পরিচয়
উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
২। পরিচয় কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর ‘সেঁজুতি'।
৩। একদিন তরিখানা কোথায় থেমেছিল ?
উত্তর ঘাটে।
৪। তড়িখানাতে কয়জন ব্যক্তি ছিল?
উত্তর ১ জন।
৫। পরিচয় কবিতায় কার পরিচয়ের কথা বলা হয়েছে?
উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আত্মপরিচয়ের’কথা।
৬। কার পরিচয় জানতে চেয়েছিল ঘাটের লোকেরা?
উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের।
৭। কখন বাঁধনে টান পড়ে?
উত্তর যখন নদীতে দোলা লাগে।
৮। বাঁধেন টান পড়ল কেন?
উত্তর নদীএত দোলা লাগল বলেই।
৯। কবি একা বসে কী গান করলেন?
উত্তর যৌবনের বেদনার গান।
১০। কোথায় দোলা লাগে ?
উত্তর নদীতে।
১১। কার গান শুনে তরুণ-তরুণি অশোক ফুল তুলে ?
উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনের বেদনার গান শুনে।
১২। তরুণ-তরুণি কার হাতে অশোক তুলে দিয়েছিল?
উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
১৩। তরুণ-তরুণিরা কাকে তাদের লোক বলে বরণ করে নিল?
উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে।
১৪। ‘কুসুমিত তরুতলে তরুণ-তরুণি’– এখানে কোন তরুর কথা বলা হয়েছে?
উত্তর অশোক তরুর কথা।
১৫। জোয়ারের বেলা শেষ হলে কা হয়?
উত্তর তরপঙ্গের খেলা সঙ্গে হয়।
১৬। পরিচয় কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে?
উত্তর কোকিল।
১৭। বসন্তের কেমন হাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর নূতন হাওয়ার কথা।
১৮। কবিতাটিতে কোন কোন ফুপলের কথা উল্লেপখিত?
উত্তর অশোক, কনকচানা।
১৯। কবিতাটিতে কোন ঋতুর কথা উল্লেখ আছে?
উত্তর বসন্ত।
২০। কার গানে বিশ্রিত দিনের কথা আকস্মাৎ মনে আসে?
উত্তর কোকিলের।
২১। 'মোর নাম এই বলে খ্যাত হোক'— কী বলে খ্যাত হোক?
উত্তর আমি তোমাদেরই লোক।
২২। নবজাত ছেলেমেয়েরা কোন কালের যাত্রী ?
উত্তর নতুন কালের।
২৩। নতুন কালের নবযাত্রী কারা?
উত্তর ছেলেমেয়েরা।
২৪। তরিখানা কোন দিকে ভেসে যায়?
উত্তর সমুদ্রের দিকে।
২৫। তরিখানা কীসের টানে ভেসে যায়?
উত্তর ভাটার টানে।
২৬। আমি তোমাদেরই লোক—কে, কার লোক?
উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরাধামের লোক।
২৭। কবি কীসে তার বাঁধেন?
উত্তর সেতারে।
২৮। কবি কী গাইলেন?
উত্তর যৌবনের বেদনার গান।
২৯। উৎসব রাত্রি কোন্ কালের?
উত্তর ফাল্গুনের।
৩০। জোয়ারের বেলায় কী হয়?
উত্তর তরঙ্গের খেলা সাঙ্গ হয়।
৩১। পরিচয় কবিতায় কোন্ জলযানের কথা উল্লেখ আছে?
উত্তর তরুণি বা নৌকার কথা।
৩২। কবিতাটিতে বসন্ত ঋতুর কোন মাসটি উল্লেখিত হয়েছে?
উত্তর ফাল্গুন।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন