শ্রমশিল্প
১। মহারাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সুতির টেক্সস্টাইল কেন্দ্রের নাম কর?
উত্তর মুম্বাই এবং শোলাপুর ।
২। ভারতের দুটি চিনি উৎপাদনকারী রাজ্যের নাম কর?
উত্তর উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র।
৩। ভারতের দুটি বৈদ্যুতিক পণ্য উৎপাদন কেন্দ্রের নাম কর?
উত্তর ব্যাঙ্গালুরু এবং চেন্নাই।
৪। B.P.O শব্দটি কোন শিল্পের সঙ্গে যুক্ত ?
উত্তর তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে।
৫। কোন শহরটি ভারতের ‘সিলিকন ভ্যালি' নামে পরিচিত?
উত্তর ব্যাঙ্গালুরু।
৬। ভারতে “Tech city' কাকে বলা হয়?
উত্তর পুনেকে।
৭। ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কোম্পানি কোনটি?
উত্তর TCL।
৮। ভারতের প্রতিরক্ষা যান নির্মিত হয় কোথায়?
উত্তর একমাত্র জবলপুরে।
৯। শিল্পের শিল্প কাকে বলা হয়?
উত্তর লৌহ-ইস্পাত শিল্পকে।
১০। ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তর পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে।
১১। কলকাতার ‘গার্ডেন বিচ’কী জন্য বিখ্যাত?
উত্তর জাহাজ নির্মাণ কেন্দ্রের জন্য।
১২। ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক সিমেন্ট শিল্পকেন্দ্র রয়েছে?
উত্তর অন্ধ্রপ্রদেশে।
১৩। ভারতের বৃহত্তম কাগজ উৎপাদক রাজ্য কোনটি?
উত্তর মহারাষ্ট্র।
১৪। ভারতের বৃহত্তম জাহাজ নির্মান কারখানাটি কোথায় গড়ে উঠেছে?
উত্তর বিশাখাপত্তনমে।
১৫। সুতি টেক্সস্টাইল শিল্পকে কী শিল্প বলা হয় ?
উত্তর কৃষিভিত্তিক শিল্প।
১৬। ভারতের প্রথম সুতিকল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর মুম্বাইয়ে।
১৭। ভারতের বেশীরভাগ পাটকলগুলি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর হুগলি নদীর তীরে।
১৮। ভারতে প্রথম শিল্পনীতি কবে গঠিত হয়?
উত্তর 1948 সালে।
১৯। উত্তরপ্রদেশের ম্যাস্টোর কোনটি?
উত্তর কানপুর।
২০। দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কোটি?
উত্তর কোয়েম্বাটুর।
২১। ভারতে প্রথম কবে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1830 খ্রিঃ ।
২২। “Tata Iron and Steel Plant' কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1907 খ্রিঃ ।
২৩। দুটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দাও?
উত্তর চিনি এবং কার্পাসবয়ণ শিল্প।
২৪। সরকারি উদ্যোগ শিল্পের দুটি উদাহরণ দাও?
উত্তর SAIL, BHEL।
২৫। হালকা শিল্প কী?
উত্তর যে শিল্পে হাল্কা কাঁচামাল ব্যবহৃত হয় এবং হাল্কা দ্রব্য উৎপাদিত হয়। সেগুলিকেই হাল্কা শিল্প বলা হয়। যেমন, বৈদ্যুতিক দ্রব্যের শিল্প।
২৬। দুটি ভারী শিল্পের উদাহরণ দাও ?
উত্তর লৌহ-ইস্পাত ও মোটরপ গাড়ি নির্মান শিল্প।
২৭। ভারত নাইট্রোজেনযুক্ত সার উৎপাদনে কোন স্থান অধিকার করে।
উত্তর তৃতীয়স্থান।
২৮। ভারতে কত খ্রিঃ সিমেন্ট শিল্পের সূচনা হয় ?
উত্তর 1904 খ্রিঃ।
২৯। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয় ?
উত্তর চেন্নাইকে।
৩০। ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস দায়ী ছিল?
উত্তর মিথাইল আইসোসায়ানেট গ্যাস (MIC)।
৩১। NMCC এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর National Manufacturing Com petitiveness Council।
৩২। কোন কোন রাজ্যে স্পিনিং মিল কেন্দ্রীভূত হতে চলেছে?
উত্তর মহারাষ্ট্র এবং গুজরাটে।
৩৩। GDP তে রাসায়নিক শিল্পের অবদান কী?
উত্তর প্রায় 3%।
৩৪। প্রথম সুপার ফসফেট কারখানাটি কখন গড়ে ওঠে?
উত্তর 1906 খ্রিঃ।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন