উন্নয়ন
উত্তর Human Development Index ।
২। মানব উন্নয়ণ সূচকে সর্বনিম্ন মান কত?
উত্তর 0।
৩। মানব উন্নয়ণ সূচকে সর্বোচ্চ মান কত?
উত্তর 1।
৪। GDP এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর Gross Domestic product ।
৫। GNP এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর Gross Nationhal product।
৬। OECD এর সম্পূর্ণ রূ কী?
উত্তর Organisation of Econmic Cooperation and development
৭। WHO এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর World Halth Organisation ।
৮। বার্ষিক উন্নয়ণের রিপোর্ট কোন প্রতিষ্ঠান প্রকাশ করে?
উত্তর বিশ্বব্যাঙ্ক।
৯। জলবাহিত রোগের নাম কর?
উত্তর কলেরা এবং টাইফয়েড।
১০। CHC এর সম্পূ রূপ কী?
উত্তর Community Health Centre।
১১। গ্রামীন দুটি উন্নয়ণ প্রকল্পের নাম কর?
উত্তর IRDP এবং NREP।
১২। “একটি দেশ দরিদ্রে কারণশীল দরিদ্র”—কথাটি কে বলেছিলেন?
উত্তর অর্থনীতিবিদ নার্কস।
১৩। TUPE এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর Tripura Urban Emplogment Programme।
১৪। ভারতে স্বাক্ষরতার হার কত?
উত্তর 74% ।
১৫। উন্নয়ণ কাকে বলে?
উত্তর সাধারণ ফভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দেশের আয় বৃদ্ধি ঘটে, তাকেই উন্নয়ণ বলা হয়।
ভোক্তা অধিকার
১। RTI এর পুরো নাম কী?
উত্তর Right to Information।
২। NGO এর পুরো নাম কী?
উত্তর Non Government Organisation।
৩। কোন ধরণের দ্রব্যে হলমার্ক ব্যবহার করা হয়?
উত্তর সোনার অলংকারে।
৪। Copra এর পুরো রূপ কী?
উত্তর Consumer Protection Act।
৫। ISI এর পুরো কথাটি কী?
উত্তর Indian Standard Institution ।
৬। উপভোক্তা আন্দোলনের জনক কে ছিলেন?
উত্তর র্যালফ নাকার।
৭। ক্রেতা আন্দোলনের মূল উদ্দেশ্য কী?
উত্তর ক্রেতাদের অভিযোগ ও বিরোধ সংক্রান্ত মামলারত মধ্যস্থতা করা এবং অন্যায়ের প্রতিকার করা।
৮। আগমার্ক চিহ্ন কোন দ্রব্যগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উত্তর সবধরণের কৃষিজাত পণ্যের গুণগত মানের স্বীকৃতি হিসাবে।
৯। তথ্যের অধিকার আইন কবে পাশ হয়?
উত্তর 2005 খ্রিস্টাব্দে।
১০। দ্রব্যের গুণগত মান পরীক্ষা করার পর মোরকের উপর কোন চিহ্নটি ব্যবহার করা হয়?
উত্তর আগমার্ক চিহ্ন।
১১। রাষ্ট্রপুঞ্জের ‘কনজিওমার ইন্টান্যাশনাল' কত খ্রীঃ গড়ে উঠে?
উত্তর ১ লা April 1960 খ্রিঃ।
১২। রাষ্ট্রপুঞ্জের ভোক্তা সুরক্ষাবিধি কোন সালে প্রণিত হয়?
উত্তর 1985 খ্রিঃ।
১৩। ভারতীয় নাগরিকরা কোনো ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে অন্যায্য মনে করে তথ্য জানা দাবি জানালো সরকার কত দিনের মধ্যে তা কার্যকর করে?
উত্তর 30 দিনের মধ্যে।
ভারতের অর্থব্যবস্থার ক্ষেত্রসমূহ
১। উৎপাদনের কয়টি ক্ষেত্র রয়েছে এবং কী কী ?
উত্তর তিনটি ক্ষেত্র রয়েছে। যথা—প্রাথমিক, মাধ্যমিক এবং সেবাক্ষেত্র।
২। কোন ক্ষেত্রে মরশুমি বেকারত্ব দেখা যায় ?
উত্তর কৃষিক্ষেত্র।
৩। ভারতের একটি বেসরকারি ক্ষেত্রের উদাহরণ দাও?
উত্তর Tata Iron and steel Company (TISCO)।
৪। মাধ্যমিক ক্ষেত্রের দুটি উদাহরণ দাও?
উত্তর বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প উৎপাদন।
৫। ভারতের আয় বৈষম্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারপণ উল্লেখ কর।
উত্তর বেকারত্ব বৃদ্ধি।
৬। দুটি অর্থকরী শস্যের নাম করপ?
উত্তর গম এবং ছোলা।
৭। NREGA এর সম্পূর্ণ রপূপ কী?
উত্তর National Rural Employment Guarantee Act।
৮। NABARD এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর National Bank for Agricultural and Rural Development।
৯। SAIL এর সম্পূর্ণ রূপ কী ?
উত্তর স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড।
১০। MGN-REGA এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর Mahatma Gandhi National Rural Employment Guarantee Act।
১১। NREGA এর উদ্দেশ্য কী?
উত্তর গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
১২। প্রাকৃতিক প্রতিতে উৎপাদিত দ্রব্য কোন ক্ষেত্রের অর্ন্তভূক্ত?
উত্তর প্রাথমিক ক্ষেত্রের।
১৩। কোন একটি নির্দিষ্ট বছরে GDP কীভাবে নির্ণয় করা হয় কীসের ভিত্তিতে?
উত্তর শেষ স্তরের দ্রব্য ও সেবারমূল্যের সমষ্টির ভিত্তিতে।
১৪। তৃতীয় ক্ষেত্র বা সেবাক্ষেত্রের অর্ন্তভুক্ত কাজগুলি উল্লেখ কর?
উত্তর ব্যাঙ্ক ও বিমা, ব্যবসা-বাণিজ্য, পরিবহণ ইত্যাদি।
১৫। মাধ্যমিক ক্ষেত্রের অর্ন্তভূক্ত কাজগুলি কী কী?
উত্তর শিল্প, নির্মান কাজ, বিদ্যুৎ, কারিগরী কাজ ইত্যাদি।
১৬। প্রাথমিক ক্ষেপত্রের কাজের কয়েকটি উদাহরণ দাও ?
উত্তর কৃষি, খনি, পশুপালন, মৎস্যচাষ।
১৭। ভারতের কোন ক্ষেত্রে স্বল্প নিযুক্তির সমস্যা দেখা যায় ?
উত্তর প্রাথমিক বা কৃষি ক্ষেত্র।
১৮। কোন ক্ষেত্রে কাজের ধারাবাহিকতা থাকে ?
উত্তর সংগঠিত ক্ষেত্রে।
.png)
.png)
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন