দস্যু করলে
১। দস্যু করলে পাঠ্যাংশটি কার লেখা?
উত্তর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
২। এটি মূল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর বিখ্যাত উপন্যাস 'রাজসিংহ' থেকে।
৩। এটি রাজসিংহ উপন্যাসের কোন খণ্ডের অন্তর্গত?
উত্তর তৃতীয় খণ্ডের।
৪। অনন্ত মিশ্র কে ছিলেন?
উত্তর একজন ব্রাক্ষ্মণ।
৫। অনন্ত মিশ্র কার কুলপুরোহিত ছিলেন?
উত্তর চঞ্চল কুমারির পিতৃ কুলপুরোহিত ছিলেন।
৬। পন্ডিত অনতন্ত মিশ্র কোন উপাধিতে ভূষিত ছিলেন?
উত্তর মহামোহপাধ্যায় উপাধিতে।
৭। অনন্ত মিশ্র অন্য কী নামে পরিচিত ছিলেন?
উত্তর মিশ্র ঠাকুর নামে।
৮। আলোচ্য পাঠ্যাংশে কাকে গুরুদেব বলা হয়েছে?
উত্তর অনন্ত মিশ্রকে।
৯। আলোচ্য পাঠাংশে কাকে হাস্য বদন বলা হয়েছে?
উত্তর অনন্ত মিশ্রকে।
১০। রাজকুমারীর দেওয়া থলির ভিতর কী ছিল?
উত্তর আশরফি ছিল।
১১। অনন্ত মিশ্র রাজকুমারীর কাছ থেকে কয়টি আশরফি নিলেন?
উত্তর পাঁচটি।
১২। নির্মল কোন কাজকে মেয়েলি বুদ্ধির কাজ বলেছে?
উত্তর চিঠি লেখার কাজকে।
১৩। বিক্রম সিংহ কোথাকার রাজা ছিলেন?
উত্তর রূপনগরের।
১৪। চঞ্চল কুমারী এবং নির্মল দুজনে মিলে কার জন্য পত্র লিখেছিল?
উত্তর রাজসিংহের জন্য।
১৫। পন্ডিত অনন্ত মিশ্র তার যাত্রাপথে কাকে সঙ্গে নিলেন?
উত্তর তার একমাত্র ভূতকে।
১৬। অনন্ত মিশ্রের যাত্রাপথে কীসের ভয় ছিল?
উত্তর দস্যুর।
১৭। উদয়পুরের যাত্রাপথে অনন্ত মিশ্রের সঙ্গে কোন কোন মূল্যবান বস্তু ছিল?
উত্তর ৫টি আশরফি এবং মুক্তা বলয় ছিল।
১৮। অনন্ত মিত্রের সঙ্গে আর কারা ঔ দেবালয়ে আশ্রয় নিয়েছিল?
উত্তর জন বনিক।
১৯। প্রভাতে ওঠে অনন্ত মিশ্র এবং বণিকগণ কোন পথে আরোহণ করেন?
উত্তর পার্বত্য পথে।
২০। বিপদে পড়লে দুর্বলের অবলম্বন কী হয়?
উত্তর মিথ্যা কথা বলা।
২১। দস্যুগণ পণ্ডিত অনন্ত মিশ্রকে কী দিয়ে বেঁধেছিল?
উত্তর তার পরিধেয় বস্ত্র দিয়ে।
২২। অনন্ত মিশ্রেয় কাছ থেকে পাওয়া আশরফি দস্যুরা ভাগ করেছিল?
উত্তর চার ভাগ।
২৩। বাত্মণের কাছ থেকে প্রাপ্য কোন জিনিসের ভাগ দস্যুরা করে নি?
উত্তর রত্নবলয়টির ভাগ।
২৪। দলপতি চঞ্চল কুমারীর লেখা পত্র দুটি মাণিক লালকে কী জন্য দিয়েছিল?
উত্তর আগুনে পুড়িয়ে ফেলার জন্য।
২৫। সদ্যুদের মধ্যে কে সামান্য লিখতে পড়তে পারত?
উত্তর মানিকলাল।
২৬। চঞ্চল কুমারীর পিতার নাম কী ছিল?
উত্তর বিক্রম সিংহ।
২৭। চঞ্চল কুমারীর পিতার রাজ্যটির নাম কী ছিল?
উত্তর রূপনগর।
২৮। সংস্কৃতজ্ঞ সিাবে অনন্ত মিশ্রের উপাধি কী?
উত্তর মহামোহপাধ্যায়।
২৯। চঞ্চল কুমারী সখীর নাম কী ছিল?
উত্তর নির্মল।
৩০। চঞলপ কুমারী অনন্ত মিশ্রকে পত্রের সঙ্গে কী দিয়েছিলেন?
উত্তর মুক্তার বালা।
৩১। অনন্ত মিশ্রপ দিনে কয় বার আহার করতেন?
উত্তর ১ বার।
৩২। দস্যু দলের লুণ্ঠন কার্যের সাক্ষী কে ছিলেন?
উত্তর একজন অশ্বারোহী।
৩৩। লুণ্ঠিত মালের ভাগ বাটোয়ারা কখন করা হয়েছিল?
উত্তর পাকাহারের পর।
৩৪। লুণ্ঠিত মুক্তা বলয়টি ভাগ করা হয়নি কেন?
উত্তর বিক্রয় না হলে ভাগ হতে পারে না বলে।
৩৫। রাজসিংহের উদ্দেশ্যে কে পত্র লিখেছিলেন?
উত্তর চঞ্চল কুমারী এবং নির্মল কুমারী উভয়ে মিলে।
৩৬। অনন্ত মিশ্র চঞ্চল কুমারীকে কী বলে সম্বোধন করেছিলেন?
উত্তর মা লক্ষ্মী বলে।
৩৭। অনন্ত মিশ্র চঞ্চল কুমারীকে কার সঙ্গে তুলনা করেছিলেন?
উত্তর রুখশীনির সঙ্গে।
৩৮। রাজকুমারী কাকে প্রণাম করে বিদায় নেন?
উত্তর রাজকুলপুরোহিত অনন্ত মিশ্রকে প্রণাম করেন।
৩৯। উদয়পুরের অধিপতি কে ছিলেন?
উত্তর রাজসিংহ।
৪০। পত্র ছাড়া ও উজ্জ্বল কুমারী অনন্ত মিশ্রকে রাজসিংহের হাতে কী দিতে বলেছিলেন?
উত্তর রাখী।
৪১। অনন্ত মিশ্রকে কীসের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল?
উত্তর গাছের সঙ্গে।
৪২। গুহার ভেতর কে রান্নার কাজে ব্যস্ত হয়েছিল ?
উত্তর মাণিকলাল।
৪৩। দস্যুদল কোথায় আশ্রয় নিয়েছিল ?
উত্তর গুহায়।
৪৪। পথিমধ্যে কে কাকে গ্রেপতার করে?
উত্তর নির্মল কুমারী অনন্ত মিশ্রকে।
৪৫। আশরফি কী?
উত্তর স্বর্ণ মুদ্রা বা মোহর।
৪৬। দস্যুরা কোথায় অদৃশ্য হয় ?
উত্তর গুহায়।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন