ভােক্তা অধিকার ।
১। RTI এর পুরাে নাম কী ?
=> Right to Information ।
২। NGO এর পুরাে নাম কী ?
=> Non - Government Organisation ।
৩। কোন ধরণের দ্রব্যে হলমার্ক ব্যবহার করা হয় ?
=> সােনার অলংকারে ।
৪। Copra এর পুরাে রূপ কী ?
=> Consumer Protection Act ।
৫। ISI এর পুরাে নাম কী ?
=> Indian Standard Institution |
৬। উপভােক্তা আন্দোলনের জনক কে ছিলেন ?
=> র্যালফ নাকার ।
৭। ক্রেতা আন্দোলনের মূল উদ্দেশ্য কী ?
=> ক্রেতাদের অভিযােগ ও বিরােধ সংক্রান্ত মামলার মধ্যস্থতা করা এবং অন্যায়ের প্রতিকার করা ।
৮ । আগমার্ক চিহ্ন কোন দ্রব্যগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
=> সবধরণের কৃষিজাত পণ্যের গুণগত মানের স্বীকৃতি হিসাবে ।
৯। তথ্যের অধিকার আইন কবে পাশ হয় ?
=> 2005 খ্রিস্টাব্দে ।
১০। দ্রব্যের গুণগত মান পরীক্ষা করার পর মােরকের উপর কোন চিহ্নটি ব্যবহার করা হয় ?
=> আগমার্ক চিহ্ন ।
১১। রাষ্ট্রপুঞ্জের ‘ কনজিওমার ইন্টান্যাশনাল’কত খ্রীঃ গড়ে উঠে ?
=> ১ লা April 1960 খ্রিঃ ।
১২। রাষ্ট্রপুঞ্জের ভােক্তা সুরক্ষাবিধি কোন সালে প্রণিত হয় ?
=> 1985 খ্রিঃ ।
১৩। ভারতীয় নাগরিকরা কোনাে ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে অন্যায্য মনে করে তথ্য জানা দাবি জানালাে সরকার কত দিনের মধ্যে তা কার্যকর করে ?
=> 30 দিনের মধ্যে ।
%20(4).png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন