How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
প্রাক্তন শিক্ষকের সর্বস্ব দান।
উত্তর: নিজস্ব সংবাদদাতা ২ ফেব্রুয়ারি : ত্রিপুরার সোনামুড়া গ্রামের বাসিন্দা বরেন্দ্রনাথ ধর। তিনি তাঁর নিজের সম্পত্তি, যাঁর বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা, তা অকাতরে দান করেছেন অনাথ শিশুদের আশ্রম গড়ার জন্য। মৎস্যজীবী পরিবারের সন্তান বরেন্দ্রবাবু পেশায় শিক্ষক। তাঁর পাঁচটি কন্যাসন্তান এবং স্ত্রী বর্তমান। একমাত্র ছেলেকে পথদুর্ঘটনায় হারিয়েছেন বেশ কিছুদিন আগেই। তিনি বরাবরই পরোপকারী এবং বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে ত্রিপুরার একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বলরাম চন্দ্র বরেন্দ্রবাবুকে জানান, তিনি বেলোনিয়াতে একটি আশ্রম গড়তে চান। প্রস্তাবটিকে সাদরে গ্রহণ করে বরেন্দ্রবাবু বলেন—তিনি একাজে তাঁর নিজের বসতবাড়িটিই দিতে রাজি, তবে আশ্রমটি সংখ্যালঘু অনাথদের জন্য নির্মাণ করে দিতে হবে। হলও তাই; একদিনের মধ্যে বরেন্দ্রবাবু বাড়িটির দানপত্র আশ্রম কর্তৃপক্ষের হাতে তুলে দেন। তবে তাঁর ইচ্ছে, নিজের বাকি জীবনটা তিনি এই আশ্রমেই কাটিয়ে যাবেন। ব্যাপারটি প্রকাশ পেতেই এলাকার বাসিন্দারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাঁরা জানান, এখানে এলাকার অনাথ শিশুরা ঠাঁই পাবে, এটাই তাঁদের কাছে পরম আনন্দের বিষয়।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন