How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
সবুজের অভিযান' কবিতায় প্রশ্ন উত্তর 1 mark ২০ questions
১. ‘সবুজের অভিযান' কবিতায় কার ঝোলাঝুলি ঝেড়ে ভুলগুলি আনতে বলা হয়েছে ?
উত্তর: ‘সবুজের অভিযান' কবিতায় ভোলানাথের ঝোলাঝুলি ঝেড়ে ভুলগুলি আনতে বলা হয়েছে।
২. “সেই সুযোগে ঘুমের থেকে জেগে”—কীসের সঙ্গে কীসের লড়াই হবে ?
উত্তর: সত্যের সঙ্গে মিথ্যার লড়াই হবে।
৩. ‘আদি-পাপ' কে করেছে ?
উত্তর: আদি পাপ নর শয়তান করেছে।
৪. “আজকে আমার প্রশ্ন, ”—প্রশ্নটি কী ?
উত্তর: বারংবার বর্বর যুদ্ধের এই অভিনয় হবে কেন? এটিই কবির প্রশ্ন ।
৫. ‘যুদ্ধ কেন ?' কবিতায় শেষ পঙ্ক্তিতে কবি কীসের আলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন ?
উত্তর: কবি কল্যাণকারী মানবসেবার সহায়ক আলোকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
৬. কার শিকড়ে অরণ্যের বিশাল চেতনা ?
উত্তর: অঙ্কুরিত বীজের শিকড়ে অরণ্যের বিশাল চেতনা ।
৭. কে পথকে উপেক্ষা করেন না ?
উত্তর: বৈজ্ঞানিক পথকে উপেক্ষা করেন না ।
৮. সকল পথই যেখানে একত্র মিলেছে সেখানে কীসের সন্ধান মেলে ?
উত্তরঃ সকল পথই যেখানে একত্র মিলেছে সেখানে পূর্ণ সত্যের
৯. “তুই বড়ো অপয়া !”—কাকে অপয়া বলা হয়েছে ?
উত্তর: শ্রীকান্তকে অপয়া বলা হয়েছে।
১০. অন্নদাদিদির স্বামীর নাম কী ?
উত্তর: অন্নদাদিদির স্বামীর নাম শাহজি।
১১. কারা নিত্যকালের রাখাল ?
উত্তর: শিল্পীরা নিত্যকালের রাখাল।
১২. কাকে প্রাকৃতিক বলে চালানো হয়েছে ?
উত্তরঃ যা কিছু কৃত্রিম তাকে প্রাকৃতিক বলে চালানো হয়েছে।
১৩. ‘ভৈরব হর্ষ’ কার গাড়ির হর্ণ ?
উত্তর: ‘ভৈরব হর্ষ' বিমলের গাড়ির হর্ন।
১৪. “এমনিতে ফিরবে না সে ; 'সে' কে ?
উত্তর: বিমলের চোখে সে হল ব্যবসায়ী মাড়োয়ারি ভদ্রলোকের মাধ্যমে হাজির হওয়া ভবিতব্যের ছায়ামূর্তি ।
১৫. “ভাঙা মন্দিরে চুনকাম !”—কার উক্তি ?
উত্তর: গৌর-এর উক্তি ।
১৬. “দর বুঝে ছেড়ে দাও এবার।”–কে, কাকে বলেছে ?
উত্তর: গোবিন্দ বিমলকে বলেছে।
১৭. কাকে কেরি সাহেবের মুনশি বলা হয় ?
উত্তর: রামরাম বসুকে কেরি সাহেবের মুনশি বলা হয়।
১৮. বিহারীলাল চক্রবর্তীর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থটির নাম কী ?
উত্তর: বিহারীলাল চক্রবর্তী রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থটির নাম 'সারদামঙ্গল'।
১৯. 'নবান্ন' নাটকটি কার লেখা ?
উত্তর: 'নবান্ন' নাটকটির রচয়িতা বিজন ভট্টাচার্য।
২০. ত্রিপুরার কাহিনি নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসটির নাম কী ?
উত্তরঃ ত্রিপুরার কাহিনি নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসটির নাম 'রাজর্ষি'।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন