How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
সবুজের অভিযান' কবিতায় প্রশ্ন উত্তর 1 mark ২০ questions
১. ‘সবুজের অভিযান' কবিতায় ‘পাকা' ও 'কাঁচা' বলতে কাদের বোঝানো হয়েছে ?
উত্তর: ‘সবুজের অভিযান' কবিতায় 'পাকা' বলতে জরাগ্রস্ত প্রবীণদের আর 'কাঁচা' বলতে যৌবন পথের পথিক তরুণ সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে।
২. যুদ্ধ কেন ?' কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তর: ‘যুদ্ধ কেন?' কবিতাটি 'কাস্তে' কাব্যগ্রন্থের অন্তর্গত।
৩. ‘আগামী' কবিতায় কোন্ ঋতুতে বনস্পতির বীজ বৃহতের দলে মিশে যাবে বলে আশা প্রকাশ করেছে ?
উত্তর: আগামী বসন্ত ঋতুতে বনস্পতির বীজ বৃহতের দলে মিশে যাবে বলে আশা প্রকাশ করেছে।
৪. পুরুষকে মানুষ করতে নারী কী দিল ?
উত্তর: পুরুষকে মানুষ করতে নারী তার অর্ধেক হৃদয় ঋণস্বরূপ দান করল।
৫. ‘বিজ্ঞানের তাপ কী ?
উত্তর: 'বিজ্ঞানের তাপ' বলতে কবি বিজ্ঞানের ধ্বংসাত্মক শক্তিকে বুঝিয়েছেন।
৬. “যদিও নগণ্য আমি”- বক্তা নিজেকে 'নগণ্য' বলেছেন কেন ?
উত্তর: সদ্যোজাত অঙ্কুরিত বীজটি আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র এবং বাহ্যজগৎ সম্পর্কে অনভিজ্ঞ বলে বৃহৎ বটবৃক্ষ সমাজে নিজেকে 'নগণ্য বলে মনে করেছে।
৭. “ইহার নানা মহল ; ইহার দ্বার অসংখ্য” – কার কথা বলা হয়েছে ?
উত্তর: প্রকৃতির যে রহস্য নিকেতন— তার নানা মহল ও অসংখ্য দ্বারের কথা বলা হয়েছে।
৮. বৈজ্ঞানিক কোথায় আলোকের অনুসন্ধান করতে থাকেন ?
উত্তর: দৃষ্টির আলো যেখানে শেষ হয়ে যায়, সেখানে বৈজ্ঞানিক আলোকের অনুসরণ করতে থাকেন।
৯. ইন্দ্র শাহজিকে পুলিশে দিতে চায় কেন ?
উত্তর: গাঁজাখোর শাহজি পয়সার লোভে অন্নদাদিদিকে হত্যাও করতে পারে, এই আশঙ্কায় ইন্দ্র তাকে পুলিশে দিতে চায়।
১০. “গুরু-শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাধিয়া গিয়াছে।”- গুরু-শিষ্য কে কে ?
উত্তর: গুরু হল শাহজি এবং ইন্দ্র হল শিষ্য।
১১. আধুনিক যুগে বিদ্রোহের উদ্দেশ্য কী ?
উত্তর: আধুনিক যুগে বিদ্রোহের উদ্দেশ্য হল স্বাধিকার প্রতিষ্ঠা করা।
১২. 'যুগজিজ্ঞাসা' প্রবন্ধটি মূল কোন্ প্রবন্ধগ্রন্থের অন্তর্ভুক্ত ?
উত্তর: ‘যুগজিজ্ঞাসা' প্রবন্ধটি অন্নদাশঙ্কর রায়ের লেখা 'কণ্ঠস্বর' শীর্ষক প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত।
১৩. পুজোয় রিজার্ভ পেলে বিমল কী করবে ?
উত্তর: পুজোয় রিজার্ভ পেলে বিমল জগদ্দলকে নতুন রেক্সিনের হুড পরাবে।
১৪. জগদ্দল প্রতি গ্যালনে কত মাইল দৌড়ে যায় ?
উত্তর: জগদ্দল প্রতি গ্যালনে সোজা বাইশ মাইল দৌড়োয়।
১৫. পিয়ারা সিং বিমলকে টিটকারি দিয়ে কী বলেছিল ?
উত্তর: পিয়ারা সিং বিমলকে টিটকারি দিয়ে বলেছিল – “আর কেন, এ বিমলবাবু, এবার তোমার বুড়িকে পেনসন দাও?”
১৬. “বিমল প্রতিজ্ঞা করল।”- বিমল কী প্রতিজ্ঞা করেছিল ?
উত্তর: বিমল প্রতিজ্ঞা করেছিল, সে জগদ্দলকে সারিয়ে টেনে তুলবেই, তার ভয়ের কিছু নেই।
১৭. মধুসূদনের প্রথম কাব্য কোনটি ?
উত্তর: মধুসূদনের প্রথম কাব্য হল — 'তিলোত্তমাসম্ভব কাব্য'।
১৮. দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি প্রহসনের নাম লেখো।
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি প্রহসন হল—'কল্কি অবতার এবং ‘বিরহ’।
১৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত রচনা কোনটি ?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত রচনা ‘অতসী মামী'।
২০. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য 'জ্ঞানপীঠ' পুরস্কার লাভ করেন ?
উত্তর: 'গণদেবতা' উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 'জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন