সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

class 10 geography mcq উন্নয়ন

 উন্নয়ন

class 10 question answer geography HDIএর সম্পূর্ণ রূপ কী? GDP এর সম্পূর্ণ রূপ কী? GNP এর সম্পূর্ণ রূপ কী? OECD এর সম্পূর্ণ রূ কী? WHO এর সম্পূর্ণ রূপ কী? CHC এর সম্পূ রূপ কী? TUPE এর সম্পূর্ণ রূপ কী?

১। HDIএর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  Human Development Index ।

 ২। মানব উন্নয়ণ সূচকে সর্বনিম্ন মান কত?

উত্তর 0।

 ৩। মানব উন্নয়ণ সূচকে সর্বোচ্চ মান কত?

উত্তর  1।

 ৪। GDP এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  Gross Domestic product ।

 ৫। GNP এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  Gross Nationhal product।

 ৬। OECD এর সম্পূর্ণ রূ কী?

উত্তর  Organisation of Econmic Cooperation and development

 ৭। WHO এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  World Halth Organisation ।

 ৮। বার্ষিক উন্নয়ণের রিপোর্ট কোন প্রতিষ্ঠান প্রকাশ করে?

উত্তর  বিশ্বব্যাঙ্ক।

 ৯। জলবাহিত রোগের নাম কর?

উত্তর  কলেরা এবং টাইফয়েড।

 ১০। CHC এর সম্পূ রূপ কী?

উত্তর  Community Health Centre।

 ১১। গ্রামীন দুটি উন্নয়ণ প্রকল্পের নাম কর?

উত্তর  IRDP এবং NREP।

 ১২। “একটি দেশ দরিদ্রে কারণশীল দরিদ্র”—কথাটি কে বলেছিলেন?

উত্তর  অর্থনীতিবিদ নার্কস।

 ১৩। TUPE এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  Tripura Urban Emplogment Programme।

 ১৪। ভারতে স্বাক্ষরতার হার কত?

উত্তর  74% ।

 ১৫। উন্নয়ণ কাকে বলে?

উত্তর  সাধারণ ফভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দেশের আয় বৃদ্ধি ঘটে, তাকেই উন্নয়ণ বলা হয়।


ভোক্তা অধিকার

class 12 question answer geography RTI এর পুরো নাম কী? NGO এর পুরো নাম কী? Copra এর পুরো রূপ কী? ISI এর পুরো কথাটি কী?

১। RTI এর পুরো নাম কী?

উত্তর  Right to Information।

 ২। NGO এর পুরো নাম কী?

উত্তর Non Government Organisation।

 ৩। কোন ধরণের দ্রব্যে হলমার্ক ব্যবহার করা হয়?

উত্তর  সোনার অলংকারে।

 ৪। Copra এর পুরো রূপ কী?

উত্তর  Consumer Protection Act।

 ৫। ISI এর পুরো কথাটি কী?

উত্তর  Indian Standard Institution ।

 ৬। উপভোক্তা আন্দোলনের জনক কে ছিলেন?

উত্তর  র‍্যালফ নাকার।

 ৭। ক্রেতা আন্দোলনের মূল উদ্দেশ্য কী?

উত্তর  ক্রেতাদের অভিযোগ ও বিরোধ সংক্রান্ত মামলারত মধ্যস্থতা করা এবং অন্যায়ের প্রতিকার করা।

 ৮। আগমার্ক চিহ্ন কোন দ্রব্যগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয়?

উত্তর  সবধরণের কৃষিজাত পণ্যের গুণগত মানের স্বীকৃতি হিসাবে।

 ৯। তথ্যের অধিকার আইন কবে পাশ হয়?

উত্তর  2005 খ্রিস্টাব্দে।

 ১০। দ্রব্যের গুণগত মান পরীক্ষা করার পর মোরকের উপর কোন চিহ্নটি ব্যবহার করা হয়?

উত্তর  আগমার্ক চিহ্ন।

 ১১। রাষ্ট্রপুঞ্জের ‘কনজিওমার ইন্টান্যাশনাল' কত খ্রীঃ গড়ে উঠে?

উত্তর  ১ লা April 1960 খ্রিঃ।

 ১২। রাষ্ট্রপুঞ্জের ভোক্তা সুরক্ষাবিধি কোন সালে প্রণিত হয়?

উত্তর  1985 খ্রিঃ।

 ১৩। ভারতীয় নাগরিকরা কোনো ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে অন্যায্য মনে করে তথ্য জানা দাবি জানালো সরকার কত দিনের মধ্যে তা কার্যকর করে?

উত্তর  30 দিনের মধ্যে।


ভারতের অর্থব্যবস্থার ক্ষেত্রসমূহ

class 12 question answer geographyNREGA এর সম্পূর্ণ রপূপ কী? NABARD এর সম্পূর্ণ রূপ কী? SAIL এর সম্পূর্ণ রূপ কী ? MGN-REGA এর সম্পূর্ণ রূপ কী? NREGA এর উদ্দেশ্য কী?

১। উৎপাদনের কয়টি ক্ষেত্র রয়েছে এবং কী কী ?

উত্তর  তিনটি ক্ষেত্র রয়েছে। যথা—প্রাথমিক, মাধ্যমিক এবং সেবাক্ষেত্র।

 ২। কোন ক্ষেত্রে মরশুমি বেকারত্ব দেখা যায় ?

উত্তর  কৃষিক্ষেত্র।

 ৩। ভারতের একটি বেসরকারি ক্ষেত্রের উদাহরণ দাও?

উত্তর  Tata Iron and steel Company (TISCO)।

 ৪। মাধ্যমিক ক্ষেত্রের দুটি উদাহরণ দাও?

উত্তর  বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প উৎপাদন।

 ৫। ভারতের আয় বৈষম্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারপণ উল্লেখ কর।

উত্তর  বেকারত্ব বৃদ্ধি।

 ৬। দুটি অর্থকরী শস্যের নাম করপ?

উত্তর  গম এবং ছোলা।

 ৭। NREGA এর সম্পূর্ণ রপূপ কী?

উত্তর  National Rural Employment Guarantee Act।

 ৮। NABARD এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  National Bank for Agricultural and Rural Development।

 ৯। SAIL এর সম্পূর্ণ রূপ কী ?

উত্তর  স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড।

 ১০। MGN-REGA এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  Mahatma Gandhi National Rural Employment Guarantee Act।

 ১১। NREGA এর উদ্দেশ্য কী?

উত্তর  গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

 ১২। প্রাকৃতিক প্রতিতে উৎপাদিত দ্রব্য কোন ক্ষেত্রের অর্ন্তভূক্ত?

উত্তর  প্রাথমিক ক্ষেত্রের।

 ১৩। কোন একটি নির্দিষ্ট বছরে GDP কীভাবে নির্ণয় করা হয় কীসের ভিত্তিতে?

উত্তর  শেষ স্তরের দ্রব্য ও সেবারমূল্যের সমষ্টির ভিত্তিতে।

 ১৪। তৃতীয় ক্ষেত্র বা সেবাক্ষেত্রের অর্ন্তভুক্ত কাজগুলি উল্লেখ কর?

উত্তর  ব্যাঙ্ক ও বিমা, ব্যবসা-বাণিজ্য, পরিবহণ ইত্যাদি।

 ১৫। মাধ্যমিক ক্ষেত্রের অর্ন্তভূক্ত কাজগুলি কী কী?

উত্তর  শিল্প, নির্মান কাজ, বিদ্যুৎ, কারিগরী কাজ ইত্যাদি।

 ১৬। প্রাথমিক ক্ষেপত্রের কাজের কয়েকটি উদাহরণ দাও ?

উত্তর  কৃষি, খনি, পশুপালন, মৎস্যচাষ।

 ১৭। ভারতের কোন ক্ষেত্রে স্বল্প নিযুক্তির সমস্যা দেখা যায় ?

উত্তর  প্রাথমিক বা কৃষি ক্ষেত্র।

 ১৮। কোন ক্ষেত্রে কাজের ধারাবাহিকতা থাকে ?

উত্তর  সংগঠিত ক্ষেত্রে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...