সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ?

 How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...

বাংলা gk প্রশ্ন উত্তর Geography

 জাতীয় অর্থনীতির জীবনরেখা সমূহ

class 10 question answer geography কলকাতা বন্দরের পরিপূরক বন্দর কোনটি? STD এর সম্পূর্ণ রূপ কী? পৃথিবীতে প্রথম বিমান চলাচল করে শুরু হয় ? ভারতের রাজপথগুলিকে কী বলা হয়?

১ কোন পরিকল্পনা দ্বারা সড়ক পথের উন্নয়নে উৎসাহ প্রদান করা হয়।

উত্তর  ‘প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা' দ্বারা।

 ২। কলকাতা বন্দরের পরিপূরক বন্দর কোনটি?

উত্তর  হলদিয়া বন্দর।

 ৩। উত্তর ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলস্টেশন কোনটি?

উত্তর  নিউদিল্লী।

 ৪। STD এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  Subscriber Trunk Dialing.

 ৫। ভারতের কোন ভাষায় সবচেয়ে বেশী খবরের কাগজ প্রকাশিত হয় ?

উত্তর  হিন্দি ভাষায়।

 ৬। দুটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমের নাম করো?

উত্তর  রেডিও এবং টেলিভিশন।

 ৭। পৃথিবীতে প্রথম বিমান চলাচল করে শুরু হয় ?

উত্তর  1903 খ্রিঃ।

 ৮। বর্তমানে সর্বোন্নত এবং সর্বাধুনিক পরিবহন ব্যবস্থা কোনটি?

উত্তর  বিমান পরিবহন।

 ৯। ভারতের রাজপথগুলিকে কী বলা হয়?

উত্তর  ন্যাশনাল হাইওয়ে।

 ১০। AAI এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  Airports Authority of India।

 ১১। দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোনটি ?

উত্তর  চেন্নাই।

 ১২। দুটি আর্ন্তজাতিক সমুদ্রপথের নাম করো?

উত্তর  ভারত-বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

 ১৩। ভারতের একটি খালপথের নাম লিখ ?

উত্তর  পশ্চিমবঙ্গের মেদিনীপুর।

 ১৪। করে এবং কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়।

উত্তর  1825 খ্রী: ইংল্যান্ডের স্টপটন থেকে ডার্লিংটন শহরে মধ্যে।

 ১৫। ভারতের একটি বিখ্যাত আভ্যন্তরীণ জলপথের নাম লিখ ?

উত্তর  গঙ্গা নদী।

 ১৬। স্থল পরিবহনের প্রধান মাধ্যম কয়টি?

উত্তর  দুইটি।

 ১৭। পরিবহণ ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়?

উত্তর  5 ভাগে।

 ১৮। NHAI এর সম্পূর্ণ রূপ কী?

উত্তর  National Highway Authority of India ।

 ১৯। আসামের চূড়াইবাড়ি থেকে ত্রিপুরার মধ্য দিয়ে বিস্তৃত হাইওএয়টির কত নং হাইওয়ে?

উত্তর  NH-4।

 ২০। জাতীয় সড়ক ৮ (আট) নং দ্বারা সংযুক্ত দুটি শহরপ হল?

উত্তর  দিল্লী এবং মুম্বাই।

 ২১। Border Roads Oraganisation করে প্রতিষ্ঠিত হয়?

উত্তর  1960 খ্রিঃ।

 ২২। পবন হংস কী?

উত্তর  পবন হংস হল — হেলিকপ্টার পরিসেবার একটি সংস্থা।

 ২৩। ভারতের একটি পূণঃরপ্তানি বন্দরের নাম করো।

উত্তর  কলকাতা।

 ২৪। কাকে কলকাতার জীবনরেখা বলা হয়?

উত্তর  মেট্রো রেলকে।

 ২৫। ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম রাস্তাটির নাম কী?

উত্তর  গ্রান্ড ট্রাঙ্ক রোড।

 ২৬। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি?

উত্তর  NH-7। 

 ২৭। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি?

উত্তর  NH-47।

 ২৮। ভারপতের কোন রাজ্যে সবচেয়ে বেশী সড়ক ঘনত্ব রয়েছে?

উত্তর  কেরলে।

 ২৯। ‘সুপার হাইওয়ে’ কাকে বলে?

উত্তর   4 - 6 লেন বিশিষ্ট সড়কপথগুলিকেই ‘সুপার হাইওয়ে' বলে।

 ৩০। ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি?

উত্তর  খড়গপুর।

 ৩১। ভারতে প্রথম কবে এবং কোথায় মেট্রো রেল চালু হয়?

উত্তর  1984 খ্রীঃ কলকাতায়।

 ৩২। ভারতে পরিবহনের নতুন মাধ্যম কোনটি?

উত্তর  নলপথ ।

 ৩৩। কত খ্রিঃ প্রথম পাইপলাইন বা নলপথ প্রতিষ্ঠিত হয়?

উত্তর  1906 খ্রিঃ।

 ৩৪। ভারতে সর্বপ্রথম খনিজতেল বাহী নলপথ কোথায় স্থাপিত হয়?

উত্তর  আসামের ডিগবয়ে 1956 খ্রিঃ।

 ৩৫। জলপথকে কী বলা হয়?

উত্তর  উন্নয়নের জীবনরেখা বলা হয়।

 ৩৬। ভারতের একটি স্বাভাবিক/প্রাকৃতিক বন্দরের নাম করো।

উত্তর  মুম্বাই।

 ৩৭। Inland water ways authouritry of India কত খ্রিঃ স্থাপিত হয়?

উত্তর  1986 খ্রিঃ।

 ৩৮। বন্দর গড়ে ওঠার প্রধান শর্ত কী?

উত্তর  ভগ্ন-উপকূলরেখা।

 ৩৯। ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দরস্ত্র কোনটি?

উত্তর  তামিলনাড়ু চেন্নাই।

 ৪০। মারমাগাঁও বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর  গোয়া রাজ্যে।

 ৪১। লেগুন বা কয়াল এর প্রবেশ পথে কোন বন্দরটি অবস্থিত?

উত্তর  কোচি বন্দরটি।

 ৪২। ভারতের সবচেয়ে গভীরতম বন্দর কোনটি ?

উত্তর  বিশাখাপত্তনম্।

 ৪৩। ভারতের কতগুপলি প্রধান এবং অপ্রধান বন্দর রয়েছে?

উত্তর  প্রধান বন্দর রয়েছে 12টি এবং অপ্রধান বন্দর রয়েছে 187 টি।

 ৪৪। ভারতের জাতীয় টেলিভিশন চ্যালেলটির নাম কী?

উত্তর  দূরদর্শন।

 ৪৫। দুটি দেশের মধ্যে বাণিজ্যকে কী বলা হয়।

উত্তর  আন্তর্জাতিক বাণিজ্য।

 ৪৬। ভারত থেকে সর্বাধিক রপ্তানিজাত দ্রব্য কোনটি?

উত্তর  গ্রহরত্ন।

 ৪৭। ভারতীয় ও বিদেশী ফিলগুলিকে কে সংশাপত্র প্রদান করেপ?

উত্তর  Central Board of Film Certification ।

 ৪৮। পৃথিবীর বৃহত্তম ডাক যোগাযোগ ব্যবস্থা পরিলক্ষিত হয় কোন দেশে ?

উত্তর  ভারতে।

 ৫০। দূরসংযোগ ব্যবস্থার ক্ষেত্রে এশিয়ার কোন দেশে প্রথম স্থান অধিকার করে ?

উত্তর  ভারত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আগামী' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

আগামী Class 12 Bengali Question 2023 সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)  প্রশ্নমান ১ class 12 bengali mcq question answer ১. “ক্ষুদ্র আমি তুচ্ছ নই”-বক্তা কে ? (ক) বৃক্ষ শিশু (খ) বনস্পতি (গ) বটবৃক্ষ (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ উত্তর: (ঘ) সদ্য অঙ্কুরিত বীজ। ২. অঙ্কুরিত বীজের ক্ষুদ্র শরীরে বাজে— (ক) ঝড় (খ) বৃষ্টি (গ) ভূমিকম্প (ঘ) তুফান উত্তর: (ক) ঝড়। ৩. অঙ্কুরিত বীজের শাখায় প্রত্যাহত হবে— (ক) পত্রমর্মর (খ) মর্মরধ্বনি (গ) পাখির কূজন (ঘ) বিচিত্রধ্বনি উত্তর: (খ) মর্মরধ্বনি । ৪. অঙ্কুরিত বৃক্ষশিশু অরণ্যের বিশাল চেতনা অনুভব করে— (ক) পত্রে (খ) পুষ্পে (গ) শিকড়ে (ঘ) শাখায় উত্তর: (গ) শিকড়ে। ৫. “জানি তারা মুখরিত হবে”—কীভাবে ? (ক) নব শতকের গানে (খ) নতুন দিনের গানে (গ) নব তারণ্যের গানে (ঘ) নব জীবনের গানে উত্তর: (গ) নব অরণ্যের গানে। ৬. অঙ্কুরিত বৃক্ষশিশু নব অরণ্যের গানে মিশে যাবে— (ক) বসন্তে (খ) বর্ষায় (গ) গ্রীষ্মে (ঘ) শীতে উত্তর: (ক) বসন্তে। ৭. অঙ্কুরিত বীজ কোথায় মিশে যাবে ? (ক) অরণ্যের দলে (খ) বৃহতের দলে (গ) ক্ষুদ্রের দলে (ঘ) মহীরুহ-র দলে উত্তর: (খ) বৃহতের দলে। ৮. অঙ্কুরিত বীজ নিজেকে বলেছে— (ক) ভ...

বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।

 Discuss the modernization of Tripura from Birchandra Manikya to Bir Bikram Kishor Manikya. বীরচন্দ্র মানিক্য থেকে বীরবিক্রম কিশোর মানিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা কর।  ত্রিপুরায় আধুনিক যুগের সূচনা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্যের শাসনকালে। তিনি ব্রিটিশ ভারতের শাসন পদ্ধতির অনুকরণে ত্রিপুরার শাসন ব্যবস্থার সংস্কার করেণ এবং লিখিত আইন কানুন প্রনয়নের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করেণ। মোটের উপর বীরচন্দ্রমানিক্য (১৮৬২-১৮৯৬ খ্রি:) তাঁর আমলে ত্রিপুরা রাজ্য এক নতুন রূপ লাভ করে। ১) মিউনিসিপ্যালিটি গঠন তিনি ১৮৭১ খ্রিস্টাব্দে আগরতলা মিউনিসিপ্যালিটি গঠন করেন। তবে নাগরিক জীবনের সুযোগ সুবিধা বিধানে কিংবা স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে দীর্ঘকাল কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল ব্যর্থ। ১৯৮১ খ্রিস্টাব্দের ৩ জুলাই ডবলিউ. বি. পাওয়ার সাহেব ত্রিপুরা রাজ্যের প্রথম পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন।  ২) বিচার সংক্রান্ত সংস্কার প্রাচীনকাল হতে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত বিচারের চূড়ান্ত নিষ্পত্তি মহারাজ স্বয়ং সম্পাদন করতেন। ১৮৭২ খ্রিস্টা...

বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।

 Discuss the social and economic condition of Tripura before the accession of Birchandra Manikya. বীরচন্দ্র মানিক্যের পূর্ববর্তী সময়ে ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা কর। ভূমিকা ত্রিপুরার মাণিক্য উপাধিকারী রাজন্যবর্গের মধ্যে কেউ কেউ ছিলেন আত্মমর্যাদাজ্ঞানহীন, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রী। এসব ক্ষমতালোভী ও ষড়যন্ত্রীরা মুঘল ফৌজদারের সঙ্গে হাত মিলিয়ে অধিক সংখ্যক হাতি, নিয়মিত উচ্চ হারে খাজনা, নজরানা ইত্যাদি দেবার প্রতিশ্রুতি দিয়ে রাজত্বের সনদ লাভ করতেন। এটা ত্রিপুরার দুর্বল অর্থনীতির উপর এক বিরাট আঘাত ও স্থায়ী ক্ষতস্বরূপ ছিল। তবে এ সময়ের শুভদিক হল ত্রিপুরায় ব্রিটিশ ভারতের অনুকরণে আইন প্রণয়নের সূত্রপাত, প্রশাসনিক বিধিব্যবস্থার প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়নের উন্মেষ ও সামাজিক সংস্কার। Economic Condition ১) চাষাবাদ ও কৃষি ত্রিপুরার অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষি। কৃষিজ উৎপাদনের মধ্যে ধান, গম, আলু, আখ, সরিষা, ডাল জাতীয় শস্য, কার্পাস, তুলো, কচু, আদা, তরমুজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিকার ও পশুপালন করেও তারা জীবিকা নির্বাহ করত। এখানকার চাষযোগ্য সমতল জমির সাথে ...