জাতীয় অর্থনীতির জীবনরেখা সমূহ
উত্তর ‘প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা' দ্বারা।
২। কলকাতা বন্দরের পরিপূরক বন্দর কোনটি?
উত্তর হলদিয়া বন্দর।
৩। উত্তর ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলস্টেশন কোনটি?
উত্তর নিউদিল্লী।
৪। STD এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর Subscriber Trunk Dialing.
৫। ভারতের কোন ভাষায় সবচেয়ে বেশী খবরের কাগজ প্রকাশিত হয় ?
উত্তর হিন্দি ভাষায়।
৬। দুটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমের নাম করো?
উত্তর রেডিও এবং টেলিভিশন।
৭। পৃথিবীতে প্রথম বিমান চলাচল করে শুরু হয় ?
উত্তর 1903 খ্রিঃ।
৮। বর্তমানে সর্বোন্নত এবং সর্বাধুনিক পরিবহন ব্যবস্থা কোনটি?
উত্তর বিমান পরিবহন।
৯। ভারতের রাজপথগুলিকে কী বলা হয়?
উত্তর ন্যাশনাল হাইওয়ে।
১০। AAI এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর Airports Authority of India।
১১। দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোনটি ?
উত্তর চেন্নাই।
১২। দুটি আর্ন্তজাতিক সমুদ্রপথের নাম করো?
উত্তর ভারত-বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
১৩। ভারতের একটি খালপথের নাম লিখ ?
উত্তর পশ্চিমবঙ্গের মেদিনীপুর।
১৪। করে এবং কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়।
উত্তর 1825 খ্রী: ইংল্যান্ডের স্টপটন থেকে ডার্লিংটন শহরে মধ্যে।
১৫। ভারতের একটি বিখ্যাত আভ্যন্তরীণ জলপথের নাম লিখ ?
উত্তর গঙ্গা নদী।
১৬। স্থল পরিবহনের প্রধান মাধ্যম কয়টি?
উত্তর দুইটি।
১৭। পরিবহণ ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর 5 ভাগে।
১৮। NHAI এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর National Highway Authority of India ।
১৯। আসামের চূড়াইবাড়ি থেকে ত্রিপুরার মধ্য দিয়ে বিস্তৃত হাইওএয়টির কত নং হাইওয়ে?
উত্তর NH-4।
২০। জাতীয় সড়ক ৮ (আট) নং দ্বারা সংযুক্ত দুটি শহরপ হল?
উত্তর দিল্লী এবং মুম্বাই।
২১। Border Roads Oraganisation করে প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1960 খ্রিঃ।
২২। পবন হংস কী?
উত্তর পবন হংস হল — হেলিকপ্টার পরিসেবার একটি সংস্থা।
২৩। ভারতের একটি পূণঃরপ্তানি বন্দরের নাম করো।
উত্তর কলকাতা।
২৪। কাকে কলকাতার জীবনরেখা বলা হয়?
উত্তর মেট্রো রেলকে।
২৫। ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম রাস্তাটির নাম কী?
উত্তর গ্রান্ড ট্রাঙ্ক রোড।
২৬। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি?
উত্তর NH-7।
২৭। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি?
উত্তর NH-47।
২৮। ভারপতের কোন রাজ্যে সবচেয়ে বেশী সড়ক ঘনত্ব রয়েছে?
উত্তর কেরলে।
২৯। ‘সুপার হাইওয়ে’ কাকে বলে?
উত্তর 4 - 6 লেন বিশিষ্ট সড়কপথগুলিকেই ‘সুপার হাইওয়ে' বলে।
৩০। ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি?
উত্তর খড়গপুর।
৩১। ভারতে প্রথম কবে এবং কোথায় মেট্রো রেল চালু হয়?
উত্তর 1984 খ্রীঃ কলকাতায়।
৩২। ভারতে পরিবহনের নতুন মাধ্যম কোনটি?
উত্তর নলপথ ।
৩৩। কত খ্রিঃ প্রথম পাইপলাইন বা নলপথ প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1906 খ্রিঃ।
৩৪। ভারতে সর্বপ্রথম খনিজতেল বাহী নলপথ কোথায় স্থাপিত হয়?
উত্তর আসামের ডিগবয়ে 1956 খ্রিঃ।
৩৫। জলপথকে কী বলা হয়?
উত্তর উন্নয়নের জীবনরেখা বলা হয়।
৩৬। ভারতের একটি স্বাভাবিক/প্রাকৃতিক বন্দরের নাম করো।
উত্তর মুম্বাই।
৩৭। Inland water ways authouritry of India কত খ্রিঃ স্থাপিত হয়?
উত্তর 1986 খ্রিঃ।
৩৮। বন্দর গড়ে ওঠার প্রধান শর্ত কী?
উত্তর ভগ্ন-উপকূলরেখা।
৩৯। ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দরস্ত্র কোনটি?
উত্তর তামিলনাড়ু চেন্নাই।
৪০। মারমাগাঁও বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর গোয়া রাজ্যে।
৪১। লেগুন বা কয়াল এর প্রবেশ পথে কোন বন্দরটি অবস্থিত?
উত্তর কোচি বন্দরটি।
৪২। ভারতের সবচেয়ে গভীরতম বন্দর কোনটি ?
উত্তর বিশাখাপত্তনম্।
৪৩। ভারতের কতগুপলি প্রধান এবং অপ্রধান বন্দর রয়েছে?
উত্তর প্রধান বন্দর রয়েছে 12টি এবং অপ্রধান বন্দর রয়েছে 187 টি।
৪৪। ভারতের জাতীয় টেলিভিশন চ্যালেলটির নাম কী?
উত্তর দূরদর্শন।
৪৫। দুটি দেশের মধ্যে বাণিজ্যকে কী বলা হয়।
উত্তর আন্তর্জাতিক বাণিজ্য।
৪৬। ভারত থেকে সর্বাধিক রপ্তানিজাত দ্রব্য কোনটি?
উত্তর গ্রহরত্ন।
৪৭। ভারতীয় ও বিদেশী ফিলগুলিকে কে সংশাপত্র প্রদান করেপ?
উত্তর Central Board of Film Certification ।
৪৮। পৃথিবীর বৃহত্তম ডাক যোগাযোগ ব্যবস্থা পরিলক্ষিত হয় কোন দেশে ?
উত্তর ভারতে।
৫০। দূরসংযোগ ব্যবস্থার ক্ষেত্রে এশিয়ার কোন দেশে প্রথম স্থান অধিকার করে ?
উত্তর ভারত।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন