How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
রবীন্দ্র-নাটকের শ্রেণিবিভাগ করো। রবীন্দ্রনাথের কাব্যনাট্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও ।
class 12 bengali question answer
উচ্চ মাধ্যমিক বাংলা বড় প্রশ্ন উত্তর 2023
সাধারণভাবে রবীন্দ্রনাথের নাটকগুলিকে আমরা পাঁচটি শ্রেণিতে ভাগ করতে পারি। ভাগগুলি এইরক—
ক) কাব্যনাট্য : ‘রুদ্রচণ্ড” (১৮৮১), 'বাল্মীকি প্রতিভা' (১৮৮১), 'প্রকৃতির প্রতিশোধ' (১৮৮৪), 'কালমৃগয়া' (১৮৮৮) ও মায়ার খেলা' (১৮৮৮) ইত্যাদি।
খ) প্রথানুগ বা প্রচলিত রীতিসম্মত নাটক : 'রাজা ও রাণী' (১৮৮৯), 'বিসর্জন' (১৮৯০), প্রায়শ্চিত্ত' (১৯০৯), 'গৃহপ্রবেশ' (১৯২৫), ‘তপতী' (১৯২৯) প্রভৃতি।
(গ) কৌতুক নাট্য : 'শেষ রক্ষা' (১৮২৮), 'গোড়ায় গলদ' (১৮৯২), 'বৈকুণ্ঠের খাতা' (১৮৯৭), ‘চিরকুমার সভা' (১৯২৬) ইত্যাদি।
(ঘ) রূপক ও সাংকেতিক নাটক : 'রাজা' (১৯১০), ‘অরূপরতন' (১৯১০), ‘অচলায়তন' (১৯১২), মুক্তধারা' (১৯২২), ‘রক্তকরবী' (১৯১৬), 'ডাকঘর' (১৯১২), 'কালের যাত্রা' (১৯৩২) প্রভৃতি।
(ঙ) নৃত্যনাট্য : 'চিত্রাঙ্গদা' (১৯০৬), 'চণ্ডালিকা' (১৯৩৮), 'শ্যামা' (১৯৩৯) প্রভৃতি।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন