নতুনদা
১। নতুনদা প্রন্ধটি কার লেখা এবং কোন উপন্যাসের অন্তর্গত?
উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'শ্রীকান্ত' উপন্যাসের অন্তর্গত।
২। এটি শ্রীকান্ত উপন্যাসের কোন্ পর্ব থেকে গৃহীত?
উত্তর প্রথম পর্ব।
৩। কীসের নামে কে লাফিয়ে উঠেছিল ?
উত্তর থিয়েটারের নামে শ্রীকান্ত লাফিয়ে উঠেছিল।
৪। শ্রীকান্ত কী টেনে ছুটে বের হয়েছিল?
উত্তর একটা র্যাপার টেনে ছুটে বের হয়েছিল।
৫। শ্রীকান্ত কত সময়ের মধ্যে র্যাপার টেনে ছুটে বের হয়েছিল?
উত্তর মিনিটের মধ্যে।
৬। শ্রীকান্ত কীসে চড়ে থিয়েটার দেখতে যাবার কথা ভেবেছিল ?
উত্তর ট্রেনে চড়ে।
৭। শ্রীকান্ত কী কথা শুনে নিরু ?সাহ হয়ে উঠেছিল?
উত্তর ডিঙ্গিতে যেতে হবে। শুনে।
৮। কলকাতা থেকে কে এসেছিল?
উত্তর নতুনদা।
৯। নতুনদা কোথা দিয়ে থিয়েটারে যেতে চান?
উত্তর গঙ্গা দিয়ে।
১০। চাঁদের আলো কাকে দেখে শ্রীকান্ত ভয় পায় ?
উত্তর নতুনদাকে দেখে।
১১। আলোচ্য রচনায় কাকে কলকাতার ভয়ঙ্কর বাবু বলা হয়েছে?
উত্তর নতুনদাকে।
১২। নতুনদা পায়ে কী পড়েছিল?
উত্তর চকচকে পাম্প-সু।
১৩। নতুনদা হাতে কী পড়েছিল?
উত্তর দস্তানা পড়েছিল।
১৪। নতুনদার গলায় কী ছিল?
উত্তর গলাবন্ধ।
১৫। নতুনদা ডিগিটাকে কী বলে মন্তব্য করেছিল?
উত্তর যাচ্ছেতাই বলে।
১৬। শ্রীকান্ত তার নাম বলাতে নতুনদা দাঁত খিচিয়ে কী বলেছিল?
উত্তর আবার শ্রীকান্ত। . শুধু কান্ত'।
১৭। নতুনদা কাকে তামাক সাজাতে বললেন?
উত্তর শ্রীকান্তকে।
১৮। নতুনদা ইন্দ্রের সম্পর্কে কী হন?
উত্তর মাসতুতো ভাই।
১৯। সম্প্রতি নতুনদা কী পাশ করেন?
উত্তর এল.এ।
২০। তেলের গন্ধে কী পালায়?
উত্তর ভূত পালায়।
২১। নতুনদা কী দেখে তেলের গন্ধে ভূত পালায় বলেছিলেন?
উত্তর শ্রীকান্তের গায়ের ব্যাপারটা দেখে।
২২। কত সময়ের মধ্যে ডিঙ্গি ওপারে গিয়ে ভিড়ল?
উত্তর আধ ঘন্টার মধ্যে।
২৩। কী শুনে নতুনদা একবারে অগ্নিশর্মা হয়ে ওঠে?
উত্তর বেদ ঠেলে ডিঙ্গিটাকে যে উজানে নেওয়া যাবে না তা শুনে।
২৪। থিয়েটারে কাকে হারমোনিয়াম বাজাতে হবে?
উত্তর নতুনদাকে।
২৫। নতুনদা থিয়েটার কীসের জন্য যাছেন?
উত্তর হারমোনিয়াম বাজানোর জন্য।
২৬। মাঝে মাঝে কেন নৌকাকে থামাতে হয়েছিল ?
উত্তর নতুনদার তামাক সাজানোর জন্য।
২৭। নতুনদার ক্ষুধার উদ্রেক হল কেন ?
উত্তর গঙ্গা রুচিকর হাওয়ায়।
২৮। নতুনদা ক্ষিপ্ত হয়ে উঠলেন কেন?
উত্তর থিয়েটারে পৌঁছতে রাত ২ টা (দুটো বেজে যাবে শুনে।
২৯। নতুনদা নৌকা থেকে নামলেন কীভাবে?
উত্তর ইন্দ্রের কাঁধে চেপে।
৩০। নতুনদা কোথায় পায়চারি করতে শুরু করেন?
উত্তর গঙ্গার শুভ্র বালুময় সৈকতে।
৩১। কোথায় আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়।
উত্তর দারিদ্র ক্ষুদ্রপল্লীতে।
৩২। কার একাকী থাকতে ইচ্ছে নেই?
উত্তর নতনদা।
৩৩। নতুনদা কোন পাড়ার ছেলে?
উত্তর দর্জি পাড়ার।
৩৪। কে যমকে ভয় করে না?
উত্তর নতুনদা।
৩৫। কে হাততালি দিয়ে গান ধরেছিলেন?
উত্তর নতুনদা।
৩৬। নতুনদা কী গান ধরেছিলেন?
উত্তর ঠুন-ঠুন্ পেয়ালা।
৩৭। নতুনদা কী সুরে সঙ্গীত চর্চা শুরু করেছিলেন?
উত্তর মেয়েলি নাকি সুরে।
৩৮। ইন্দ্ৰ কোন্ দোকানে উপস্থিত হয়েছিল?
উত্তর মুদির দোকানে।
৩৯। এ অঞ্চল কোন সময়ে বাঘের জনস্রোতী শোনা যেত?
উত্তর শীতকালে।
৪০। ডিঙ্গিতে ফিরে গিয়ে ইন্দ্র কী তুলে কাঁধে ফেলল?
উত্তর লগিটা।
৪১। ইন্দ পকেট থেকে কী বের করেছিল?
উত্তর একটা বড়ো ছুঁড়ি।
৪২। ভয়ের সঙ্গে কে চির অপরিচিত ?
উত্তর ইন্দ্র।
৪৩। কোথায় দৌঁড়ানো যায় না?
উত্তর বালুর উপর।
৪৪। কে, কোথায় দাঁড়িয়ে অব্যক্ত স্বরে কেঁদে উঠালেন?
উত্তর নতুনদা, এক গলা জলে দাঁড়িয়ে।
৪৫। ডিভিগ কখন ঘাটে এসে ভিড়ে?
উত্তর রাত্রি দুটোর পর।
৪৬। নৌকা ভ্রমনে নতুনদা শ্রীকান্তকে কী বলে ডাক দিলেন?
উত্তর কান্ত বলে।
৪৭। নতুনদা বি.এ পাস করার পর কোন পেশায় যুক্ত হয়েছিল?
উত্তর ডেপুটির পেশায়।
৪৮। নতুনদাকে কতগুলি কুকুর মিলে ধরে দাঁড়িয়েছিল?
উত্তর ৫-৭ টা কুকুর।
৪৯। কুকুরগুলি নতুনদাকে তাড়া করেছিল কেন?
উত্তর অদৃষ্ট পূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হয়ে।
৫০। শেষ পর্যন্ত নতুনদা কী পরিধান করে বাড়ি ফিরেছিলেন?
উত্তর ইন্দ্রের পোশাক পরিধান করে।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন