বলে?
উত্তর টিউনিকা ভ্যাজিনালিস ।
29. শুক্রাণু পুংজননতন্ত্রের কোথায় সাময়িককালের জন্য সঞ্চিত থাকে?
উত্তর এপিডিডাইমিস।
30. শুক্রাশয়ের কোন্ কোশ টেস্টোস্টেরণ ক্ষরণ করে?
উত্তর লেডিগের আন্তরকোশ ।
31. ডিম্বাশয়ের কোন কোশ হতে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ক্ষরিত হয়?
উত্তর ইস্ট্রোজেন-গ্রাফিয়ান ফলিকল থেকে। প্রোজেস্ট্রেরণ-করপাস লিউটিয়াম থেকে।
32. শুক্রাণুর মস্তকের অগ্রভাগে অবস্থিত টুপির ন্যায় আবরণীকে কী বলে?
উত্তর অ্যাক্রোজোম।
33. শুক্রাণুর গ্রীবা অংশে কোন্ অঙ্গাণু পাওয়া যায়?
উত্তর সেন্ট্রিওল।
34. শুক্রাণুর মধ্যনল বা দেহ অংশে অর্থাৎ গ্রীবার পরবর্তী অংশে কোন্ অঙ্গাণু থাকে ?
উত্তর দেহ অংশে 20টি মাইটোকনড্রিয়াল সিদ, মধ্যনল বা অক্ষতত্ত্বতে মাইক্রোটিউবিউল থাকে।
35. গ্রাফিয়ান ফলিকল কী?
উত্তর ডিম্বাশয়ের আদি ডিম্বথলি পরিণত হয়ে অপেক্ষাকৃত বড়ো যে ফলিকল গঠন করে, তাকে গ্রাফিয়ান ফলিকল বলে।
36. কর্পাস লিউটিয়াম কী ?
উত্তর গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু নিক্ষিপ্ত হওয়ার পর লিউটিন দানা সমন্বিত যে অংশ গঠিত হয়, তাকে করপাস লিউটিয়াম বলে।
37. একটি আদি শুক্রকোশ হতে ক-টি শুক্রাণু উৎপন্ন হয় ?
উত্তর স্পার্মাটোগোনিয়াম হতে এটি শুক্রাণু উৎপন্ন হয়।
38. নিষেকে উৎপন্ন ভ্রূণ জরায়ুর কোন স্তরে রোপিত হয়?
উত্তর এন্ডোমেট্রিয়াম বা অন্তঃজরায়ু স্তরে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন