How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
সবুজের অভিযান' কবিতায় প্রশ্ন উত্তর 1 mark ২০ questions ১. ‘সবুজের অভিযান' কবিতাটি কার, কোন্ কাব্য থেকে নেওয়া হয়েছে ? উত্তর: ‘সবুজের অভিযান' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বলাকা' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ২. “বিবাগি কার অবাধপানে, ” –কাকে বিবাগি করতে বলা হয়েছে ? উত্তর: কবি প্রযুক্ত ও অবাধ্য নবীনদেরকে সমস্ত ধরনের সংকীর্ণতা থেকে তাদের মনকে বিবাগি করতে বলেছেন। ৩. “অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী!”—কী আনার কথা বলা হয়েছে ? উত্তর: সমস্ত পাপ-তাপ-বেদনা ও বিচ্ছেদব্যথাকে পৃথিবীতে আনার কথা বলা হয়েছে । ৪. “যুদ্ধ কেন ?' কবিতাটি কোন্ মহাযুদ্ধের প্রেক্ষাপটে লেখা ? উত্তর: ‘যুদ্ধ কেন?” কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। ৫. অঙ্কুরিত বীজ কার ডাকে সন্দিগ্ধ চোখ মেলেছে ? উত্তর: অঙ্কুরিত বীজ আকাশের ডাকে তার সন্দিগ্ধ চোখ মেলেছে। ৬. কিশলয়কে কীভাবে সকলে সংবর্ধনা জানাবে ? উত্তর: জয়ধ্বনি দিয়ে সকলে কিশলয়কে সংবর্ধনা জানাবে। ৭. “তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করার চেষ্টা করেন।” –কে, কাকে রূপের মধ্যে প্রকাশ করার চেষ্টা করেন ? উত্তর: কবি তার অন্তর্দৃষ্টি...