সামান্যই প্রার্থনা কবিতাটির রচয়িতা কে? সামান্যই প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
সামান্যই প্রার্থনা
১। সামান্যই প্রার্থনা কবিতাটির রচয়িতা কে?
উত্তর বিজনকৃষ্ণ চৌধুরী।
২। সামান্যই প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
উত্তর জলপ্রাপাতের কাছে নতজানু।
৩। 'সামান্যই প্রার্থনা' কবিতায় কবি কার কাছে প্রার্থনা জানিয়েছেন?
উত্তর আপন জন্মভূমির কাছে।
৪। 'সামান্যই প্রার্থনা' কবিতায় কবি কাদের হয়ে প্রার্থনা জানিয়েছেন?
উত্তর সাধারণ মানুষের হয়ে।
৫। " দাঁতের বদলে দাঁত, “ইটের বদলে ইট – এই কথাগুলির অর্থ কী?
উত্তর “আঘাতের বদলে প্রত্যাঘাত”।
৬। জীবনযাপনের জন্য কবি কী চান?
উত্তর প্রয়োজনীয় অন্ন-বস্ত্র, আশ্রয় – শিক্ষা, আর কিছু স্বাধীনতা।
৭। কিছু ফুল আঙ্গিনায়'—কথাটিতে কবি কী বলতে চেয়েছেন?
উত্তর তিনি চান তার ছোট শাস্তির নীড়ে সামান্য সৌন্দর্য উপভোগের অবকাশ।
৮। পৃথিবীর কোলেপ জীবলীলা শেষ হলে কবি কী চান?
উত্তর কবি চান তার মৃত্যুর পরে তার দেশ ও দেশবাসী যেন তাকে আরও একটু সৌহার্দ্য পূর্ণ দৃষ্টিতে।
৯। কবি ‘বিজনকৃষ্ণ চৌধুরী' কোন রাজ্যের কবি?
উত্তর ত্রিপুরা রাজ্যের।
১০। 'সামান্যই প্রার্থনী' কবিতায় কবি কী চান না?
উত্তর তুফান চান না।
১১। 'সামান্যই প্রার্থনা' কবিতায় কবি তুফান চান না তবু কী হয়?
উত্তর ঝড় উঠে।
১২। 'সামান্যই প্রার্থনা' কবিতায় কবি খরা সম্পর্কে কী বলেছেন?
উত্তর কবি খরা চান না।
১৩। 'সামান্যই প্রার্থনা' কবিতায় কবি প্লাবনের সম্পর্কে কী বলেছেন?
উত্তর কবি প্লাবন চান না।
১৪। 'সামান্যই প্রার্থনা' কবিতার কবির 'মারি' সম্পর্কে কী অভিমত?
উত্তর কবি মারি চান না।
১৫। 'সামান্যই প্রার্থনা' কবিতায় ‘মারি' শব্দটির অর্থ কী?
উত্তর সংক্রামক রোগে ব্যাপক মৃত্যু।
১৬। সামান্যই প্রার্থনা কবিতায় কবির দাঁতের বদলে কী চান না?
উত্তর দাঁত।
১৭। 'চাইনে গজদম্ব মিনার'—গজদম্ব মিনার কী?
উত্তর হাতির দাঁত দিয়ে তৈরী সৌধক।
১৮। দিস্তের পর দিতে জুড়ে কথাটির অর্থ কী?
উত্তর কাগজ-কলম দিয়ে দিস্তা দিস্তা খাতা লেখা।
১৯। কবি সাধারপণ মানুষের কী বর চেয়েছেন?
উত্তর মানুষের মাথার উপরে এক চিলতে খড়ের চাল আর আঙ্গিনায় ফুলের গাছ।
২০। কবি মানুষের জন্য কীসের স্বাধীনতা চেয়েছেন?
উত্তর বাঁচার অধিকারের জন্য স্বাধীনতা।
২১। 'সামান্যইপ্রার্থনা' কবিতায় কবি কোন কোন সামাজিক হিংসার কথা বলেছেন?
উত্তর বচসা, বিবাদ ও প্রতিশোধের মতো সামাজিক হিংসা কথা বলেছেন।
২২। কবি অস্ত্র কিংবা শস্ত্র চান না কেন?
উত্তর তিনি যুদ্ধ বা হিংসাকে সমর্থন করেন না।
২৩। কবি কীসের তিয়ান চান না?
উত্তর দিস্তা দিস্তা যোজনার ক্ষতিয়ান চান না।
২৪। কবির আঙ্গিনায়কী থাকবে বলে তিনি প্রার্থনা করেছেন?
উত্তর ফুলের গাছ থাকবে বলে।
২৫। কবির জীবনশীলা কোথায় শেষ হবে বলেপ কবি দাবী করেছেন?
উত্তর পৃথিবীর কোলে।
২৬। ‘চাইনে তুফান' কবি তুফান চান না কেন?
উত্তর তুফান মানুষের জীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।
২৭। 'তবু ঝড় উঠে'—তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য কী?
উত্তর কবি তুফান চান না কিন্তু ঝড় ওঠে অনিবার্যভাবে তবু শব্দটি কবি অনিচ্ছাকে নির্দেশ করে।
২৮। কবি আঙ্গিনায় কিছু ফুল চান কেন?
উত্তর ফুল সৌন্দর্যের প্রতীক। মানুষের সংসার সুন্দর হোক এই কামনায় কবি আঙ্গিনায় কিছু ফুল প্রার্থনা করেছেন।
২৯। কবি মানুষের জন্য একখন্ড বস্ত্র, দু-এক মুঠো অন্ন ও সামান্য অক্ষরজ্ঞান প্রার্থনা করেছেন কেন?
উত্তর কবি দেখেছেন বহুসংখ্যক মানুষ একখন্ড বস্ত্র, দু-একমুঠো অন্ন ও সামান্য অক্ষরজ্ঞান-এই জন্মগত অধিকার থেকে বঞ্চিত। তাই কবি এই প্রার্থনা করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন