How did Tripura Join as a State of Independent India? ত্রিপুরা রাজ্য কিভাবে স্বাধীন ভারতের সাথে যুক্ত হয় ? ভূমিকা ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ মে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ৩৯ বছর বয়সে পরলোক গমন করলে তার পুত্র কিরীট বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদের জমিদারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। তিনি নাবালক থাকায় ভারত সরকারের পরামর্শ অনুযায়ি রাজমাতা মহারাণি কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে রাজপ্রতিনিধি শাসন পরিষদ বা কাউন্সিল অব রিজেন্সি গঠিত হয়। মহারাণি কাঞ্চনপ্রভা দেবী এই পরিষদের প্রেসিডেন্ট এবং রাজকুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন বাহাদুর ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন ও মন্ত্রী রাজরত্ন সত্যব্রত মুখার্জি এই পরিষদের সদস্য নিযুক্ত হন। (২) পাকিস্তানের ত্রিপুরা আক্রমনের ষড়যন্ত্র ভারত স্বাধীনতা লাভের অল্পদিনের পরেই ত্রিপুরা রাজ্য এক গভীর সঙ্কটের সম্মুখীন হয়। ত্রিপুরা সীমান্তস্থিত কুমিল্লার মুসলিম ন্যাশনাল গার্ডের উদ্যোগে ও আগরতলার কতিপয় ব্যক্তির সহযোগিতায় পাকিস্তান ত্রিপুরা আক্রমনের পরিকল্পনা করে। ত্রিপুরার রা...
class 12 question answer bengali
১. ‘সবুজের অভিযান' কবিতায় কবি কাকে আহ্বান জানিয়েছেন ?
উত্তর: ‘সবুজের অভিযান' কবিতায় কবি সমাজের তরুণ সম্প্রদায়, যাদের তিনি ‘নবীন’, ‘কাঁচা’, ‘অবুঝ’, ‘সবুজ’ ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করেছেন, তাদের আহ্বান জানিয়েছেন।
২. “আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।”—‘আধমরা' বলতে কবি কাদের বুঝিয়েছেন ?
উত্তর: ‘সবুজের অভিযান' কবিতায় কবি 'আধমরা বলতে প্রবীণদের রক্ষণশীলতা, ভয় ও বদ্ধ সংস্কারকে বুঝিয়েছেন।
৩. “সেদিন ছায়ায় এসো।” –কোন্ দিনের কথা বলা হয়েছে ?
উত্তর: অঙ্কুরিত বীজ যেদিন শাখা প্রশাখায়, ফুলে পল্লবে সমৃদ্ধ হয়ে মহীরূহরূপে আত্মপ্রকাশ করবে, সেই দিনের কথা এখানে বলা হয়েছে।
৪. “যুগের ধর্ম এই” – যুগের ধর্ম কী ?
উত্তর: যুগের ধর্ম হল অপরকে পীড়ন করলে সে-পীড়ন নিজের কাছেই ফিরে আসবে।
৫. 'কিরঘিজ স্টেপিস' কী ?
উত্তর: ইউরেশিয়ান স্টেপস তৃণভূমির একটি অংশ হল— ‘কিরঘিজ স্টেপিস', যা বর্তমানে রাশিয়ায় অবস্থিত। উনিশ শতকের মাঝামাঝি সময়ে এই তৃণভূমির উক্ত নামকরণ করা হয়।
৬. 'আগামী' কবিতাটি কবির কোন্ কাব্যের অন্তর্ভুক্ত ?
উত্তর: 'আগামী' কবিতাটি কবির ‘ছাড়পত্র' কাব্যের অন্তর্ভুক্ত।
৭. বৈজ্ঞানিকের অনুসৃত পথটি কেমন ?
উত্তর: বৈজ্ঞানিকের অনুসৃত পথটি বন্ধুর এবং তা পর্যবেক্ষণ ও পরীক্ষণের ফলে প্রাপ্ত।
৮. জ্ঞানসাধনার ক্ষেত্রে ভারতবর্ষ কোন্ দিকে সর্বদা লক্ষ রেখেছে ?
উত্তরঃ জ্ঞানসাধনার ক্ষেত্রে বহুর মধ্যে যাতে হারিয়ে না যায়, ভারতবর্ষ সেদিকে সর্বদা দৃষ্টি রেখেছে।
৯. 'অন্নদাদিদি' পাঠ্যাংশটির উৎস কী ?
উত্তর: ‘অন্নদাদিদি” পাঠ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের প্রথম পর্বের পঞ্চম পরিচ্ছেদ থেকে গৃহীত হয়েছে।
১০. শাহজি ইন্দ্রকে কীসের মন্ত্র দিয়েছিল ?
উত্তর: শাহজি ইন্দ্রকে হাত-চালার মন্ত্র দিয়েছিল।
১১. 'হিউম্যানিজম'-এর লক্ষণ কী ?
উত্তর: ‘হিউম্যানিজম'-এর লক্ষণ হল— সমাজ, সম্প্রদায়, শ্রেণি ও সংঘের চেয়ে মানুষকে বড়ো করে দেখা ।
১২. আস্তিক দর্শনের বিরোধী দর্শনকে কী বলে ?
উত্তর: আস্তিক দর্শনের বিরোধী দর্শনকে নাস্তিক দর্শন বলে ।
১৩. গাড়িটিকে বিমল আদর করে কী নামে ডাকে ?
উত্তর: বিমল আদর করে তার গাড়িটিকে 'জগদ্দল' নামে ডাকে।
১৪. জগদ্দলের তেষ্টা পেলে বিমল কী করে ?
উত্তর: জগদ্দলের তেষ্টা পেলে বিমল রাস্তার পাশে বট গাছের ছায়ায় গাড়ি থামিয়ে কুয়ো থেকে বালতি ভরে জল এনে রেডিয়েটরের মুখে ঢেলে দেয়।
১৫. বিমলের গাড়ির পাদানিতে পা দিলে কেমন শব্দ হয় ?
উত্তরঃ বিমলের গাড়ির পাদানিতে পা দিলে মাড়ানো কুকুরের মতো ‘ক্যাচ’ করে আর্তনাদের শব্দ হয়।
১৬ “লোকটাও একটা যন্ত্র” –কোথায় আলোচনা হয় ?
উত্তর: উক্ত কথাটি ‘বেঙ্গলি ক্লাব'-এ আলোচিত হয়।
১৭. আদি মহাকাব্যের দুটি নিদর্শন দাও।
উত্তর: আদি মহাকাব্যের দুটি নিদর্শন হল—‘রামায়ণ’ ও ‘মহাভারত’।
১৮. বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি ?
উত্তর: বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক হল— ‘কৃয়কুমারী’।
১৯. 'মেঘনাদবধ কাব্য'-টি কে রচনা করেন ?
উত্তর: ‘মেঘনাথবধ কাব্য'-টি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন।
২০. ‘পদ্মানদীর মাঝি' কে লিখেছেন ?
উত্তর: ‘পদ্মানদীর মাঝি' লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন